Football News

ইন্টার মায়ামি খেলা কবে ২০২৪

ইন্টার মায়ামি খেলা কবে ২০২৪

মেসি ভক্তরা ইতোমধ্যে অপেক্ষার দিন গুনছে কোন দিন থেকে শুরু হবে ইন্টার মায়ামির খেলা ২০২৪। এরিমধ্যে ইন্টার মায়ামি খেলার সময়সূচি প্রকাশিত হয়েছে, ২০২৪ সালে জানুয়ারি মাসের ২০ তারিখ থেকে ফ্রেন্ডলি ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে ইন্টার মায়ামি। বাংলাদেশের সময়সূচি অনুযায়ী এল সালভাদোর বনাম ইন্টার মায়ামি খেলা রাত ৭টায় অনুষ্ঠিত হবে।

ইন্টার মায়ামি খেলা কবে ২০২৪
ইন্টার মায়ামি খেলা কবে ২০২৪

এল সালভাদোর সঙ্গে ম্যাচ শেষে আরও কিছু ফ্রেন্ডলি ম্যাচ খেলবে মেসির দল Inter Miami. এরপর ২০২৪ সালে মেজর লীগ সকার শুরু করবে দলটা। সকারে ২২ ফেব্রুয়ারী বাংলাদেশের সময় অনুযায়ী রাত ৭ টায় ইন্টার মায়ামি বনাম আর এস এল মুখোমুখি হবে, এই ম্যাচ দিয়েই মেসি বাহিনীর শুরু হবে মেজর লীগে ২০২৪ সালে ম্যাচগুলো। ২০২৪ সালে মেজর সকার লিগে মেসির দল ইন্টার মায়ামি মোট ৩৪টা ম্যাচ খেলবে। ২০২৪ সালে অক্টোবরের ১৯ তারিখ পর্যন্ত খেলবে ভিন্ন সব দলের সঙ্গে ইন্টার মায়ামি। নিচে ইন্টার মায়ামি খেলার সময়সূচি ২০২৪ সালে প্রত্যেকটা সিডুল বাংলাদেশের সময় অনুযায়ী দেওয়া হলো।

 ইন্টার মায়ামি খেলার সময়সূচি  2024
রাউন্ড তারিখ ও সময়সূচি দল বনাম দল রেজাল্ট
রাউন্ড ২২-০২-২০২৪ ৭:০০ এএম ইন্টার মায়ামি বনাম আর এস এল রেজাল্ট হয়নি
রাউন্ড ২৬-০২-২০২৪ ৭:৩০ এএম ইন্টার মায়ামি বনাম এল এ গ্যালাক্সি রেজাল্ট হয়নি
রাউন্ড ০২-০৩-২০২৪ ৩:৩০ এএম ইন্টার মায়ামি বনাম অরল্যান্ডো সিটি রেজাল্ট হয়নি
রাউন্ড ১০-০৩-২০২৪ ৪:০০ এএম ইন্টার মায়ামি বনাম সিএফ মন্ট্রিয়াল রেজাল্ট হয়নি
রাউন্ড ১৬-০৩-২০২৪ ১২:০০ এএম ইন্টার মায়ামি বনাম ডি সি ইউনাইটেড রেজাল্ট হয়নি
রাউন্ড ২৩-০৩-২০২৪ ৮:০০ এএম ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক আরবি রেজাল্ট হয়নি
রাউন্ড ৩০-০৩-২০২৪ ১২:৩০ এম ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি এফসি রেজাল্ট হয়নি
রাউন্ড ০৭-০৪-২০২৪ ১২:০০ এএম ইন্টার মায়ামি বনাম কলোরাডো রেপিডস রেজাল্ট হয়নি
রাউন্ড ১৪-০৪-২০২৪ হয়নি ইন্টার মায়ামি বনাম স্পোর্টিং কানসাস সিটি রেজাল্ট হয়নি
রাউন্ড ২১-০৪-২০২৪ হয়নি ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল স্পোর্টস ক্লাব রেজাল্ট হয়নি
রাউন্ড ২৮-০৪-২০২৪ হয়নি ইন্টার মায়ামি বনান নিউ ইংল্যান্ড রিভোলিউশন রেজাল্ট হয়নি
রাউন্ড ০৫-০৫-২০২৪ হয়নি ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক আরবি রেজাল্ট হয়নি
রাউন্ড ১২-০৫-২০২৪ হয়নি ইন্টার মায়ামি বনাম সিএফ মন্ট্রিয়াল রেজাল্ট হয়নি
রাউন্ড ১৬-০৫-২০২৪ হয়নি ইন্টার মায়ামি বনাম অরল্যান্ডো সিটি এস সি রেজাল্ট হয়নি
রাউন্ড ১৯-০৫-২০২৪ হয়নি ইন্টার মায়ামি বনাম ডি সি ইউনাইটেড রেজাল্ট হয়নি
রাউন্ড ২৫-০৫-২০২৪ হয়নি ইন্টার মায়ামি বনাম
ভ্যানকুভার হোয়াইটক্যাপস এফ সি
রেজাল্ট হয়নি
রাউন্ড ৩০-০৫-২০২৪ হয়নি ইন্টার মায়ামি বনাম আটলান্টা ইউনাইটেড এফ সি রেজাল্ট হয়নি
রাউন্ড ২-০৬-২০২৪ হয়নি ইন্টার মায়ামি বনাম সেন্ট লুইস সিটি এসসি রেজাল্ট হয়নি
রাউন্ড ১৬-০৬-২০২৪ হয়নি ইন্টার মায়ামি বনাম ফিলাডেলফিয়া ইউনিয়ন রেজাল্ট হয়নি
রাউন্ড ২০-০৬-২০২৪ হয়নি ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু এস সি রেজাল্ট হয়নি
রাউন্ড ৩০-০৬-২০২৪ হয়নি ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল স্পোর্টস ক্লাব রেজাল্ট হয়নি
রাউন্ড ৪-০৭-২০২৪ হয়নি ইন্টার মায়ামি বনাম শার্লট এফসি রেজাল্ট হয়নি
রাউন্ড ০৭-২০২৪ হয়নি ইন্টার মায়ামি বনাম এফসি সিনসিনাটি রেজাল্ট হয়নি
রাউন্ড ১৮-০৭-২০২৪ হয়নি ইন্টার মায়ামি বনাম টরোন্টো এফ সি রেজাল্ট হয়নি
রাউন্ড ২১-০৭-২০২৪ হয়নি ইন্টার মায়ামি বনাম শিকাগো ফায়ার সকার ক্লাব রেজাল্ট হয়নি
রাউন্ড ২৫-০৮-২০২৪ হয়নি ইন্টার মায়ামি বনাম এফসি সিনসিনাটি রেজাল্ট হয়নি
রাউন্ড ০১-০৯-২০২৪ হয়নি ইন্টার মায়ামি বনাম শিকাগো ফায়ার সকার ক্লাব রেজাল্ট হয়নি
রাউন্ড ১৫-০৯-২০২৪ হয়নি ইন্টার মায়ামি বনাম ফিলাডেলফিয়া ইউনিয়ন রেজাল্ট হয়নি
রাউন্ড ১৯-০৯-২০২৪ হয়নি ইন্টার মায়ামি বনাম
আটলান্টা ইউনাইটেড এফ সি
রেজাল্ট হয়নি
রাউন্ড ২১-০৯-২০২৪ হয়নি নিউইয়র্ক সিটি এফসি বনাম ইন্টার মায়ামি রেজাল্ট হয়নি
রাউন্ড ২৯-০৯-২০২৪ হয়নি ইন্টার মায়ামি বনাম শার্লট এফসি রেজাল্ট হয়নি
রাউন্ড ০৩-১০-২০২৪ হয়নি ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু এস সি রেজাল্ট হয়নি
রাউন্ড ০৬-১০-২০২৪ হয়নি ইন্টার মায়ামি বনাম টরোন্টো এফ সি রেজাল্ট হয়নি
রাউন্ড ১৯-১০-২০২৪ হয়নি ইন্টার মায়ামি বনাম নিউ ইংল্যান্ড রিভোলিউশন রেজাল্ট হয়নি

ইন্টার মায়ামি খেলা লাইভ 2024

ইন্টার মায়ামি খেলা লাইভ, inter miami khela live যেভাবে দেখা যাবে তাও আপনাদের জানাবো নিচে।

ইন্টার মায়ামি খেলা লাইভ দেখা যাবে একমাত্র স্পোর্টস টিভি হলো Apple Tv, এই এপেল টেলিভিশন চ্যানেলের প্যাকেজ ক্রয় করে মেসির প্রত্যেকটা খেলা সরাসরি সম্প্রচার দেখতে পারবেন। এছাড়াও আনঅফিশিয়াল ভাবে আপনি চায়লে খেলাটি সরাসরি দেখতে পারবেন Fan code এর মাধ্যমে। বিশ্বের যেকোনো জায়গা থেকে সরাসরি Live Inter Miami match 2024 দেখতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

You cannot copy content of this page