আর্জেন্টিনার খেলার সময় সূচি ২০২৪
আর্জেন্টিনার খেলার সময় সূচি ২০২৪ অনেকেই জানতে চান। কারণ আপনাদের অনেকের প্রিয় ফুটবল দল হলো আর্জেন্টিনা। তাই আর্জেন্টিনার খেলা কবে এই সম্পর্কে আপনারা খোঁজখবর রাখেন। ঘোটা ফুটবল দুনিয়ার প্রায় বেশিরভাগ একটা অংশ ফুটবলে প্রিয় দল আর্জেন্টিনার সাপোর্ট করে থাকে।
একটা সময় ছিল আর্জেন্টিনা ফ্যানরা দিয়েগো মারাদোনাকে নিয়ে গর্ব করত কিন্তু কালের পরিক্রমায় তিনি হারিয়ে গেছেন। তারপরও আর্জেন্টিনা দলের হাল ধরেন লিওনেল মেসি। লিওনেল মেসি এখনো পর্যন্ত আর্জেন্টিনা দলে খেলছেন। তার নেতৃত্বে সর্বশেষ ২০২২ কাতার ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা ফুটবল দল। সামনে ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনা ফুটবল দল এরিমধ্যে সকল ধরনের প্রস্তুতি শুরু করেছে। ২০২৪ সালে আর্জেন্টিনা দলের ফুটবল বিশ্বকাপ বাছাইপর্বসহ কিছু ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে। নিচে আর্জেন্টিনার খেলার সময় সূচি ২০২৪ নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো,
আর্জেন্টিনার খেলা কবে
আর্জেন্টিনা খেলা কবে হবে তা আপনারা অনেকেই জানতে চান। কারণ দক্ষিণ এশিয়া অঞ্চলে আর্জেন্টিনার দলের ফ্যান ব্যাজ বেশি। তারা অধীর আগ্রহ নিয়ে আর্জেন্টিনার খেলা দেখার জন্য অপেক্ষা করে। আর্জেন্টিনার ফুটবল দল ২০২৪ সালে ২১ জুন বাংলাদেশ সময় ভোর ৬ টা বাজে মাঠে নামবে এবং ২০২৪ সালে আর্জেন্টিনা দল সর্বশেষ ম্যাচ খেলবে ১৯ নভেম্বর এই ম্যাচ ফুটবল বিশ্বকাপ ২০২৬ এর বাছাইপর্বের ম্যাচ হবে।
আর্জেন্টিনার খেলার সময় সূচি ২০২৪
২০২৪ সালে আর্জেন্টিনা কোপা আমেরিকা আসর দিয়ে মাঠে নামবে। আগামী ২১ জুন কোপা আমেরিকা আসর দিয়ে ২০২৪ সালে আর্জেন্টিনা খেলবে। ২০২৪ সালে আর্জেন্টিনা দল কোপা আমেরিকা ছাড়াও ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ বাছাইপর্বের অনেকগুলো ম্যাচ খেলবে। নিচে আর্জেন্টিনার খেলার সময় সূচি ২০২৪ তালিকা আকারে বিস্তারিত আলোচনা করা হলো।
আর্জেন্টিনার খেলার সময় সূচি ২০২৪ তালিকা
২০২৪ সালে আর্জেন্টিনা দল যে সকল ম্যাচ খেলবে তার তালিকা সময়সূচি সহ নিচে দেওয়া হলো,
তারিখ | প্রতিযোগিতা | ম্যাচ | ভেন্যু |
২১ জুন ২০২৪, ৬:০০ এএম | কোপা আমেরিকা ২০২৪ গ্রুপপর্ব | আর্জেন্টিনা বনাম টিবিডি | মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম (আটলান্টা) |
২৬ জুন ২০২৪, ৬:০০ এএম | কোপা আমেরিকা ২০২৪ গ্রুপপর্ব | আর্জেন্টিনা বনাম চিলি | মেটলাইফ স্টেডিয়াম (ইস্ট রাদারফোর্ড, এনজে) |
৩০ জুন ২০২৪, ৬:০০ এএম | কোপা আমেরিকা ২০২৪ গ্রুপপর্ব | আর্জেন্টিনা বনাম পেরু | হার্ড রক স্টেডিয়াম (মিয়ামি, এফএল) |
টিবিডি | কোপা আমেরিকা ২০২৪ কোয়ার্টার ফাইনাল | টিবিডি | টিবিডি (হিউস্টন, বা আর্লিংটন) |
টিবিডি | কোপা আমেরিকা ২০২৪ সেমিফাইনাল | টিবিডি | মেটলাইফ স্টেডিয়াম (ইস্ট রাদারফোর্ড, এনজে) |
টিবিডি | কোপা আমেরিকা ২০২৪ ফাইনাল / ৩য় স্থান | টিবিডি | টিবিডি |
৫ সেপ্টেম্বর ২০২৪ | ২০২৬ ফুটবল বিশ্বকাপ বাছাইপর্ব | আর্জেন্টিনা বনাৃ চিলি | টিবিডি |
১০ সেপ্টেম্বর ২০২৪ | ২০২৬ ফুটবল বিশ্বকাপ বাছাইপর্ব | কলম্বিয়া বনাম আর্জেন্টিনা | টিবিডি |
১০ অক্টোবর ২০২৪ | ২০২৬ ফুটবল বিশ্বকাপ বাছাইপর্ব | আর্জেন্টিনা বনাম ভেনিজুয়েলা | টিবিডি |
১৫ অক্টোবর ২০২৪ | ২০২৬ ফুটবল বিশ্বকাপ বাছাইপর্ব | আর্জেন্টিনা বনাম বলিভিয়া | টিবিডি |
১৪ নভেম্বর ২০২৪ | ২০২৬ ফুটবল বিশ্বকাপ বাছাইপর্ব | আর্জেন্টিনা বনাম পেরাগুয়ে | টিবিডি |
১৯ নভেম্বর ২০২৪ | ২০২৬ ফুটবল বিশ্বকাপ বাছাইপর্ব | আর্জেন্টিনা বনাম পেরু | টিবিডি |
বি:দ্র: সবগুলো ম্যাচ বাংলাদেশের সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। তবে এখনো পর্যন্ত অনেকগুলো ম্যাচের ভেন্যু ও সময় ঠিক হয়নি। সময় ও ভেন্যু সম্পর্কে আপডেট দিয়ে দেওয়া হবে।
২০২৪ আর্জেন্টিনার খেলা কবে live
আর্জেন্টিনার খেলা কবে live দেখার উপায় সম্পর্কে আপনারা জানতে চান। উপরে ২০২৪ সালে আর্জেন্টিনা দলের খেলার সময়সূচি দেওয়া হয়েছে। উপরের সবগুলো ম্যাচ কিভাবে সহজে লাইভ দেখাতে পারবেন এখন এই নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে আর্জেন্টিনার খেলা কবে live দেখতে হলে আপনাকে চোখ রাখতে হবে টিভি অথবা অনলাইনে মোবাইল বা অনান্য ডিভাইসের পর্দায়।
আর্জেন্টিনার খেলা কবে live দেখার জন্য আর্জেন্টিনার টিভি চ্যানেল TYC Sports এর পর্দায় চোখ রাখতে পারেন। কারণ কোপা আমেরিকা ২০২৪ সহ সকল ধরণের আর্জেন্টিনার ফুটবল খেলা লাইভ সম্প্রচার করে tyc sports tv channel।
তাছাড়া মোবাইল বা অনান্য ডিভাইসের মাধ্যমে ২০২৪ সালের আর্জেন্টিনা দলের খেলা লাইভ দেখতে পারবেন অনলাইনের মাধ্যমে। অনলাইনে আর্জেন্টিনার খেলা লাইভ দেখার জন্য মোবাইল অ্যাপস HD Streamz, Sportzfy অথবা Yacin tv এই অ্যাপগুলোর সাহায্য নিতে পারেন। কারণ এই অ্যাপ গুলো ব্যবহার করে আপনি আর্জেন্টিনা দলের ২০২৪ সালের সবগুলো ম্যাচ লাইভ দেখতে পারবেন। এছাড়া বিভিন্ন আইপি টিভি ব্যবহার করে অনলাইনে আর্জেন্টিনা দলের খেলা লাইভ দেখতে পারবেন।
শেষকথা: উপরে আর্জেন্টিনা দলের ২০২৪ সালে সকল খেলার সময়সূচি লাইভ দেখার উপায় সম্পর্কে আলোচনা করা হয়েছে। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাদের জানাবেন।