অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ২০২৩ সময়সূচি, U19 Asia Cup 2023 Schedule
অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ২০২৩ সময়সূচি, U19 Asia Cup 2023 Schedule
অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ২০২৩ সময়সূচি, U19 Asia Cup 2023 Schedule কবে তা অনেকেই জানতে চান। আপনারা জানলে খুশি হবেন অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ২০২৩ আগামী ৮ ডিসেম্বর শুরু হতে চলছে। সংযুক্ত আরব আমিরাতে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ২০২৩ আসর অনুষ্ঠিত হবে। অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ২০২৩ আসরকে সামনে রেখে ACC এবং সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ড সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।
এশিয়া কাপ ২০২৩ কে সামনে রেখে প্রায় অংশগ্রহণকারী সকল দল তাদের স্কোয়াড ঘোষণা করেছে। নিচে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ২০২৩ সময়সূচি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ২০২৩
অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ২০২৩ আসর আরব আমিরাতে আগামী ৭ ডিসেম্বর শুরু হবে। অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ২০২৩ আসরে মোট ৮ টি দল দুইটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। চলুন একনজরে জেনে নেয়া যাক অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ২০২৩ আসর সম্পর্কে,
সময়সূচি | ৮ – ১৭ ডিসেম্বর ২০২৩ |
---|---|
নিযন্ত্রণকারী সংস্থা | এশিয়ান ক্রিকেট কাউন্সিল |
ক্রিকেট ধরণ | লিমিটেড ওভার |
টুর্নামেন্ট ধরণ | গ্রুপ স্টেজ ও ফাইনাল |
আয়োজক | সংযুক্ত আরব আমিরাত |
অংশগ্রহণকারী দল | ৮ টি |
মোট ম্যাচ | ১৫ টি |
অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ২০২৩ দল
অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ২০২৩ আসরে মোট ৮ টি দল অংশগ্রহণ। এশিয়া মহাদেশের এই লাড়ায়ে কারা কারা খেলছেন চলুন জেনে নেয়া যাক।
অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ২০২৩ আসরে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, আরব আমিরাত, জাপান ও নেপাল অনূর্ধ্ব ১৯ দল অংশগ্রহণ করবে।
অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ২০২৩ গ্রুপ
অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ২০২৩ আসরে অংশগ্রহণ করা দলগুলোকে ২ টি গ্রুপে ভাগ করা হয়েছে। এরিমধ্যে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ২০২৩ আসরে অংশগ্রহণ করা দলগুলো তাদের প্রস্তুতি শুরু করেছে। নিচে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ২০২৩ আসরের দলগুলোর গ্রুপ দেওয়া হলো,
Group A
- ভারত
- নেপাল
- আফগানিস্তান
- পাকিস্তান
Group B
- শ্রীলঙ্কা
- বাংলাদেশ
- জাপান
- সংযুক্ত আরব আমিরাত
অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ২০২৩ সময়সূচি
অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ২০২৩ আসর আগামী ৮ ডিসেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতের মাঠিতে অনুষ্ঠিত হবে। এরিমধ্যে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ২০২৩ আসর আয়োজন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে এসিসি ও আইসিসি। নিচে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ২০২৩ আসরের পূর্ণাঙ্গ সময়সূচি দেওয়া হলো,
তারিখ ও সময় | ম্যাচ |
---|---|
৮ ডিসেম্বর ৯:৩০ এএম | আফগানিস্তান অনূর্ধ্ব ১৯ বনাম ইন্ডিয়া অনূর্ধ্ব ১৯ |
৮ ডিসেম্বর ৯:৩০ এএম | পাকিস্তান অনূর্ধ্ব ১৯ বনাম নেপাল অনূর্ধ্ব ১৯ |
৯ ডিসেম্বর ৯:৩০ এএম | বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ বনাম আরব আমিরাত অনূর্ধ্ব ১৯ |
৯ ডিসেম্বর ৯:৩০ এএম | শ্রীলঙ্কা অনূর্ধ্ব ১৯ বনাম জাপান অনূর্ধ্ব ১৯ |
১০ ডিসেম্বর ৯:৩০ এএম | পাকিস্তান অনূর্ধ্ব ১৯ ইন্ডিয়া অনূর্ধ্ব ১৯ |
১০ ডিসেম্বর ৯:৩০ এএম | নেপাল অনূর্ধ্ব ১৯ বনাম আফগানিস্তান অনূর্ধ্ব ১৯ |
১১ ডিসেম্বর ৯:৩০ এএম | শ্রীলঙ্কা অনূর্ধ্ব ১৯ বনাম আরব আমিরাত অনূর্ধ্ব ১৯ |
১১ ডিসেম্বর ৯:৩০ এএম | বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ বনাম জাপান অনূর্ধ্ব ১৯ |
১২ ডিসেম্বর ৯:৩০ এএম | পাকিস্তান অনূর্ধ্ব ১৯ বনাম আফগানিস্তান অনূর্ধ্ব ১৯ |
১২ ডিসেম্বর ৯:৩০ এএম | নেপাল অনূর্ধ্ব ১৯ বনাম ইন্ডিয়া অনূর্ধ্ব ১৯ |
১৩ ডিসেম্বর ৯:৩০ এএম | শ্রীলঙ্কা অনূর্ধ্ব ১৯ বনাম বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ |
১৩ ডিসেম্বর ৯:৩০ এএম | জাপান অনূর্ধ্ব ১৯ বনাম আরব আমিরাত অনূর্ধ্ব ১৯ |
১৫ ডিসেম্বর ৯:৩০ এএম | সেমিফাইনাল ১ ও সেমিফাইনাল ২ |
১৭ ডিসেম্বর ৯:৩০ এএম | ফাইনাল |
বি:দ্র: অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ২০২৩ এর সবগুলো ম্যাচ আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরাতে লোকাল টাইম অনুযায়ী অনুষ্ঠিত হবে।
অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ২০২৩ সকল দলের স্কোয়াড
অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ২০২৩ আসরকে সামনে রেখে অংশগ্রহণকারী সকল দল তাদের স্কোয়াড ঘোষণা করা শুরু করেছে। নিচে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ২০২৩ এর সকল দলের স্কোয়াড দেওয়া হলো।
বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ২০২৩
মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), মোহাম্মদ আশিকুর রহমান শিবলি, জিসান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, ইকবাল হাসান ইমন, ওয়াসি সিদ্দিক, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান বরণ্য, আরিফুল ইসলাম, শিহাব জেমস, আহরার আমিন, শেখ পারভেজ জীবন, মোহাম্মদ রাফি উজ্জামান রাফি, রহমত দৌলা বর্ষণ ও মারুফ মৃধা।
স্ট্যান্ডবাই : রিজান হোসেন, নাঈম আহমেদ ও জিহাদুল হক জিহাদ।
ভারত অনূর্ধ্ব ১৯ দল অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ২০২৩
উদয় সাহারান (অধিনায়ক), আরশিন কুলকার্নি, আদর্শ সিং, সৌমি কুমার পান্ডে, মুরুগান অভিষেক, ইন্নেশ মহাজন, ধানুশ গৌড়া , আরাধ্যা শুক্লা, রুদ্র ময়ুর প্যাটেল, শচীন ধস, প্রিয়াংশু মোলিয়া, মুশির খান, আরেভেলি অবনীশ রাও, রাজ লিম্বানি ও নমন তিওয়ারি।
স্ট্যান্ডবাই: প্রেম দেবকর, আনশ গোসাই, মোঃ আমান।
পাকিস্তান অনূর্ধ্ব ১৯ দল অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ২০২৩
সাদ বেগ (অধিনায়ক), মোহাম্মদ রিয়াজুল্লাহ, মোহাম্মদ তৈয়ব আরিফ, মোহাম্মদ জিশান, আহমদ হুসেন, আলী আসফান্দ, আমির হাসান, আরাফাত মিনহাস, আজান আওয়াইস, খুবাইব খলিল, নাজাব খান, নাভিদ আহমেদ খান, মো. শাহজাইব খান, শামিল হোসেন ও উবায়েদ শাহ।
স্ট্যান্ডবাই: আহমদ হাসান, আইমল খান, ওবায়েদ শহীদ এবং মোহাম্মদ জুলকিফাল।
আফগানিস্তান অনূর্ধ্ব ১৯ দল অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ২০২৩
নাসির খান (অধিনায়ক), মোহাম্মদ ইউনুস জাদরান, আল্লাহ মোহাম্মদ গজানফর, ওয়াহিদুল্লাহ জাদরান, ওয়াফিউল্লাহ তারাখিল, জামশিদ জাদরান, খালিদ তানিওয়াল, আকরাম মোহাম্মদজাই, সোহেল খান জুরমাতি, রহিমুল্লাহ জুরমাতি, নোমান শাহ আগা, বশির আহমেদ আফগান, ফরিদুন দাউদজাই এবং খলিল আহমেদ।
স্ট্যান্ডবাই: হিজবুল্লাহ দুররানি, আলী আহমদ নাসার, মোহাম্মদ আসিফ ও নাসির হাসান।
শ্রীলঙ্কা অনূর্ধ্ব ১৯ দল অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ২০২৩
বিহাস থেভমিকা, বিশ্ব লাহিরু, গারুকা সংকেত, দুবিন্দু রানাতুঙ্গা, হিরুন কাপুরুবান্দারা, রুসান্দা গামাগানা, রুসানাকা, সিনথ জয়াবর্দেনা, পুলিন্দু পেরেরা, ভিশেন হালাম্বাগে, রাভিশান ডি সিলভা, শরুজান শানমুগানাথন, দিনুরা কালুপাহানা, মালশা থারুপাথি, দেনুরা ও গারুকা।
স্ট্যান্ডবাই: সুপুন ওয়াদুগে, জেনিথ ফার্নান্দো।
নেপাল অনূর্ধ্ব ১৯ দল অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ২০২৩
দেব খানাল (অধিনায়ক), দীপেশ কান্দেল, গুলশান ঝা, দীপক ডুমরে, আকাশ চাঁদ, বিশাল কেসি, তিলক রাজ ভান্ডারি, হেমন্ত ধামি, সুভাষ ভান্ডারি, আকাশ ত্রিপাঠি, অর্জুন কুমাল, দীপক বোহারা, উত্তম থাপা মাগার ও বিপিন রাওয়াল।
আরব আমিরাত অনূর্ধ্ব ১৯ দল অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ২০২৩
আয়ান আফজাল খান (অধিনায়ক), শ্রেয় শেঠি, ধ্রুব পরাশর, ইথান কার্ল ডিসুজা, আরিয়ানশ শর্মা, তানিশ সুরি, আম্মার বাদামি, হর্ষিত শেঠ, মারুফ বণিক, ওমিদ রহমান, হারিত শেঠি, অক্ষত রাই, হার্দিক পাই, আয়মান আহমেদ, শাকিল আহমেদ ও ইয়ায়িন কিরণ রাই।
জাপান আমিরাত অনূর্ধ্ব ১৯ দল অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ২০২৩
কোজি হার্ডগ্রেভ-আবে (অধিনায়ক), চিহায়া আরকাওয়া, শোতারো হিরাতসুকা, চার্লস হিঞ্জ, হিরোটাকে কাকিনুমা, কাজুমা কাতো-স্টাফোর্ড, হুগো কেলি, ড্যানিয়েল প্যাঙ্কহার্স্ট, নিহার পারমার, আদিত্য ফাড়কে, টিমোথি মুর, তোমো রিয়ার, আরভ তিওয়ারি ও কিফার ইয়ামামোটো-লেক।
অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ২০২৩ লাইভ
আপনারা জাননে আগামী ৮ ডিসেম্বর ২০২৩ থেকে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ২০২৩ আসরের সকল খেলা শুরু হতে চলছে। তবে অনেকেই জাননে না কিভাবে এই আসরের সবগুলো ম্যাচ লাইভ দেখাবে টিভি পর্দায়। তাহলে চলুন জেনে নেয়া যাক অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ২০২৩ লাইভ উপায় সম্পর্কে।
অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ২০২৩ আসর ভারত থেকে লাইভ দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক এর পর্দায়। বাংলাদেশ থেকে লাইভ দেখা যাবে জিটিভি, টি স্পোর্টস, স্টার স্পোর্টস চ্যানেলে, পাকিস্তানে লাইভ দেখা যাবে জিও স্পোর্টস অথবা পিটিভি স্পোর্টস চ্যানেলে। আফগানিস্তানে লাইভ দেখা যাবে আরিনা টিভিতে। তাছাড়া অস্ট্রেলিয়ায় এই খেলা দেখা যাবে অ্যাপ টিভির পর্দায়। তবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনূর্ধ্ব ১৯ ২০২৩ আসর লাইভ দেখা যাবে স্টার স্পোর্টস এর পর্দায়।
তবে মোবাইলের মাধ্যমে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ২০২৩ এর খেলা HD Streamz app ব্যবহার করে লাইভ দেখা যাবে।