Football News

উয়েফা ইউরো ২০২৪ সময়সূচি, Euro 2024 Schedule

উয়েফা ইউরো ২০২৪ সময়সূচি, Euro 2024 Schedule

উয়েফা ইউরো ২০২৪ সময়সূচি, Euro 2024 Schedule জানার জন্য সকল ফুটবল প্রেমিরা আগ্রহ নিয়ে বসে আছেন। আপনারা জানেন উয়েফা ইউরো কাপ হলো ফুটবল বিশ্বকাপের পর ইউরোপীয় অঞ্চলের জন্য ফুটবলের শ্রেষ্ঠ আসর। এই আসরটিকে ইউরোপীয় ফুটবলের জন্য অনেক মর্যাদার লড়াই বলে আক্ষায়িত করা হয়। ইউরোপীয় ফুটবলের গতিময় লড়াইয়ের জন্য বর্তমানে উয়েফা ইউরো কাপ আলাদা স্থান দখল করে আছে।

উয়েফা ইউরো ২০২৪ সময়সূচি, Euro 2024 Schedule
উয়েফা ইউরো ২০২৪ সময়সূচি, Euro 2024 Schedule

আর কিছুদিন পর ২০২৪ সালে উয়েফা ইউরো ২০২৪ আসর জার্মানিতে শুরু হতে চলছে। Euro 2024 আসরকে সামনে রেখে এরিমধ্যে গ্রুপ সহ সময়সূচি প্রকাশ করা হয়েছে। তাই আজ আমরা আলোচনা করব Euro 2024 Schedule নিয়ে।

ইউরো ২০২৪ এ কতটি গ্রুপ আছে

ইউরো ২০২৪ এ মোট ৬ টি গ্রুপ রয়েছে। প্রতিটি গ্রুপে ৪ টি করে দল খেলবে। গ্রুপ গুলো হলো, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি, গ্রুপ ই ও গ্রুপ এফ।

ইউরো ২০২৪ সালে কতটি দেশ অংশগ্রহণ করবে

ইউরো ২০২৪ আসরে মোট ২৪ টি অংশগ্রহণ করবে। আয়োজক জার্মানি বাদে প্রায় সবগুলো দলকে বাছাইপর্ব খেলে ইউরো ২০২৪ এর মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে নিতে হবে।

ইউরো ২০২৪ এর উদ্বোধনী খেলা কোথায় হবে

উয়েফা ইউরো ২০২৪ এর উদ্বোধনী খেলা জার্মানির Allianz Arena স্টেডিয়াম যেটি মিউনিখে অবস্থিত সেই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ইউরো ২০২৪ এর উদ্বোধনী খেলায় স্বাগতিক জার্মানি স্কটল্যান্ডের মোকাবিলা করবে। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে ১৫ জুন ১:০০ এএম।

ইউরো কাপ কত বছর পরপর হয়

ইউরো কাপের যাত্রা শুরু হয় ১৯৮৮ সালে। তারপর থেকেই প্রতি চার বছর পরপর ইউরো কাপের খেলা অনুষ্ঠিত হয়। মূলত ফুটবল বিশ্বকাপের আদলে ইউরো কাপের আয়োজন করা হয়। ইউরোপীয় অঞ্চলে ফুটবল বিশ্বকাপের পর ইউরো কাপকে স্থান দেওয়া হয়।

উয়েফা ইউরো ২০২৪ আসর, Euro 2024

উয়েফা ইউরো ২০২৪ আসর জার্মানির ১০ টি শহরে অনুষ্ঠিত হবে। স্বাগতিক জার্মানি সহ মোট ২৪ টি দল অংশগ্রহণ করবে এই আসরে। এই আসরটি ২০২৪ সালের ১৪ই জুন হতে ১৪ই জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে। চলুন একনজরে দেখে নেয়া যসক ইউরো ২০২৪ এর খুটিনাটি বিষয় সম্পর্কে।

উয়েফা ইউরো ২০২৪ ভেন্যু

Euro 2024 Vanue হিসেবে থাকবে জার্মানির বিভিন্ন শহর। কারণ জার্মানি ২০২৪ উয়েফা ইউরো কাপ হোস্ট করবে৷ জার্মানির মোট ১০ টি শহরে ইউরো কাপ ২০২৪ এর সবগুলো খেলা অনুষ্ঠিত হবে। নিচে উয়েফা ইউরো ২০২৪ ভেন্যুর তালিকা দেওয়া হলো,

  • Berlin – অলিম্পিয়াস্টেডিয়ন বার্লিন
  • Cologne – কোলন স্টেডিয়াম
  • Dortmund – বিভিবি স্টেডিয়ান ডর্টমুন্ড
  • Dusseldorf – ডুসেলডর্ফ অ্যারেনা
  • Frankfurt – ফ্রাঙ্কফুর্ট অ্যারেনা
  • Gelsenkirchen – অ্যারেনা আউফশাল্কে
  • Hamburg – ভক্সপার্কস্টেডিয়ন
  • Leipzig – লাইপজিগ স্টেডিয়াম
  • Munich – মিউনিখ ফুটবল অ্যারেনা
  • Stuttgart – স্টুটগার্ট অ্যারেনা

এই ভেন্যু গুলোতে ২০২৪ ইউরো কাপের সবগুলো ম্যাচ আয়োজন করা হবে।

উয়েফা ইউরো ২০২৪ দল

উয়েফা ইউরো ২০২৪ আসরে মোট ২৪ টি দল অংশগ্রহণ করবে। এরিমধ্যে প্রায় উয়েফা ইউরো ২০২৪ আসরে খেলা সবগুলো দলের তালিকা প্রকাশিত হয়েছে। নিছে উয়েফা ইউরো ২০২৪ খেলা দলগুলোর তালিকা দেওয়া হলো,

জার্মানি (আয়োজক), স্কটল্যান্ড, হাঙ্গেরি, সুইজারল্যান্ড, স্পেন, ক্রোয়েশিয়া, ইতালি, আলবেনিয়া, স্লোভেনিয়া, ডেনমার্ক, সার্বিয়া, ইংল্যান্ড, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, ফ্রান্স, প্লেঅফ জয়ী দল A, বেলজিয়াম, স্লোভাকিয়া, রুমানিয়া, প্লেঅফ জয়ী দল B, তুরস্ক, পর্তুগাল, প্লেঅফ জয়ী দল C ও চেক প্রজাতন্ত্র।

উয়েফা ইউরো ২০২৪ গ্রুপ

উয়েফা ইউরো ২০২৪ এ অংশগ্রহণ করা সবগুলো দলকে ৬ টি গ্রুপে ভাগ করা হয়েছে। নিচে গ্রুপ ভিত্তিক দলের তালিকা দেওয়া হলো।

Group A– জার্মানি, স্কটল্যান্ড, হাঙ্গেরি, সুইজারল্যান্ড।

Group B– স্পেন, ক্রোয়েশিয়া, ইতালি, আলবেনিয়া।

Group C– স্লোভেনিয়া, ডেনমার্ক, সার্বিয়া, ইংল্যান্ড।

Group D– নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, ফ্রান্স, প্লেঅফ জয়ী দল A।

Group E– বেলজিয়াম, স্লোভাকিয়া, রুমানিয়া, প্লেঅফ জয়ী দল B।

Group F– তুরস্ক, পর্তুগাল, প্লেঅফ জয়ী দল C, চেক প্রজাতন্ত্র।

Euro 2024 প্রতিটি গ্রুপে ৪ টি করে দল রাখা হয়েছে।

উয়েফা ইউরো ২০২৪ সময়সূচি, Euro 2024 Schedule

উয়েফা ইউরো ২০২৪ জার্মানিতে আগামী ১৪ জুন পর্দা উঠবে এবং আগামী ১৪ জুলাই ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে Euro 2024 এর। নিচে উয়েফা ইউরো ২০২৪ সময়সূচি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

উয়েফা ইউরো ২০২৪ সময়সূচি গ্রুপ পর্ব

১৫ জুন ২০২৪, ১:০০ এএম
জার্মানি বনাম স্কটল্যান্ড, মিউনিখ।

১৫ জুন ২০২৪, টিবিডি
ইতালি বনাম আলবেনিয়া, ডর্টমুন্ড।

১৫ জুন ২০২৪, টিবিডি
হাঙ্গেরি বনাম সুইজারল্যান্ড, কোলন।

১৫ জুন ২০২৪, টিবিডি
স্পেন বনাম ক্রোয়েশিয়া, বার্লিন।

১৬ জুন ২০২৪, টিবিডি
স্লোভানিয়ার বনাম ডেনমার্ক, স্টুটগার্ট।

১৬ জুন ২০২৪, টিবিডি
নেদারল্যান্ডস বনাম টিবিডি, হামবুর্গ।

১৬ জুন ২০২৪, টিবিডি
সার্বিয়া বনাম ইংল্যান্ড, গেলসেনকিরচেন।

১৭ জুন ২০২৪, টিবিডি
অস্ট্রিয়া বনাম ফ্রান্স, ডাসেলডর্ফ

১৭ জুন ২০২৪, টিবিডি
বেলজিয়াম বনাম স্লোভাকিয়া, ফ্রাঙ্কফুর্ট

১৭ জুন ২০২৪, টিবিডি
রোমানিয়া বনাম টিবিড, মিউনিখ।

১৮ জুন ২০২৪, টিবিডি
পর্তুগাল বনাম চেক প্রজাতন্ত্র, লাইপজিগ

১৮ জুন ২০২৪, টিবিডি
তুরস্ক বনাম টিবিডি, ডর্টমুন্ড।

১৯ জুন ২০২৪, টিবিডি
ক্রোয়েশিয়া বনাম আলবেনিয়া, হামবুর্গ।

১৯ জুন ২০২৪, টিবিডি
স্কটল্যান্ড বনাম সুইজারল্যান্ড, কোলন।

১৯ জুন ২০২৪, টিবিডি
জার্মানি বনাম হাঙ্গেরি, স্টুটগার্ট।

২০ জুন ২০২৪, টিবিডি
স্পেন বনাম ইতালি, গেলসেনকিরচেন।

২০ জুন ২০২৪, টিবিডি
ডেনমার্ক বনাম ইংল্যান্ড, ফ্রাঙ্কফুর্ট।

২০ জুন ২০২৪, টিবিডি
স্লোভেনিয়া বনাম সার্বিয়া, মিউনিখ।

২১ জুন ২০২৪, টিবিডি
টিবিডি বনাম অস্ট্রিয়া, বার্লিন।

২১ জুন ২০২৪, টিবিডি
নেদারল্যান্ড বনাম ফ্রান্স, লাইপজিগ।

২১ জুন ২০২৪, টিবিডি
স্লোভাকিয়া বনাম টিবিডি, ডুসেলডর্ফ।

২২ জুন ২০২৪, টিবিডি
টিবিডি বনাম চেক প্রজাতন্ত্র, হামবুর্গ।

২২ জুন ২০২৪, টিবিডি
তুরস্ক বনাম পর্তুগাল, ডর্টমুন্ড।

২২ জুন ২০২৪, টিবিডি
বেলজিয়াম বনাম রোমানিয়া, কোলন।

২৩ জুন ২০২৪, টিবিডি
সুইজারল্যান্ড বনাম জার্মানি, ফ্রাঙ্কফুর্ট।

২৩ জুন ২০২৪, টিবিডি
আলবেনিয়া বনাম স্পেন, ডুসেলডর্ফ।

২৫ জুন ২০২৪, টিবিডি
নেদারল্যান্ড বনাম অস্ট্রিয়া, বার্লিন।

২৫ জুন ২০২৪, টিবিডি
ফ্রান্স বনাম টিবিডি, ডর্টমুন্ড।

২৫ জুন ২০২৪, টিবিডি
ইংল্যান্ড বনাম স্লোভেনিয়া, কোলন।

২৫ জুন ২০২৪, টিবিডি
ডেনমার্ক বনাম সার্বিয়া, মিউনিখ।

২৬ জুন ২০২৪, টিবিডি
চেক প্রজাতন্ত্র বনাম তুরস্ক, হামবুর্গ।

২৬ জুন ২০২৪, টিবিডি
টিবিডি বনাম পর্তুগাল, গেলসেনকিরচেন।

২৬ জুন ২০২৪, টিবিডি
স্লোভাকিয়া বনাম রোমানিয়া, ফ্রাঙ্কফুর্ট।

২৬ জুন ২০২৪, টিবিডি
টিবিডি বনাম বেলজিয়াম, স্টুটগার্ট।

(২৭ এবং ২৮ জুন বিশ্রামের দিন)

উয়েফা ইউরো ২০২৪ সময়সূচি রাউন্ড অফ ১৬

২৯ জুন ২০২৪, টিবিডি
টিবিডি বনাম টিবিডি, ডর্টমুন্ড।

২৯ জুন ২০২৪, টিবিডি
টিবিডি বনাম টিবিডি, বার্লিন।

৩০ জুন ২০২৪, টিবিডি
টিবিডি বনাম টিবিডি, কোলন।

৩০ জুন ২০২৪, টিবিডি
টিবিডি বনাম টিবিডি, গেলসেনকিরচেন।

১ জুলাই ২০২৪, টিবিডি
টিবিডি বনাম টিবিডি, ফ্রাঙ্কফুর্ট।

১ জুলাই ২০২৪, টিবিডি
টিবিডি বনাম টিবিডি, ডসেলডর্ফ।

২ জুলাই ২০২৪, টিবিডি
টিবিডি বনাম টিবিডি, মিউনিখ।

২ জুলাই ২০২৪, টিবিডি
টিবিডি বনাম টিবিডি, লাইপজিগ।

উয়েফা ইউরো ২০২৪ সময়সূচি কোয়ার্টার ফাইনাল

৫ জুলাই ২০২৪, টিবিডি
টিবিডি বনাম টিবিডি, স্টুটগার্ট।

৫ জুলাই ২০২৪, টিবিডি
টিবিডি বনাম টিবিডি, হামবুর্গ।

৬ জুলাই ২০২৪, টিবিডি
টিবিডি বনাম টিবিডি, বার্লিন।

৬ জুলাই ২০২৪, টিবিডি
টিবিডি বনাম টিবিডি, ডাসেলডর্ফ।

উয়েফা ইউরো ২০২৪ সময়সূচি সেমিফাইনাল

৯ জুলাই ২০২৪, টিবিডি
টিবিডি বনাম টিবিডি, মিউনিখ।

১০ জুলাই ২০২৪, টিবিডি
টিবিডি বনাম টিবিডি, ডর্টমুন্ড।

উয়েফা ইউরো ২০২৪ সময়সূচি ফাইনাল

১৪ জুলাই ২০২৪, টিবিডি
টিবিডি বনাম টিবিডি, বার্লিন।

টিবিডি মানে এখনো এনাউন্স করা হয়নি, দলের নাম ঘোষণা করা হলে আপডেট জানানো হবে।

A well-designed menu is essential for attracting and satisfying customers, as it sets the tone for the dining experience and showcases the establishment’s culinary offerings. From appetizers and entrees to desserts and beverages, menus are carefully curated to cater to various tastes and dietary preferences.

They can be presented in different formats, such as printed copies, digital displays, or online platforms, to suit the needs of modern consumers. By providing a comprehensive and enticing menu, restaurants can effectively communicate their brand identity and entice customers to dine with them.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

You cannot copy content of this page