ব্রাজিল বনাম ইংল্যান্ড মুখোমুখি পরিসংখ্যান অলটাইম
ব্রাজিল বনাম ইংল্যান্ড মুখোমুখি পরিসংখ্যান অলটাইম
ফুটবল ইতিহাসে বেশ কয়েক বার ব্রাজিল ও ইংল্যান্ডের লড়াই দেখেছে ভক্তরা। প্রত্যেকবার দুদলের মুখোমুখির সময় গুনিয়ে আসলেই পরিসংখ্যান নিয়ে এনালাইসিস করতে শুরু করে। সাধারণ ভক্ত-সমর্থকদের উল্লাসে আজকে এই পোস্ট এখানে আপনি জানতে পারবেন ব্রাজিল বনাম ইংল্যান্ড মুখোমুখি পরিসংখ্যান অলটাইম। প্রত্যেকটা ম্যাচ শেষে এখানে আপডেট করা হবে পরিসংখ্যান। তো চলুন দেখা ঝাক ব্রাজিল ও ইংল্যান্ডের মধ্যে পরিসংখ্যানে কোন দল এগিয়ে রয়েছে।
ব্রাজিল প্রথম কত সালে ইংল্যান্ডের সাথে মুখোমুখি হয়?
ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল ও ফিফার সেরা ১০ নম্বরে অবস্থান করা ফুটবল দল ইংল্যান্ড প্রথম বার আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে হেড টু হেড মুখোমুখি হয়। ১৯৫৬ সালে ৯ মার্চ ফ্রেন্ডলি ম্যাচ শুরু হয়। সেই খেলায় দু’দলের খেলোয়াড়রা দুর্দান্ত পারফরম্যান্স করলেও ইংল্যান্ডের প্লেয়ারের ধারাবাহিক নষ্ট করতে পারেনি ব্রাজিল, ফলে ৪-২ গোলে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম মুখোমুখি হওয়া ম্যাচে হারে ব্রাজিল জাতীয় ফুটবল দল।
ফিফা ফুটবল রেংকিংয়ে কে এগিয়ে ব্রাজিল নাকি ইংল্যান্ড?
২০২২ সালে কাতার ফুটবল বিশ্বকাপ শেষে নতুন করে ফিফা রেংকিং প্রকাশ করা হয়, এখানে ব্রাজিল ও ইংল্যান্ডের অবস্থান জানবো। ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ সালের আগে রেংকিংয়ে সবার শীর্ষে থাকলেও বর্তমানে ব্রাজিল ফিফা ফুটবল রেংকিংয়ে ৫ নাম্বারে অবস্থান করছে। অন্য দিকে ইংল্যান্ডের রেংকিংয়ে এগিয়ে আছে ব্রাজিল থেকে বর্তমানে ২০২৪ সালের রেংকিং আপডেট পর শীর্ষ তৃতীয় স্থান দখলে রেখছে ইংল্যান্ড। তাই ফিফা ফুটবল রেংকিংয়ে এগিয়ে বিচার করলে ব্রাজিল থেকে শক্তিশালী দল ইংল্যান্ড ফুটবল দল।
ইংল্যান্ড ও ব্রাজিল সবচেয়ে কোন টুর্নামেন্টে বেশিবার খেলেছে?
সেই ১৯৫৬ সাল থেকে একে অপরের বিরুদ্ধে লড়াই করে আসছে ইংল্যান্ড ও ব্রাজিল। শ্রেষ্ঠের লড়াইয়ে সবচেয়ে বেশি বার এই দুদলের মুখোমুখি হওয়া দেখা গেছে আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে। ৯ মার্চ ১৯৫৬ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত মোট ১৬ বার আন্তর্জাতিক ফেন্ডলি ম্যাচে মুখোমুখি হয়েছে ২ দল। যেখানে ব্রাজিল বনাম ইংল্যান্ড এর পরিসংখ্যান দেখলে বুঝা যায় দু’দলের অবস্থান একই কারন, আন্তর্জাতিক ফ্রেন্ডলি খেলায় ১৬ ম্যাচে ৮ টায় ড্র হয় বাকি ৮ ম্যাচে ৪টা করে জয় নিশ্চিত করে ব্রাজিল ও ইংল্যান্ড। তাই ফ্রেন্ডলি ম্যাচের কথা উল্লেখ করলে ব্রাজিল ও ইংল্যান্ড উভয়কে এগিয়ে রাখতে হবে।
ব্রাজিল বনাম ইংল্যান্ড মুখোমুখি পরিসংখ্যান অলটাইমল
ইংল্যান্ডের ফুটবল দলের বিপক্ষে ব্রাজিল সর্বমোট ২৬ বার ভিন্ন সব টুনার্মেন্টে মুখোমুখি হয়েছে। সেখানে ১১ ম্যাচ ড্র ও সর্বোচ্চ ১১ ম্যাচ ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল জয় পায় বাকি চারটি খেলায় ইংল্যান্ড জয় পায় ব্রাজিলের সঙ্গে। নিচে টেবিল আকারে Brazil vs England Head to head prediction দেওয়া হলো।
তারিখ | ম্যাচ | গোল | টুর্নামেন্ট |
০৯ মে ১৯৫৬ | ইংল্যান্ড বনাম ব্রাজিল | ৪-২ | আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ |
১১ জুন ১৯৫৮ | ব্রাজিল বনাম ইংল্যান্ড | ০-০ | ফিফা ফুটবল বিশ্বকাপ |
১৩ মে ১৯৫৯ | ব্রাজিল বনাম ইংল্যান্ড | ২-০ | আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ |
১০ জুন ১৯৬২ | ব্রাজিল বনাম ইংল্যান্ড | ৩-১ | ফিফা ফুটবল বিশ্বকাপ |
০৮ মে ১৯৬৩ | ইংল্যান্ড বনাম ব্রাজিল | ১-১ | আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ |
৩০ মে ১৯৬৪ | ব্রাজিল বনাম ইংল্যান্ড | ৫-১ | আফ্রিকা কাপ অব নেশন্স |
১২ জুন ১৯৬৯ | ব্রাজিল বনাম ইংল্যান্ড | ২-১ | আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ |
০৭ জুন ১৯৭০ | ইংল্যান্ড বনাম ব্রাজিল | ০-১ | ফিফা ফুটবল বিশ্বকাপ |
২৩ মে ১৯৭৬ | ব্রাজিল বনাম ইংল্যান্ড | ১-০ | দ্বিশতবর্ষ |
০৮ জুন ১৯৭৭ | ব্রাজিল বনাম ইংল্যান্ড | ০-০ | আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ |
১৯ এপ্রিল ১৯৭৮ | ইংল্যান্ড বনাম ব্রাজিল | ১-১ | আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ |
১২ মে ১৯৮১ | ইংল্যান্ড বনাম ব্রাজিল | ০-১ | আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ |
১০ জুন ১৯৮৪ | ব্রাজিল বনাম ইংল্যান্ড | ০-২ | আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ |
১৯ মে ১৯৮৭ | ইংল্যান্ড বনাম ব্রাজিল | ১-১ | রাস কাপ |
২৮ মার্চ ১৯৯০ | ইংল্যান্ড বনাম ব্রাজিল | ১-০ | আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ |
১৭ মে ১৯৯২ | ইংল্যান্ড বনাম ব্রাজিল | ১-১ | আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ |
১৩ জুন ১৯৯৩ | ইংল্যান্ড বনাম ব্রাজিল | ১-১ | ইউএস কাপ |
১১ জুন ১৯৯৫ | ইংল্যান্ড বনাম ব্রাজিল | ১-৩ | আমব্রো কাপ |
১০ জুন ১৯৯৭ | ব্রাজিল বনাম ইংল্যান্ড | ১-০ | টুরনোই ডি ফ্রান্স |
২৭ মে ২০০০ | ইংল্যান্ড বনাম ব্রাজিল | ১-১ | আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ |
২১ জুন ২০০২ | ইংল্যান্ড বনাম ব্রাজিল | ১-২ | ফিফা ফুটবল বিশ্বকাপ |
০১ জুন ২০০৭ | ইংল্যান্ড বনাম ব্রাজিল | ১-১ | আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ |
১৪ নভেম্বর ২০০৯ | ব্রাজিল বনাম ইংল্যান্ড | ১-০ | আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ |
০৬ ফেব্রুয়ারি ২০১৩ | ইংল্যান্ড বনাম ব্রাজিল | ২-১ | আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ |
০২ জুন ২০১৩ | ব্রাজিল বনাম ইংল্যান্ড | ২-২ | আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ |
১৪ নভেম্বর ২০১৭ | ইংল্যান্ড বনাম ব্রাজিল | ০-০ | আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ |
২৪ মার্চ ২০২৪ | ব্রাজিল বনাম ইংল্যান্ড | হয়নি | আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ |
উপরে খেলা শেষে টেবিল আপডেট দেওয়া হবে।
বিশ্বকাপে ব্রাজিল ও ইংল্যান্ড মুখোমুখি পরিসংখ্যান
ফিফা ফুটবল বিশ্বকাপ মঞ্চে চার বার একে অপরের বিরুদ্ধে লড়াই করেছে ব্রাজিল ও England. সেখানে দুদলের ৪ ম্যাচের তিনটিতে ব্রাজিল জয় পায় ও একটি ম্যাচ ড্র হয়। ১৯৫৬ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত ব্রাজিলের সঙ্গে বিশ্বকাপ মঞ্চে একটিও ম্যাচ জিততে পারেনি ইংল্যান্ড দল।
ব্রাজিল ও ইংল্যান্ডের পুরোটা পরিসংখ্যান এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। যেখানে দেখা যায় ব্রাজিল থেকে পরিসংখ্যানে পিছিয়ে রয়েছে ইংল্যান্ড। Brazil ও England সম্পর্কে বর্তমানে কিছু তথ্য থাকলেও পরবর্তীতে এটা আপডেট করা হবে।