এএফসি এশিয়ান কাপ ২০২৪ সময় সূচি
এএফসি এশিয়ান কাপ ২০২৪ সময় সূচি
২০২২ সালে আয়োজক দেশ হিসাবে কাতারকে সিলেকশন করা হয় এটা হবে এএফসি এশিয়ান ফুটবল কাপের ১৮ তম আসর।
টুর্নামেন্ট | এএফসি এশিয়ান কাপ ২০২৪ |
নিয়ন্ত্রণ | এশিয়ান ফুটবল কনফেডারেশন |
সাল | ২০২৪ |
আয়োজক দেশ | কাতার |
ম্যাচ শুরু | ১২ জানুয়ারি ২০২৪ |
ফাইনাল | ১০ ফেব্রুয়ারি ২০২৪ |
দল | ২৪ |
গ্রুপ | ৬ |
ভেন্যূ | ৮টা |
ওয়েবসাইট | AFCAsiancup |
এএফসি এশিয়ান কাপ ২০২৪ কবে শুরু হবে
২০২৩ সালে এএফসি এশিয়ান ফুটবল কাপ শুরু হওয়া কথা ছিল চায়নাতে কিন্তু কোভিড নাইন্টিনের কারণে আয়োজক দেশ ও সময়সূচি পরিবর্তন করা হয় এই টুর্নামেন্টের।
২০২৩ এশিয়ান কাপ ২০২৪ সালে অনুষ্ঠিত হবে কাতারে। কাতার দেশের ৫ টি শহরের ৮ট ভিন্ন ভেন্যূতে অনুষ্ঠিত হবে ফুটবল ম্যাচগুলো। AFC Asian Cup 2024 সময়সূচি অনুযায়ী বছরের প্রথম মাসে অথাৎ ১২ জানুয়ারি শুরু হবে এ এএফসি এশিয়া কাপ ফুটবল ম্যাচ যার ফাইনাল ও শেষ ম্যাচ হবে ১০ ফেব্রুয়ারি। ২০২৪ সালে এএফসি এশিয়ান কাপ এর ১৮ তম আসর আয়োজন করা হবে এখানে ২৪টা দল অংশগ্রহণ করবে। বর্তমানে এ এফ সি এশিয়ান কাপের চ্যাম্পিয়ন দল কাতার।
এফসি এশিয়া কাপ ২০২৪ গ্রুপ দল
AFC এশিয়ান কাপ ২০২৪ সালে মোট ২৪টি দল অংশগ্রহণ করবে। এশিয়ান ফুটবল কাপের জন্য ইতিমধ্যে ২৪টা দলেই কোয়ালিফাই করেছে তাদের নিয়ে ৬টা গ্রুপ করা হয়েছে। গ্রুপগুলো হলো, এ, বি, সি, ডি, ই ও এফ। প্রত্যেকটা গ্রুপে ৪টা করে দল রাখা হয়েছে।
গ্রুপ এ | গ্রুপ বি | গ্রুপ সি | গ্রুপ ডি | গ্রুপ ই | গ্রুপ এফ |
কাতার | অস্ট্রেলিয়া | ইরান | জাপান | কোরিয়া | সৌদি আরব |
চায়না | উজবেকিস্তান | সংযুক্ত আরব আমিরাত | ইন্দোনেশিয়া | মালয়েশিয়া | থাইল্যান্ড |
তাজিকিস্তান | সিরিয়া | হংকং | ইরাক | জর্ডান | কিরগিজ প্রজাতন্ত্র |
লেবানন | ভারত | ফিলিস্তিন | ভিয়েতনাম | বাহরাইন | ওমান |
এএফসি এশিয়ান কাপ ২০২৪ সময় সূচি
এএফসি এশিয়া কাপ 2024 | ১ম দল | ২য় দল | গ্রুপ |
১২ জানুয়ারি ২০২৪ | কাতার | লেবানন | এ |
১৩ জানুয়ারি 2024 | অস্ট্রেলিয়া | ভারত | এ |
১৩ জানুয়ারি ২০২৪ | চায়না | তাজিকিস্তান | বি |
১৩ জানুয়ারি ২০২৪ | উজবেকিস্তান | সিরিয়া | বি |
১৪ জানুয়ারি ২০২৪ | জাপান | ভিয়েতনাম | সি |
১৪ জানুয়ারি ২০২৪ | সংযুক্ত আরব আমিরাত | হংকং | সি |
১৪ জানুয়ারি ২০২৪ | ইরান | ফিলিস্তিন | ডি |
১৫ জানুয়ারি ২০২৪ | কোরিয়া | বাহরাইন | ডি |
১৫ জানুয়ারি ২০২৪ | ইন্দোনেশিয়া | ইরাক | ই |
১৫ জানুয়ারি ২০২৪ | মালয়েশিয়া | জর্ডান | এফ |
১৬ জানুয়ারি ২০২৪ | থাইল্যান্ড | কিরগিজ প্রজাতন্ত্র | এফ |
১৬ জানুয়ারি ২০২৪ | সৌদি আরব | ওমান | এফ |
১৭ জানুয়ারি ২০২৪ | লেবানন | চায়না | এ |
১৭ জানুয়ারি ২০২৪ | তাজিকিস্তান | কাতার | এ |
১৮ জানুয়ারি ২০২৪ | সিরিয়া | অস্ট্রেলিয়া | বি |
১৮ জানুয়ারি ২০২৪ | ভারত | উজবেকিস্তান | বি |
১৮ জানুয়ারি ২০২৪ | ফিলিস্তিন | আরব আমিরাত | সি |
১৯ জানুয়ারি ২০২৪ | ইরাক | জাপান | সি |
১৯ জানুয়ারি ২০২৪ | ভিয়েতনাম | ইন্দোনেশিয়া | ডি |
১৯ জানুয়ারি ২০২৪ | হংকং | ইরান | ডি |
২০ জানুয়ারি ২০২৪ | জর্ডান | কোরিয়া | ই |
২০ জানুয়ারি ২০২৪ | বাহরাইন | মালয়েশিয়া | ই |
২১ জানুয়ারি ২০২৪ | ওমান | থাইল্যান্ড | এফ |
২১ জানুয়ারি ২০২৪ | কিরগিজ প্রজাতন্ত্র | সৌদি আরব | এফ |
২২ জানুয়ারি ২০২৪ | কাতার | চায়না | এ |
২২ জানুয়ারি ২০২৪ | তাজিকিস্তান | লেবানন | এ |
২৩ জানুয়ারি ২০২৪ | অস্ট্রেলিয়া | উজবেকিস্তান | বি |
২৩ জানুয়ারি ২০২৪ | সিরিয়া | ভারত | বি |
২৩ জানুয়ারি ২০২৪ | ইরান | সংযুক্ত আরব আমিরাত | সি |
২৩ জানুয়ারি ২০২৪ | হংকং | ফিলিস্তিন | সি |
২৪ জানুয়ারি ২০২৪ | জাপান | ভারত | ডি |
২৪ জানুয়ারি ২০২৪ | ইরাক | ভিয়েতনাম | ডি |
২৫ জানুয়ারি ২০২৪ | কোরিয়া | মালয়েশিয়া | ই |
২৫ জানুয়ারি ২০২৪ | জর্ডান | বাহরাইন | ই |
২৫ জানুয়ারি ২০২৪ | KSA | থাইল্যান্ড | এফ |
২৫ জানুয়ারি ২০২৪ | কিরগিজ প্রজাতন্ত্র | ওমান | এফ |
২৮ জানুয়ারি ২০২৪ | ১বি | ৩ এসিডি | |
২৮ জানুয়ারি ২০২৪ | ২এ | ২সি | |
২৯ জানুয়ারি ২০২৪ | ১ডি | ৩বিইএফ | |
২৯ জানুয়ারি ২০২৪ | ১এ | ৩সিডিই | |
৩০ জানুয়ারি ২০২৪ | ২বি | ২এফ | |
৩০ জানুয়ারি ২০২৪ | ২ই | ১এফ | |
৩১ জানুয়ারি ২০২৪ | ১ই | ২ডি | |
৩১ জানুয়ারি ২০২৪ | ১সি | ৩এবিএফ | |
২ ফেব্রুয়ারি ২০২৪ | ডাবলু ৩৮ | ডাবলু ৩৯ | |
2 ফেব্রুয়ারি ২০২৪ | ডাবলু ৩৭ | ডাবলু ৪২ | |
৩ ফেব্রুয়ারি ২০২৪ | ডাবলু ৪০ | ডাবলু ৪১ | |
৩ ফেব্রুয়ারী ২০২৪ | ডাবলু ৪৪ | ডাবলু ৪৩ | |
৬ ফেব্রুয়ারী ২০২৪ | ডাবলু ৪৫ | ডাবলু ৪৬ | |
৬ ফেব্রুয়ারী ২০২৪ | ডাবলু ৪৭ | ডাবলু ৪৮ | |
১০ ফেব্রুয়ারী ২০২৪ | ফাইনাল | ফাইনাল |
এএফসি এশিয়ান কাপ ২০২৪ দল
২০২৪ সালে এএফসি এশিয়ান কাপ ফুটবলে ২৪টা দল অংশগ্রহণ করেছে নিচে ২৪ দলের তালিকা দেওয়া হয়েছে।
- কাতার (আয়োজক দেশ)
- তাজিকিস্তান
- উজবেকিস্তান
- লেবানন
- অস্ট্রেলিয়া
- কোরিয়া
- সিরিয়া
- ফিলিস্তিন
- হংকং
- ইরান
- সংযুক্ত আরব আমিরাত
- জাপান
- ইরাক
- মালয়েশিয়া
- জর্ডান
- বাহরাইন
- ইন্দোনেশিয়া
- ভিয়েতনাম
- থাইল্যান্ড
- সৌদি আরব
- ওমান
- ভারত
- চায়না