কোপা আমেরিকা ২০২৪ সময় সূচি
কোপা আমেরিকা ২০২৪ সময় সূচি
2024 Copa America বা কোপা আমেরিকা ২০২৪ সময় সূচি, গ্রুপ কিংবা দল ইত্যাদি বিষয় সম্পর্কে অনেকেই জানার আগ্রহ প্রকাশ করেছেন। কারণ সকল ফুটবল প্রেমিরা জানেন দক্ষিণ আমেরিকার অঞ্চলভিত্তিক সবচেয়ে বড় টুর্নামেন্ট হলো কোপা আমেরিকা। এই কোপা আমেরিকার নতুন কোন টুর্নামেন্ট আসা মানে ফুটবল বিশ্বে বাড়তি উত্তেজনা। কারণ আপনারা সবাই এই কোপা আমেরিকাতেই দেখা মিলে ফুটবল বিশ্বের চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল আর্জেন্টিনা ও ব্রাজিলের লড়াইয়ের।
আজ আমরা কথা বলব কোপা আমেরিকার নতুন আসর কোপা আমেরিকা ২০২৪ নিয়ে। আর মাত্র কয়েকটি মাস তারপর শুরু হবে কোপা আমেরিকা ২০২৪ আসর। এরিমধ্যে এই আসরকে কেন্দ্র করে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে কোপা আমেরিকা কর্তৃপক্ষ। নিচে কোপা আমেরিকা ২০২৪ সময় সূচি, গ্রুপ দল ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো।
কোপা আমেরিকা ২০২৪ আসর
কোপা আমেরিকা ২০২৪ আসর আগামী জুনে মার্কিন যুক্তরাষ্ট্রের মাঠিতে শুরু হবে। কোপা আমেরিকাকে ঘিরে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ১৪ টি ভেন্যুতে ম্যাচ গুলো অনুষ্ঠিত হবে। একনজরে দেখে নিন কোপা আমেরিকা ২০২৪ আসর সম্পর্কে।
কোপা আমেরিকা ২০২৪ দল
কোপা আমেরিকার ২০২৪ আসরে মোট ১৬ টি দল অংশগ্রহণ করবে। এই ১৬ দলের মধ্যে কনকাকাফ থেকে ৬ টি দল এবং কনমেবল ১০ টি দল অংশগ্রহণ করবে। নিচে কোপা আমেরিকা ২০২৪ আসরে অংশগ্রহণ করা দলগুলোর তালিকা দেওয়া হলো।
- আর্জেন্টিনা
- ব্রাজিল
- বলিভিয়া
- চিলি
- কলোম্বিয়া
- ইকুয়েডর
- পেরু
- পেরাগুয়ে
- উরুগুয়ে
- ভেনিজুয়েলা
- জামাইকা
- মেক্সিকো
- পানামা
- মার্কিন যুক্তরাষ্ট্র
- প্লেঅফ বিজয়ী (১)
- প্লেঅফ বিজয়ী (২)
মোট ১৬ টি দল অংশগ্রহণ করবে।
কোপা আমেরিকা ২০২৪ গ্রুপ
কোপা আমেরিকা ২০২৪ আসরে অংশগ্রহণ করা সবগুলো দলকে ৪ টি ভাগে ভাগ করা হয়েছে। নিচে কোপা আমেরিকা ২০২৪ আসরের সবগুলো দলের গ্রুপ ভিত্তিক তালিকা দেওয়া হলো। চলুন এক নজরে দেখে নেয়া যাক কোপা আমেরিকা ২০২৪ এ কোন দল কোন গ্রুপে পড়েছে।
- Group A: আর্জেন্টিনা, পেরু, চিলি, প্লেঅফ বিজয়ী (১)।
- Group B: মেক্সিকো, ইকুয়েডর, ভেনিজুয়েলা, জামাইকা।
- Group C: মার্কিন যুক্তরাষ্ট্র, উরুগুয়ে, পানামা, বলিভিয়া।
- Group D: ব্রাজিল, কলম্বিয়া, পেরাগুয়ে, প্লেঅফ বিজয়ী (২)।
গ্রুপ ভিত্তিক এই দলগুলো কোপা আমেরিকা ২০২৪ আসরে খেলবে।
কোপা আমেরিকা ২০২৪ ভেন্যু
কোপা আমেরিকা ২০২৪ আসর মার্কিন যুক্তরাষ্ট্রের ১৪ টি শহরের ১৪ টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। নিচে কোপা আমেরিকা ২০২৪ আসরের সবগুলো ভেন্যুর তালিকা দেওয়া হলো,
- মার্সিডিস-বেঞ্জ স্টেডিয়াম
- এটিএন্ডটি স্টেডিয়াম
- মেটলাইফ স্টেডিয়াম
- চিলড্রেন’স মার্সি পার্ক হার্ড রক স্টেডিয়াম
- এক্সপ্লোরিয়া স্টেডিয়াম
- এনআরজি স্টেডিয়াম
- লিভাই’স স্টেডিয়াম
- অ্যালিজায়ান্ট স্টেডিয়াম
- কিউটু স্টেডিয়াম
- স্টেট ফার্ম স্টেডিয়াম
- সোফি স্টেডিয়াম
- অ্যারোহেড স্টেডিয়াম
- ব্যাংক অব আমেরিকা স্টেডিয়াম
এই ভেন্যু গুলোতে ২০২৪ কোপা আমেরিকার সকল ম্যাচ অনুষ্ঠিত হবে।
কোপা আমেরিকা ২০২৪ সময় সূচি
কোপা আমেরিকা ২০২৪ আসরের পর্দা উঠবে আগামী এবং আগামী ১৪ জুলাই ফাইনালের মাধ্যমে কোপা আমেরিকা ২০২৪ এর পর্দা নামবে। নিচে কোপা আমেরিকা ২০২৪ সময় সূচি দেওয়া হলো,
কোপা আমেরিকা ২০২৪ সময় সূচি গ্রুপ পর্ব
কোপা আমেরিকা ২০২৪ এর গ্রুপ পর্ব শুরু হবে আগামী ২০ জুন ২০২৪ থেকে। নিচে কোপা আমেরিকা ২০২৪ এর গ্রুপ ভিত্তিক সময়সূচি আলোচনা করা হলো,
কোপা আমেরিকা ২০২৪ সময় সূচি Group A
২০ জুন ২০২৪ , সময় টিবিডি, আর্জেন্টিনা বনাম প্লে-অফ বিজয়ী, মার্সিডিস-বেঞ্জ স্টেডিয়াম।
২১ জুন ২০২৪ , সময় টিবিডি, পেরু বনাম চিলি, এটিএন্ডটি স্টেডিয়াম।
২৫ জুন ২০২৪ , সময় টিবিডি, চিলি বনাম আর্জেন্টনা, মেটলাইফ স্টেডিয়াম।
২৫ জুন ২০২৪, সময় টিবিডি, পেরু বনাম প্লে-অফ বিজয়ী, চিলড্রেন’স মার্সি পার্ক।
২৯ জুন ২০২৪, সময় টিবিডি, আর্জেন্টিনা বনাম পেরু, হার্ড রক স্টেডিয়াম।
২৯ জুন ২০২৪, সময় টিবিডি, প্লে-অফ বিজয়ী বনাম চিলি , এক্সপ্লোরিয়া স্টেডিয়াম।
কোপা আমেরিকা ২০২৪ সময় সূচি Group B
২২ জুন ২০২৪ , সময় টিবিডি, মেক্সিকো বনাম জ্যামাইকা, এনআরজি স্টেডিয়াম।
২২ জুন ২০২৪ , সময় টিবিডি, ইকুয়েডর বনাম ভেনিজুয়েলা, লিভাই’স স্টেডিয়াম।
২৬ জুন ২০২৪, সময় টিবিডি, ইকুয়েডর বনাম জ্যামাইকা, অ্যালিজায়ান্ট স্টেডিয়াম।
২৬ জুন ২০২৪, সময় টিবিডি, ভেনিজুয়েলা বনাম মেক্সিকো সোফি স্টেডিয়াম।
৩০ জুন ২০২৪, সময় টিবিডি, জ্যামাইকা বনাম ভেনিজুয়েলা, কিউটু স্টেডিয়াম।
৩০ জুন ২০২৪, সময় টিবিডি, মেক্সিকো বনাম ইকুয়েডর, স্টেট ফার্ম স্টেডিয়াম।
কোপা আমেরিকা ২০২৪ সময় সূচি Group C
২৩ জুন ২০২৪, সময় টিবিডি, যুক্তরাষ্ট্র বনাম বলিভিয়া, এটিএন্ডটি স্টেডিয়াম।
২৩ জুন ২০২৪, সময় টিবিডি, উরুগুয়ে বনাম পানামা, হার্ড রক স্টেডিয়াম।
২৭ জুন ২০২৪, সময় টিবিডি, উরুগুয়ে বনাম বলিভিয়া , মেটলাইফ স্টেডিয়াম।
২৭ জুন ২০২৪ , সময় টিবিডি, পানামা বনাম যুক্তরাষ্ট্র , মার্সিডিস বেঞ্জ স্টেডিয়াম।
১ জুলাই ২০২৪, সময় টিবিডি, বলিভিয়া বনাম পানামা, এক্সপ্লোরিয়া স্টেডিয়াম।
১ জুলাই ২০২৪, সময় টিবিডি, যুক্তরাষ্ট্র বনাম উরুগুয়ে, অ্যারোহেড স্টেডিয়াম।
কোপা আমেরিকা ২০২৪ সময় সূচি Group D
২৪ জুন ২০২৪, সময় টিবিডি, ব্রাজিল বনাম প্লে-অফ বিজয়ী, সোফি স্টেডিয়াম।
২৪ জুন ২০২৪, সময় টিবিডি, কলম্বিয়া বনাম প্যারাগুয়ে, এনআরজি স্টেডিয়াম।
২৮ জুন ২০২৪ , সময় টিবিডি, কলম্বিয়া বনাম প্লে-অফ বিজয়ী, স্টেটফার্ম স্টেডিয়াম।
২৮ জুন ২০২৪ , সময় টিবিডি, প্যারাগুয়ে বনাম ব্রাজিল, অ্যালিজায়ান্ট স্টেডিয়াম।
২ জুলাই ২০২৪, সময় টিবিডি, প্লে-অফ বিজয়ী বনাম প্যারাগুয়ে, কিউটু স্টেডিয়াম।
২ জুলাই ২০২৪, সময় টিবিডি, ব্রাজিল বনাম কলম্বিয়া, লিভাই’স স্টেডিয়াম।
কোপা আমেরিকা ২০২৪ সময় সূচি কোয়ার্টার ফাইনাল
৪ জুলাই, ২০২৪, সময় টিবিডি, গ্রুপ ‘এ’ বিজয়ী বনাম গ্রুপ ‘বি’ রানারআপ, এনআরজি স্টেডিয়াম।
৫ জুলাই, ২০২৪, সময় টিবিডি, গ্রুপ ‘বি’ বিজয়ী বনাম গ্রুপ ‘এ’ রানারআপ, এটিএন্ডটি স্টেডিয়াম।
৬ জুলাই ২০২৪, সময় টিবিডি, গ্রুপ ‘সি’ বিজয়ী বনাম গ্রুপ ‘ডি’ রানারআপ, অ্যালিজায়ান্ট স্টেডিয়াম।
৬ জুলাই ২০২৪, সময় টিবিডি, গ্রুপ ডি বিজয়ী বনাম গ্রুপ ‘সি’ রানারআপ, স্টেটফার্ম স্টেডিয়াম।
কোপা আমেরিকা ২০২৪ সময় সূচি সেমিফাইনাল
৯ জুলাই, ২০২৪, সময় টিবিডি, কোয়ার্টার ফাইনাল ‘১’ বিজয়ী বনাম কোয়ার্টার ফাইনাল ‘২’ বিজয়ী, মেটলাইফ স্টেডিয়াম।
১০ জুলাই, ২০২৪, সময় টিবিডি, কোয়ার্টার ফাইনাল ‘৩’ বিজয়ী বনাম কোয়ার্টার ফাইনাল ‘৪’ বিজয়ী, ব্যাংক অব আমেরিকা স্টেডিয়াম।
কোপা আমেরিকা ২০২৪ সময় সূচি তৃতীয় স্থান নির্ধারণ
১৩ জুলাই, ২০২৪, সময় টিবিডি, সেমিফাইনাল ‘১’ পরাজিত দল বনাম সেমিফাইনাল ‘২’ পরাজিত দল, ব্যাংক অব আমেরিকা স্টেডিয়াম।
কোপা আমেরিকা ২০২৪ সময় সূচি তৃতীয় ফাইনাল
১৪ জুলাই, ২০২৪ , সময় টিবিডি, সেমিফাইনাল ‘১’ বিজয়ী বনাম সেমিফাইনাল ‘২’ বিজয়ী হার্ড রক। স্টেডিয়াম।
বি:দ্র: কোপা আমেরিকা ২০২৪ এর ম্যাচ গুলোর সময় এখনো নির্দিষ্ট করেনি আয়োজক কর্তৃপক্ষ। সময় প্রকাশিত হলে এই পোস্টের মাধ্যমে আপডেট করা হবে।
Farmingbase aims to create a community where farmers can share experiences and learn from each other. Whether you’re raising chickens or growing vegetables, Farmingbase offers the knowledge and tools to succeed. It’s a one-stop destination for all your farming needs.