আইপিএল কে কতবার কাপ নিয়েছে
আইপিএল কে কতবার কাপ নিয়েছে
আইপিএল আসরের প্রথম থেকেই জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়ে আসছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)। এই লিগ ক্রিকেট টুনার্মেন্ট নিয়ন্ত্রণ করে থাকে ভারতের ক্রিকেট র্বোড (বিসিসিআই)। প্রত্যেক বছর আয়োজন করা হয় আইপিএল আসর। বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ জনপ্রিয় ক্রিড়া প্রতিযোগিতার একটি হলো আইপিএল, তাই তো আইপিএল শুরু হওয়া মাত্র ক্রিকেট ভক্তরা তা দেখতে ভুলে না, প্রতিটি আসর কবে হবে সর্ব খবরি রাখে তারা।
এছাড়াও আইপিএল কে কতবার কাপ নিয়েছে। কোন দল সবচেয়ে বেশি আইপিএল চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে তা জানতে আগ্রহ প্রকাশ করে। আসর অনুষ্ঠিত হওয়া মাত্র একে অপরের সাথে ইতিহাস নিয়ে কথা বলে। তাই আজকের আর্টিকেলে জানাবো আইপিএল চ্যাম্পিয়ন লিস্ট, শুরু থেকে কে কতবার জিতেছে আইপিএল, সব খবরি থাকছে আজকের আর্টিকেলে নিচে।
আইপিএল কত সালে শুরু হয়
Indian প্রিমিয়ার লিগ যা ছোট্র করে বলে IPL, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল প্রতিষ্ঠিত হয় ২০০৭ সালে, আইপিএলের প্রথম আসরের ফাইনাল হয় ২০০৮ সালের জানুয়ারি মাসে। তাই সবাই বলে থাকে ২০০৮ সালে শুরু হয় আইপিএলের প্রথম আসর।
আইপিএল ট্রফি কে কতবার নিয়েছে
নিচে আইপিএল কে কতবার জিততে তা তালিকা আকারে টেবিল দেওয়া হয়েছে, এখানে কত আসলে আইপিএল অনুষ্ঠিত হয়েছে কোন দল চ্যাম্পিয়ন ও রানার্সআপ হয়েছে তা দেওয়া হলো।
তারিখ | চ্যাম্পিয়ন | জয় | রার্নাসআপ | ভেন্যূ |
২০২৩ | চেন্নাই সুপার কিংস | ৫ উইকেটে | গুজরাট টাইটার্ন্স | আহমেদাবাদ |
২০২২ | গুজরাট টার্ইটান্স | ৭ উইকেটে | রাজস্থন রয়েল | আহমেদাবাদ |
2021 | চেন্নাই সুপার কিংস | ২৭ রানে | কলকাতা নাইট রাইডার্স | দুবাই |
2020 | মুম্বাই ইন্ডিয়ান্স | ৫ উইকেটে | দিল্লি ক্যাপিটাল | দুবাই |
2019 | মুম্বাই ইন্ডিয়ান্স | ১ রানে | চেন্নাই সুপার কিংস | হায়দ্রবাদ |
2018 | চেন্নাই সুপার কিংস | ৮ উইকেটে | সানরাইজার্স হায়দ্রাবাদ | মুম্বাই |
2017 | মুম্বাই ইন্ডিয়ান্স | ১ রানে | পুনে সুপার জায়েন্ট | হায়দ্রাবাদ |
2016 | সানরাইজার্স হায়দার্বাদ | ৮ রানে | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালো | ব্যাঙ্গালো |
2015 | মুম্বাই ইন্ডিয়ান্স | ৪১ রানে | চেন্নাই সুপার কিংস | কলকাতা |
2014 | কলকাতা নাইট রাইডার্স | ৩ উইকেটে | কিংস এলিবেন পাঞ্জাব | ব্যাঙ্গালো |
2013 | মুম্বাই ইন্ডিয়ান্স | ২৩ রানে | চেন্নাই সুপার কিংস | কলকাতা |
2012 | কলকাতা নাইট রাইডার্স | ৫ উইকেটে | চেন্নাই সুপার কিংস | চেন্নাই |
2011 | চেন্নাই সুপার কিংস | ৫৮ রানে | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালো | চেন্নাই |
2010 | চেন্নাই সুপার কিংস | ২২ রানে | মুম্বাই ইন্ডিয়ান্স | মুম্বাই |
2009 | ৬ রানে | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালো | ||
2008 | রাজস্থন রয়েল | ৩ উইকেটে | চেন্নাই সুপার কিংস | মুম্বাই |
সবচেয়ে বেশি কোন দল আইপিএল নিয়েছে
আইপিএলের আার শুরু হওয়া মাত্র প্রত্যেকটা দল অংশগ্রহণ প্রকাশ করে এটা জানতে যে কোন দল সবচেয়ে বেশি বার আইপিএল ট্রফি ঘরে তুলেছে। ভক্তদের চাওয়া পাওয়া থেকে নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
IPL দল | কতবার জিতেছে | চ্যাম্পিয়ন সাল |
মুম্বাই ইন্ডিয়ান | ৫ বার | ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯, ২০২০ |
চেন্নাই সুপার কিংস | ৫ বার | ২০১০, ২০১১, ২০১৮, ২০২১, ২০২৩ |
কলকাতা নাইট রাইডার্স | ২ বার | ২০১২, ২০১৪ |
সানরাইজর্স হায়দ্রাবাদ | ১ বার | ২০১৬ |
রাজস্থান রয়্যেল | ১ বার | ২০০৮ |
Deccan Chargers (DC) | ১ বার | ২০০৯ |
গুজরাট টাইটান্স | ১ বার | ২০২২ |
আইপিএলে বেশিবার চ্যাম্পিয়ন হওয়া দল
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL সবচেয়ে বেশি বার চ্যাম্পিয়ন দল মুম্বাই ইন্ডিয়ান ও চেন্নাই সুপার কিংস, এই দুই দল ৫ বার করে মোট ১০ বার শিরোপা নিজের নামে করেছে। এছাড়াও কলকাতা নাইট রাইডার্স ২বার শিরোপা জিতেছে আইপিএলে বাকি দলগুলোর একবার করে জয়লাভ করে আইপিএলে। প্রত্যেক আসর জুড়ে মোট ৭টা দল শিরোপার সাদ পায়।
কে কতবার আইপিএল ট্রফি জিতেছে
২০০৮ সাল থেকে শুরু হওয়া আইপিএলের প্রথম আসর থেকে বর্তমান আসর পর্যন্ত প্রত্যেকের বিস্তারিত আলোচনা করা হলো নিচে।
আইপিএল প্রথম আসর ২০০৮
আইপিএলের ঘরোয়া লিগের প্রথম আসর শুরু হয় ২০০৮ সালে ১৮ এপ্রিল। যেখানে ৮ টি দল অংশগ্রহণ করে। মোট ৫৯ টি ম্যাচ আয়োজন করা হয় প্রথম আসরে। ইন্ডিয়ার নয়টা (৯) স্টেডিয়ামে তা অনুষ্ঠিত হয় টি টোয়েন্টি ফরম্যাটে। আইপিএলের ১ম আসরের ফাইনাল অনুষ্ঠিত হয় ১ জুন সেখানে চেন্নাই সুপার কিংস ও রাজস্থন রয়্যেল একে অপরের সঙ্গে লড়াই কররে। রাজস্থান টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। আগে ব্যাটিং করতে নেমে চেন্নাই ১৬৩ রানের পূজি করে। সেই রান তারা করতে নেমে ৩ উইকেট হাতে রেখে জয়লাভ করে রাজস্থান রয়্যেল।
২০০৮ সালে আইপিএল প্রথম আসরের চ্যাম্পিয়ন দল রাজস্থান রয়্যেল ও রানার্সআপ দল চেন্নাই সুপার কিংস।
বিস্তারিত আসছে,