পিএসএল ২০২৪ সব দলের স্কোয়াড, PSL 2024 All Teams Squads
পিএসএল ২০২৪ সব দলের স্কোয়াড, PSL 2024 All Teams Squads
পিএসএল ২০২৪ সব দলের স্কোয়াড বা PSL 2024 All Teams Squads সম্পর্কে সবাই জানতে আগ্রহী। কারণ আপনারা সবাই জানেন পাকিস্তান সুপার লিগ বা পিএসএল হলো পাকিস্তানের ফ্রেইঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট। PSL এ পাকিস্তানি লোকাল প্লেয়ারসহ সারা বিশ্ব থেকে ক্রিকেটার অংশগ্রহণ করেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের আদলে মূলত পিএসল লিগ অনুষ্ঠিত হয়।
প্রতি বছর পিএসএলের আসরের আগে নিলাম বা প্রেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়। ২০২৪ পিএসএলের আগেও নিলামে আজ বিভিন্ন দল তাদের প্লেয়ার্স সংগ্রহের কাজ শেষ করে। পিএসএল ২০২৪ ড্রাফট শেষে কেমন হয়েছে সব দলের স্কোয়াড তা জানার জন্য সবাই বসে আছে। চলুন তাহলে পিএসএল ২০২৪ সব দলের স্কোয়াড সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক।
পিএসএল ২০২৪ সব দলের স্কোয়াড
PSL 2024 Players Draft শেষে সবগুলো দল তাদের সামর্থ অনুযায়ী শক্তিশালী স্কোয়াড গঠন করেছে। পিএসএল ২০২৪ আসরে অংশগ্রহণ করবে মোট ৬ টি দল। ১৩ ডিসেম্বর ২০২৪ পিএসএল প্লেয়ার্স ড্রাফট শেষে সবগুলো দল তাদের স্কোয়াড ঘোষণা করেছে। নিচে পিএসএল ২০২৪ আসরে অংশগ্রহণ করা সবগুলো দলের স্কোয়াড সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো,
ইসলামাবাদ ইউনাইটেড স্কোয়াড পিএসএল ২০২৪
অ্যালেক্স হেলস, কলিন মুনরো, রুম্মান রইস, টাইমাল মিলস, ম্যাথু ফোর্ড, শাদাব খান, নাসিম শাহ, ইমাদ ওয়াসিম, আজম খান, ফাহিম আশরাফ, সালমান আলী আগা, কাসিম আকরাম, শাহাব খান, হুনাইন শাহ, উবায়েদ শাহ, শামিল হোসেন ও টম কুরান।
করাচি কিংস স্কোয়াড পিএসএল ২০২৪
শোয়েব মালিক, তাবরেজ শামসি, মীর হামজা, মুহাম্মদ আখলাক, জেমস ভিন্স, হাসান আলী, শান মাসুদ, মুহাম্মদ ইরফান খান, টিম সেফার্ট, মোহাম্মদ আমির খান, আনোয়ার আলী, আরাফাত মিনহাস, সিরাজউদ্দিন, সাদ বেগ ও জেমি ওভারটন।
মুলতান সুলতান স্কোয়াড পিএসএল ২০২৪
ডেবিট মালান, রিজ হেনড্রিকস, রিস টপলি, তৈয়ব তাহির, শাহনওয়াজ দাহানি, মোহাম্মদ রিজওয়ান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, উসামা মীর, আব্বাস আফ্রিদি, ইহসানুল্লাহ, ফয়সাল আকরাম, মোহাম্মদ আলী, উসমান খান, ইয়াসির খান, ক্রিস জর্ডান ও আফতাব ইব্রাহিম।
পেশোয়ার জালমি স্কোয়াড পিএসএল ২০২৪
খুররম শাহজাদ, হাসিবুল্লাহ, আসিফ আলী, নবীন-উল হক, উমাইর আফ্রিদি, ড্যান মসলি, বাবর আজম, রোভম্যান পাওয়েল, সাইম আইয়ুব, টম কোহলার, ক্যাডমোর, মোহাম্মদ হারিস, আমির জামাল, মোহাম্মদ জিশান, লুঙ্গি এনগিদি ও মেহরান মুমতাজ।
লাহোর কালান্দার্স স্কোয়াড পিএসএল ২০২৪
রশিদ খান, সাহেবজাদা ফারহান, মোহাম্মদ ইমরান জুনিয়র, আহসান ভাট্টি, ড্যান লরেন্স, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, ডেভিড উইজ, সিকান্দার রাজা, আবদুল্লাহ শফিক, জামান খান, মির্জা তাহির বেগ, জাহানদাদ খান, সৈয়দ ফরিদুন মাহমুদ, শাই হোপ ও কামরান গোলাম।
কোয়েটা গ্ল্যাডিয়েটরস স্কোয়াড পিএসএল ২০২৪
ওয়ানিন্দু হাসরাঙ্গা, সরফরাজ আহমেদ, আবরার আহমেদ, মোহাম্মদ হাসনাইন, উইল স্মিড, সৌদ শাকিল, রাইলি রসু, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, জেসন রয়, সাজ্জাদ আলী জুনিয়র, উসমান কাদির, আদিল নাজ, খাজা নাফে, আকিয়াল হোসেন ও সোহেল খান।
পিএসএল ২০২৪ বাংলাদেশি ক্রিকেটার তালিকা
PSL 2024 আসরে বাংলাদেশি অনেক ক্রিকেটারের নাম থাকলেও শেষ পর্যন্ত পিএসএল ২০২৪ আসরের নিলামে সকল বাংলাদেশি ক্রিকেটার অবিক্রিত রয়ে গেছেন। তবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান পিএসলের নবম আসরের প্লেয়ার্স ড্রাফটের আগেই তার নাম নিলাম থেকে প্রত্যাহার করে নেন।
পিএসএল ২০২৪ কোথায় অনুষ্ঠিত হবে
পিএসএল ২০২৪ আসর পাকিস্তানেই অনুষ্ঠিত হবে। যদিও গুঞ্জন শুনা যাচ্ছিল পিএসএল ২০২৪ আসর পাকিস্তান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। কারণ হিসেবে অব্যশই উল্লেখ করা হয়েছিল পাকিস্তান জাতীয় নির্বাচন। তবে শেষ পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি পিএসল নবম আসর পাকিস্তানের মাঠিতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন।
শেষকথা: পিএসএল ২০২৪ আসরের সব দলের স্কোয়াডের দিকে থাকালে দেখা যায় খুব বেশি তারকা ক্রিকেটারের উপস্থিতি নেয়। কারণ একি সময়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল, ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি লিগ (আইএল টি টোয়েন্টি) , বিগ ব্যাশ লিগ, এসএ টোয়েন্টি লিগ এই ফ্রেনঞ্চাইজি টুর্নামেন্ট গুলো অনুষ্ঠিত হওয়ায় প্রায় সবগুলো লিগের দল গুলো তারাকা ক্রিকেটার সংকটে ভুগছে। তাই একজন ক্রিকেট প্রেমি স্পোর্টস রিপোর্টার হিসেবে লিগ কমিটির কাছে অনুরোধ থাকবে সবগুলো লিগ একি সময় আয়োজন না করে বিভিন্ন সময় বিভিন্ন লিগ গুলো আয়োজন করার জন্য। তাহলে সবগুলো ক্রিকেট লিগ তারকা ক্রিকেটার সংকট থেকে মুক্তি পাবে। পিএসএল ২০২৪ সম্পর্কে সব দলের স্কোয়াড নিয়ে উপরে আমরা খুটিনাটি সবগুলো বিষয় সম্পর্কে আলোচনা করছি কোথাও কোন সমস্যা বোধ করলে আমাদের জানাতে ভুলবেন না। সম্পূর্ণ পোস্টি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
Weather forecasts play a crucial role in our daily planning. Knowing Kal Ka Mausam helps you prepare for the day ahead. Whether you need to carry an umbrella or wear a light jacket, a reliable weather forecast can guide you.