Cricket League

যেভাবে লাইভ দেখা যাবে আইপিএল ২০২৪?

যেভাবে লাইভ দেখা যাবে আইপিএল ২০২৪?

ক্রিকেট ফরম্যাটে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৪ সালে আইপিএলের ১৭ তম আসর অনুষ্ঠিত হবে। ইন্ডিয়ার পেশাদার লিগে ২০২৪ সালে 10 দল অংশগ্রহণ করবে। সতেরো তম আসরের সবকয়টি ম্যাচ কিভাবে লাইভ দেখা যাবে তা থাকছে আজকের আর্টিকেলে।

যেভাবে লাইভ দেখা যাবে আইপিএল ২০২৪?
যেভাবে লাইভ দেখা যাবে আইপিএল ২০২৪?

আইপিএল ২০২৪ কবে শুরু হবে?

২০২৪ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হবে ২০ মার্চ । এবারের আইপিএল আসরে ১০টি দল অংশগ্রহণ করবে, IPL 2024 যোগ দেওয়া দলগুলো সর্বমোট ৭৪টা ম্যাচ খেলবে। আইপিএল ২০২৪ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৬ মে ২০২৪. ভারতের ফ্র্যাঞ্চাইজি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ টি টোয়েন্টি ফরম্যাটে হবে।

বাংলাদেশে লাইভ দেখা যাবে আইপিএল ২০২৪

ভারতের ঘরোয়া লিগ হলেও এটি পুরো বিশ্বের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে। বাংলাদেশসহ ভিন্ন সব দেশে এই প্রিমিয়ার লিগ লাইভ দেখা যায়। ভারতের পাশ্ববর্তী দেশগুলোর মধ্যে বাংলাদেশে এই ক্রিকেট টুনামেন্টের  সবগুলো ম্যাচ সরাসরি টিভি চ্যানেলে সম্প্রচার করে এছাড়াও ডিজিটাল প্লাটফর্মে দেখায়। বাংলাদেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসে (T Sports) দেখা যাবে আইপিএল ২০২৪ এছাড়া, গাজি টিভি (G TV) দেখা যাবে IPL 2024.

বাংলাদেশের টিভি চ্যানেলে সরাসরি দেখার পাশাপাশি ডিজিটাল প্লাটফর্ম ট্রফি এ্যাপসের ( Toffee App ) সঙ্গে থেকে দেখতে পারেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল ২০২৪.

ভারতে যেভাবে লাইভ দেখা যাবে আইপিএল ২০২৪

ভারতের ঘরোয়া ক্রিকেট লিগে সুনাম চড়িয়েছে পুরো ক্রিকেট বিশ্বে ২০০৮ সালে প্রথম আইপিএল ক্রিকেট টুনামেন্ট আয়োজন করে ভারতের ক্রিকেট র্বোড (bcb)। বর্তমানে ২০২৪ সালে আইপিএলের ১৭ তম আসর আয়োজন করা হবে। সেই ম্যাচ গুলো যেভাবে দেখা যাবে ভারতে।

ভারতের নিজদেশের ক্রিকেট লিগ হওয়ায় প্রত্যেকটি ম্যাচ স্টেডিয়ামে বসে খেলাগুলোকে দশকেরা উপভোগ করতে পারবে এছাড়াও ডিজিটাল প্লাটফর্ম ও টিভি চ্যানেলে দেখা যাবে খেলা। ইন্ডিয়া থেকে আইপিএলের টিভি চ্যানেল স্বত্ব কিনেছে স্টার স্পোর্টস (STAR Sports) তো যারা টিভি চ্যানেলে দেখতে চান তারা দেখতে পারবেন। এছাড়া আপনি চাইলে অনলাইন প্লাটফর্ম জিও সিনেমায় আইপিএল ২০২৪ লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন।

আইপিএল ২০২৪ লাইভ দেখার উপায়

২০২৪ সালের আইপিএল আসরে প্রত্যেকটি ম্যাচে যেভাবে লাইভ দেখা যাবে তা আপনাদের জানাবো। আইপিএল ২০২৪ লাইভ দেখতে পারবেন ২টা মাধ্যমে হয়তো হাতে থাকা মোবাইল বা দেখার জন্য ইলেকট্রনিক ডিভাইস বসিয়ে দেখতে পারবেন ঘরে বসে। তো চলুন দেখা যাক কিভাবে দেখবেন আইপিএল ২০২৪ লাইভ।

যেসব টিভি চ্যানেলে দেখা যাবে আইপিএল ২০২৪

দেশ দেখা যাবে
ভারত Star Sports, Jio Cinema
ইউনাইটেড কিংডম DAZN, Sky Sports
যুক্তরাষ্ট্র Willow TV
অস্ট্রেলিয়া Fox Sports
মেডেল ইস্ট্র Times Internet
সাউথ আফ্রিকা SuperSport
পাকিস্তান Yupp TV
নিউজিল্যান্ড Sky Sport
ওয়েস্ট ইন্ডিজ Flow Sports (Flow Sports 2)
কানাডা Willow TV
বাংলাদেশ Gazi TV
আফগানিস্তান Ariana Television Network
নেপাল Star Sports, Yupp TV
শ্রীলঙ্কা Star Sports, Yupp TV
মালদ্বীপ Star Sports, Yupp TV
সিঙ্গাপুর StarHub
Guyana ENet

অনলাইনে যেভাবে লাইভ দেখা যাবে আইপিএল ২০২৪

অনলাইনে যেভাবে লাইভ দেখা যাবে আইপিএল ২০২৪ তা দেওয়া হলো। ডিজিটাল প্লাটফর্মে দেখা যাবে আইপিএলের ১৭ তম আসরের সবকয়টি ম্যাচ। নিচে চারটা উল্লেখ করা হলো যেখানে অনলাইনের মাধ্যমে আইপিএল খেলা দেখতে পারবেন।

ডিজিটাল প্লাটফর্ম 

Jio Cinema, Yupp TV, Foxtel, StarHub

যেসব রেডিওতে শুনা যাবে আইপিএল ২০২৪

টাটা আইপিএল ২০২৪ টিভি চ্যানেলে মাধ্যমে সরাসরি সম্প্রচার এর পাশাপাশি FM Radio এর মাধ্যমে সরাসরি সম্প্রচার করবে খেলা। তাই যাঁরা ভিন্ন সব ঝামেলার জন্য খেলাগুলো দেখতে পারবেন না তারা ঘরে বসে সরাসরি রেডিওতে শুনতে পারবেন। নিচে দেওয়া হয়েছে যেসব রেডিওতে দেখা আইপিএল ম্যাচগুলো।

রেডিও 

ক্রিকেট রেডিও , ৮৯.১ রেডিও,  4 FM, গোল্ড ১০১.৩ এফএম, টকস্পোর্ট

আইপিএল ২০২৪ দলের তালিকা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ২০২৪ সালে ১০টি দল অংশগ্রহণ করবে, এর পূর্বের আসরের ১০ দলকে নিয়ে অনুষ্ঠিত হয়েছিল আইপিএল ক্রিকেট লিগ আসর। নিচে ১০ দলের তালিকা প্রকাশ করা হল,

  • চেন্নাই সুপার কিংস
  • গুজরাট টাইটান্স
  • কলকাতা নাইট রাইডার্স
  • পাঞ্জাব সুপার কিংস 
  • রাজস্থান রয়্যালস
  • মুম্বাই ইন্ডিয়ান্স
  • রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর 
  • সানরাইর্জাস হায়দ্রবাদ
  • দিল্লি ক্যাপিটালস
  • লখনউ সুপার জায়েন্ট

উপরে থাকা ১০টা দল আইপিএলে একে অপরের সঙ্গে লড়াই করবে রাউন্ড রবিন পদ্ধতিতে।

আইপিএল কার কত পয়েন্ট ২০২৪?

Team P W L PT NRR
Gujarat Titans 0 0 0 0 0
Chennai Super Kings 0 0 0 0 0
Lucknow Super Giants 0 0 0 0 0
Mumbai Indians 0 0 0 0 0
Rajasthan Royals 0 0 0 0 0
Royal Challengers Bangalore 0 0 0 0 0
Kolkata Knight Riders 0 0 0 0 0
Punjab Kings 0 0 0 0 0
Delhi Capitals 0 0 0 0 0
Sunrisers Hyderabad 0 0 0 0 0

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

You cannot copy content of this page