কোপা আমেরিকা ২০২৪ পয়েন্ট টেবিল
কোপা আমেরিকা ২০২৪ পয়েন্ট টেবিল
আগামী জুন মাসের ২০ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে কোপা আমেরিকা ২০২৪। কোপা আমেরিকার ৪৮ তম আসরে ১৬টি দল অংশগ্রহণ করবে। ম্যাচ শুরু হওয়া মাত্র কোন দল এগিয়ে আছে ও কোন দল পিছিয়ে আছে তা সবাই জানতে চাই। আর কোপা আমেরিকা ২০২৪ বা অন্য সব খেলা অবস্থান নিনয় করা হয় পয়েন্ট টেবিলের মাধ্যমে। তাই কোপা আমেরিকা ২০২৪ সালে কে বেশি শক্তিশালী ও কে হালকা দল তা নিনয় করা যাবে এই পয়েন্ট টেবিলের মাধ্যমে। নিচে কোপা আমেরিকা পয়েন্ট টেবিল ২০২৪ গ্রুপ অনুযায়ী দেওয়া হয়েছে।
কোপা আমেরিকা গ্রুপ এ ২০২৪ পয়েন্ট টেবিল
নং | দল | জি | জয় | ডি | এল | +/- | প |
---|---|---|---|---|---|---|---|
১ | আর্জেন্টিনা | ০ | ০ | ০ | ০ | ০:০ | ০ |
২ | CONCACAF 5 | ০ | ০ | ০ | ০ | ০:০ | ০ |
৩ | চিলি | ০ | ০ | ০ | ০ | ০:০ | ০ |
৪ | পেরু | ০ | ০ | ০ | ০ | ০:০ | ০ |
কোপা আমেরিকা গ্রুপ বি ২০২৪ পয়েন্ট টেবিল
নং | দল | জি | জয় | ডি | এল | +/- | পি |
---|---|---|---|---|---|---|---|
১ | ইকুয়েডর | ০ | ০ | ০ | ০ | ০:০ | ০ |
২ | জামাইকা | ০ | ০ | ০ | ০ | ০:০ | ০ |
৩ | মেক্সিকো | ০ | ০ | ০ | ০ | ০:০ | ০ |
৪ | ভেনেজুয়েলা | ০ | ০ | ০ | ০ | ০:০ | ০ |
কোপা আমেরিকা ২০২৪ পয়েন্ট টেবিল গ্রুপ সি
নং | দল | জি | জয় | ডি | এল | +/- | পি |
---|---|---|---|---|---|---|---|
১ | বলিভিয়া | ০ | ০ | ০ | ০ | ০:০ | ০ |
2 | পানামা | ০ | ০ | ০ | ০ | ০:০ | ০ |
৩ | যুক্তরাষ্ট্র | ০ | ০ | ০ | ০ | ০:০ | ০ |
৪ | উরুগুয় | ০ | ০ | ০ | ০ | ০:০ | ০ |
কোপা আমেরিকা ২০২৪ পয়েন্ট টেবিল গ্রুপ ডি
নং | দল | জি | জয় | ডি | এল | +/- | পি |
---|---|---|---|---|---|---|---|
১ | ব্রাজিল | ০ | ০ | ০ | ০ | ০:০ | ০ |
২ | CONCACAF 6 | ০ | ০ | ০ | ০ | ০:০ | ০ |
৩ | কলম্বিয়া | ০ | ০ | ০ | ০ | ০:০ | ০ |
৪ | প্যারাগুয়ে | ০ | ০ | ০ | ০ | ০:০ | ০ |
কোপা আমেরিকা ২০২৪ কত তারিখে?
কোপা আমেরিকা আসর সামনে দিকে রেখে সকলে জানতে চাই যে কোপা আমেরিকা ২০২৪ কত তারিখে? শুরু হবে, তাদের জন্য বলছি স্বাগতিক দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের ১৪টি স্টেডিয়ামে আগামী ২০ জুন শুরু হবে কোপা আমেরিকা ২০২৪ ও শেষ হবে ১৪ জুলাই।
কোপা আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্র ২০২৪ | |
---|---|
স্বাগতিক দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
তারিখ | ২০ জুন – ১৪ জুলাই ২০২৪ |
2024 কোপা আমেরিকা কোথায় হবে
কনকাকাফ দ্বারা সহ-সংগঠিত হওয়া 2024 কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। ২০১৬ সালে কোপা আমেরিকার শতবর্ষীয় আয়োজক দেশও ছিল যুক্তরাষ্ট্র। ২০২৪ সালে কোপা আমেরিকার ৪৮ তম আসর নিয়ে দ্বিতীয় বারের মতো আয়োজন হতে যাচ্ছে আমেরিকান ফুটবল এই টুনার্মেন্ট। ইতিমধ্যেই ম্যাচগুলোর জন্যে ভেন্যূর সংস্থার কাজ গুলো ধাপে ধাপে শেষ করছে। কোপা আমেরিকা হবে যুক্তরাষ্ট্রের ১০ রাজ্যের ১৪ ভেন্যুতে।
কোপা আমেরিকা ২০২৪ ফাইনাল
১৬ দলকে নিয়ে ২০২৪ সালে অনুষ্ঠিত হওয়া কোপা আমেরিকার ফাইনাল হবে ১৪ জুলাই।সবগুলো দল পরস্পরের মধ্যে লড়াই করে ৪৮ তম কোপা আমেরিকা আসরের ফাইনালে নিজের চ্যাম্পিয়ন ঘোষণা করতে হবে।
কোপা আমেরিকা 2024 কিভাবে দেখবো?
২০২৪ সালে কোপা আমেরিকা কিভাবে দেখা যাবে তা হলো এবারের আসরের প্রত্যেকটা খেলা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সরাসরি সম্প্রচার করবে Fox Sports Networks. ফক্স টেলিভিশন চ্যানেলের প্যাকেজর মাধ্যমেও দেখা যাবে কোপা আমেরিকা ২০২৪.
বাংলাদেশ থেকে কিভাবে দেখা যাবে কোপা আমেরিকা ২০২৪?
২০২৪ কোপা আমেরিকা বাংলাদেশ থেকে সরাসরি সম্প্রচার করার কথা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কিন্তু যদি বাংলাদেশ থেকে কোপা আমেরিকা ফুটবল টুনার্মেন্ট সরাসরি দেখা যায় তাহলে হয়তো বাংলাদেশের একমাত্র স্পোর্টস টিভি চ্যানেল টি স্পোর্টসের ( T Sports) মাধ্যমে দেখা যাবে। এছাড়াও Gtv গাজী টিভি ও BTV এর মাধ্যমে সরাসরি দেখা যাবে কোপা আমেরিকা ২০২৪.
বাংলাদেশ থেকে ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমেও দেখা যাবে Copa America 2024. তার জন্যে Toffee apps দেখা যাবে প্যাকেজ ক্রয় করে।
copa america 2024 live telecast in india
বাংলাদেশের পাশাপাশি ভারতেও কোপা আমেরিকা সরাসরি দেখা যাবে টিভি চ্যানেল ও ডিজিটাল প্লাটফর্ম দিয়ে। Sony Sports Network চ্যানেলে ইন্ডিয়াতে চলবে এই টুনার্মেন্ট এছাড়াও বিশ্বের যেকোনো জায়গা থেকে সরাসরি দেখার উপায় হলো Fancod আপনি চাইলে অনলাইনে এই ওয়েবসাইটে খেলাটি সরাসরি দেখতে পারবেন।
নোট: উপরে দেওয়া প্রত্যেকটা ইনফরমেশন ইন্টারনেট থেকে অনেক খুজে ও যাচাই বাছাই করে এখানে দেওয়া হয়েছে। সময়ের সঙ্গে তালমিলিয়ে সংবাদও পরিবর্তন হতে পারে।