অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচের সময়সূচি ২০২৪
অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচের সময়সূচি ২০২৪ নিয়ে আলোচনা করা হবে। আপনারা সবাই জানেন 2024 ICC Under-19 Men’s Cricket World Cup দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হইবে। এরিমধ্যে এই আসরকে সামনে রেখে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে আইসিসি এবং আয়োজক শ্রীলঙ্কা। ICC Under19 Cricket World Cup 2024 Warm up Matche এর সময়সূচি প্রকাশ করা হয়েছে।
আজকের এই পোস্টের মাধ্যমে আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ২০২৪ এর সকল প্রস্তুতি ম্যাচের সময়সূচী নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তাহলে চলুন জেনে নেয়া যাক অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সময়সূচি,
আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ২০২৪
আইসিসি অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ ২০২৪ আসর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হবে এই আসরে সবগুলো দল মোট ৪ টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। এই আসরে মোট ১৬ টি দল অংশগ্রহণ করবে। দলগুলো হলো, দক্ষিণ আফ্রিকা, ভারত, আফগানিস্তান, অস্ট্রেলিয়ার, বাংলাদেশ, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, নামিবিয়া, নেপাল, নিউজিল্যান্ড, স্কটল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্র।
আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সবগুলো ম্যাচ দক্ষিণ আফ্রিকার ৪ টি ভেন্যুতে আয়োজন করা হবে। ভেন্যুগুলো হলো,
- Tshwane University of Technology Oval Pretoria
- St Stithians Main Oval, Johannesburg,
- LC de Villiers Oval, Pretoria
- Fisherville, Johannesbur
তাছাড়া এই আসরে অংশগ্রহণ করা দলগুলোর জন্য ক্রিকেট ফরম্যাট হবে গ্রুপ স্টেজ এবং নকআউট পদ্ধতি। প্রথমে সবগুলো দলকে ৪ টি গ্রুপে ভাগ করে খেলানো হবে তারপর এখান থেকে নকআউট পদ্ধতির মধ্য দিয়ে ফাইনালে যাবে দলগুলো।
এই ছিল ২০২৪ আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের খুটিনাটি বিষয়।
অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচের সময়সূচি ২০২৪
অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপের ২০২৪ আসর বসছে দক্ষিণ আফ্রিকার মাঠিতে। এরিমধ্যে এই আসরে অংশগ্রহণ করা দলগুলোর প্রস্তুতি ম্যাচের সময়সূচি প্রকাশ আইসিসি। আইসিসির প্রকাশিস সময়সূচি অনুযায়ী আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে অংশগ্রহণ করা দলগুলোর প্রস্তুতি ম্যাচ আগামী ১৩ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি ২০২৪ অনুষ্ঠিত হবে। নিচে অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ ২০২৪ আসরের প্রস্তুতি ম্যাচের সময়সূচি দেওয়া হলো,
১৩ জানুয়ারি ২০২৪, ২:০০ পিএম
অস্ট্রেলিয়া অনূর্ধ্ব ১৯ বনাম ভারত অনূর্ধ্ব ১৯, তাশওয়ানে প্রযুক্তি ওভাল বিশ্ববিদ্যালয়, প্রিটোরিয়া।
১৩ জানুয়ারি ২০২৪, ২:০০ পিএম
দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব ১৯ বনাম পাকিস্তান অনূর্ধ্ব ১৯, সেন্ট স্টিথিয়ানস মেইন ওভাল, জোহানেসবার্গ।
১৩ জানুয়ারি ২০২৪, ২:০০ পিএম
নামিবিয়া অনূর্ধ্ব ১৯ বনাম মার্কিন যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব ১৯, এলসি ডি ভিলিয়ার্স ওভাল, প্রিটোরিয়া।
১৩ জানুয়ারি ২০২৪, ২:০০ পিএম
নেপাল অনূর্ধ্ব ১৯ বনাম স্কটল্যান্ড অনূর্ধ্ব ১৯, ব্রাম ফিশারভিল, জোহানেসবার্গ।
১৪ জানুয়ারি ২০২৪, ২:০০ পিএম
নিউজিল্যান্ড অনূর্ধ্ব ১৯ বনাম ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব ১৯, ব্রাম ফিশারভিল, জোহানেসবার্গ।
১৪ জানুয়ারি ২০২৪, ২:০০ পিএম
বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ বনাম শ্রীলঙ্কা অনূর্ধ্ব ১৯, তাশওয়ানে প্রযুক্তি ওভাল বিশ্ববিদ্যালয়, প্রিটোরিয়া।
১৪ জানুয়ারি ২০২৪, ২:০০ পিএম
আফগানিস্তান অনূর্ধ্ব ১৯ বনাম ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯, সেন্ট স্টিথিয়ানস মেইন ওভাল, জোহানেসবার্গ।
১৪ জানুয়ারি ২০২৪, ২:০০ পিএম
আয়ারল্যান্ড অনূর্ধ্ব ১৯ বনাম জিম্বাবুয়ে অনূর্ধ্ব ১৯, এলসি ডি ভিলিয়ার্স ওভাল, প্রিটোরিয়া।
১৬ জানুয়ারি ২০২৪, ২:০০ পিএম
দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব ১৯ বনাম আফগানিস্তান অনূর্ধ্ব ১৯, ব্রাম ফিশারভিল, জোহানেসবার্গ।
১৬ জানুয়ারি ২০২৪, ২:০০ পিএম
মার্কিন যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব ১৯ বনাম জিম্বাবুয়ে অনূর্ধ্ব ১৯, তাশওয়ানে প্রযুক্তি ওভাল বিশ্ববিদ্যালয়, প্রিটোরিয়া।
১৬ জানুয়ারি ২০২৪, ২:০০ পিএম
নেপাল অনূর্ধ্ব ১৯ বনাম ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব ১৯, সেন্ট স্টিথিয়ানস মেইন ওভাল, জোহানেসবার্গ।
১৬ জানুয়ারি ২০২৪, ২:০০ পিএম
আয়ারল্যান্ড অনূর্ধ্ব ১৯ বনাম নামিবিয়া অনূর্ধ্ব ১৯, এলসি ডি ভিলিয়ার্স ওভাল, প্রিটোরিয়া।
১৭ জানুয়ারি ২০২৪, ২:০০ পিএম
ভারত অনূর্ধ্ব ১৯ বনাম শ্রীলঙ্কা অনূর্ধ্ব ১৯, এলসি ডি ভিলিয়ার্স ওভাল, প্রিটোরিয়া।
১৭ জানুয়ারি ২০২৪, ২:০০ পিএম
নিউজিল্যান্ড অনূর্ধ্ব ১৯ বনাম স্কটল্যান্ড অনূর্ধ্ব ১৯, সেন্ট স্টিথিয়ানস মেইন ওভাল, জোহানেসবার্গ।
১৭ জানুয়ারি ২০২৪, ২:০০ পিএম
অস্ট্রেলিয়া অনূর্ধ্ব ১৯ বনাম বাংলাদেশ অনূর্ধ্ব ১৯, তাশওয়ানে প্রযুক্তি ওভাল বিশ্ববিদ্যালয়, প্রিটোরিয়া।
১৭ জানুয়ারি ২০২৪, ২:০০ পিএম
ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ বনাম পাকিস্তান অনূর্ধ্ব ১৯ ব্রাম ফিশারভিল, জোহানেসবার্গ।
বি:দ্র: এখনে দেওয়া সময়সূচি অনুযায়ী সবগুলো ম্যাচ বাংলাদেশের সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে। আপনি যদি ভারত থেকে এই ম্যাচগুলো দেখতে চান তাহলে এখানে দেওয়া সময় থেকে ৩০ মিনিট কমাবেন তাহলেই হবে।
মূলত আইসিস অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ২০২৪ প্রস্তুতি ম্যাচের সময়সূচি নিয়ে এই ছিল বিস্তারিত তবে আপনারা যদি কেউ কোন কিছু বুঝে না থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের সমস্যা সমাধান করতে চেষ্টা করব।
The community and culture around Canuckle are vibrant and welcoming. People from all walks of life gather to share their love for this engaging game. Whether online or in-person, Canuckle fans create a lively and supportive environment.