Cricket League

আইপিএল ২০২৪ সব দলের স্কোয়াড, IPL 2024 all team Squad

আইপিএল ২০২৪ সব দলের স্কোয়াড, IPL 2024 all team Squad নিয়ে আজকের পোস্টে আলোচনা করা হবে। আপনারা সবাই জাননে বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় ক্রিকেট লিগ হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ফ্রেঞ্চাইজি ক্রিকেটের যত লিগ বর্তমানে রয়েছে সবগুলো লিগের মধ্যে সবচেয়ে জনপ্রিয় লিগ হলো IPL। আইপিএলের যে কোন আসর মানে কাড়ি কাড়ি টাকা দিয়ে ক্রিকেটারেদের কিনে নেয়া। তাই আলাদা ভাবে সবসময় ক্রিকেট প্রেমিরা আইপিএলের প্লেয়ার ড্রাফটের প্রতি নজর রাখে।

আইপিএল ২০২৪ সব দলের স্কোয়াড, IPL 2024 all team Squad
আইপিএল ২০২৪ সব দলের স্কোয়াড, IPL 2024 all team Squad

আইপিএলে অংশগ্রহণ করা দলগুলোর স্কোয়াড কেমন সাজিয়েছে তা নিয়ে এখন আলোচনা করা হবে। তাহলে চলুন জেনে নেয়া যাক ২০২৪ আইপিএলে অংশগ্রহণ করা দলগুলো স্কোয়াড সম্পর্কে বিস্তারিত।

আইপিএল ২০২৪ দল

আইপিএল ২০২৪ আসরে মোট ১০ টি দল অংশগ্রহণ করবে। এরিমধ্যে আইপিএল ২০২৪ আসরে অংশ নেওয়া দলগুলো তাদের স্কোয়াড সাজিয়ে নেওয়ার কাজ শেষ করেছে
চলুন তাহলে এখন জেনে নেয়া যাক আইপিএল ২০২৪ আসরে অংশগ্রহণ করা দলগুলোর তালিকা,

  • কলকাতা নাইট রাইডার্স।
  • চেন্নাই সুপার কিংস।
  • দিল্লি ক্যাপিটলস।
  • গুজরাট টাইটান্স।
  • লখনৌ সুপার জায়ান্ট।
  • মুম্বাই ইন্ডিয়ান্স।
  • পাঞ্জাব কিংস।
  • রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর।
  • রাজস্থান রয়্যালস।
  • সানরাইজার্স হায়দ্রাবাদ।

এই ১০ টি দল ২০২৪ আইপিএলে খেলবে।

আইপিএল ২০২৪ সব দলের স্কোয়াড

আইপিএল ২০২৪ আসরের প্লেয়ার্ড ড্রাফট বা নিলাম শেষে সবগুলো দল তাদের নিজেদের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে। IPL 2024 All team squad সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

আইপিএল ২০২৪ আসরে অংশগ্রহণ করা প্রতিটি দলের স্কোয়াড নিচে দেওয়া হলো। এক নজরে দেখে নিন সবগুলো দলের খেলোয়াড় তালিকা,

আইপিএল ২০২৪ কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড

নীতিশ রানা, রিংকু সিং, রহমানুল্লাহ গুরবাজ, শ্রেয়াস আইয়ার, জেসন রায়, সুনীল নারিন, সুয়শ শর্মা, অনুকূল রায়, আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, হর্ষিত রানা, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, কেএস ভারত (নিলাম ৫০ লাখ), চেতন সাকারিয়া (নিলাম ৫০ লাখ), মিচেল স্টার্ক (নিলাম ২৪.৭৫ কোটি), আংকৃশ রঘুবংশী (নিলাম ২০ লাখ), রমনদীপ সিং (নিলাম ২০ লাখ), শেরফেন রাদারফোর্ড (নিলাম ১.৫০ কোটি), মনীশ পান্ডে (নিলাম ৫০ লাখ), মুজিব উর রহমান (নিলাম ২ কোটি), গাস অ্যাটকিনসন (নিলাম ১ কোটি) ও সাকিব হোসেন (নিলাম ২ লাখ)।

আইপিএল ২০২৪ চেন্নাই সুপার কিংস স্কোয়াড

অজয় মন্ডল, অজিঙ্কা রাহানে, দীপক চাহার, ডেভন কনওয়ে, মহেশ থেকশান, মাথিশা পাথিরানা, মিচেল স্যান্টনার, মঈন আলী, এমএস ধোনি, মুকেশ চৌধুরী, নিশান্ত সিন্ধু, প্রশান্ত সোলাঙ্কি, রাজবর্ধন হাঙ্গারগেকর, রবীন্দ্র জাদেজা, রুতুরাজ গায়কওয়াড,মশাইক রশিদ, শিবম দুবে, সিমারজিৎ সিং, তুষার দেশপান্ডে, রাচিন রবীন্দ্র, (নিলাম ১.৮০ কোটি), শার্দুল ঠাকুর (নিলাম ৪ কোটি), ড্যারিল মিচেল (নিলাম ১৪ কোটি), সমীর রিজভী (নিলাম ৮.৪০ কোটি), মুস্তাফিজুর রহমান (নিলাম ২ কোটি) ও অবনীশ রাও আরেভেলি (নিলাম ২০ লাখ)।

আইপিএল ২০২৪ দিল্লি ক্যাপিটলস স্কোয়াড

অভিষেক পোড়েল, নরটজি, অক্ষর প্যাটেল, ডেভিড ওয়ার্নার, ইশান্ত শর্মা, কুলদীপ যাদব, ললিত যাদব, লুঙ্গিসানি এনগিদি, মিচেল মার্শ, মুকেশ কুমার, প্রবীণ দুবে, পৃথ্বী শা, ঋষভ পন্ত, সৈয়দ খলিল আহমেদ, ভিকি অস্টওয়াল, যশ ধুল্ল, হ্যারি ব্রুক (নিলাম ৪ কোটি), ট্রিসটান স্টাবস (নিলাম ৫০ লাখ), রিকি ভুই (নিলাম ২০ লাখ), কুমার কুশাগরা (নিলাম ৭.২০ কোটি), রসিক দার (নিলাম ২০ লাখ), ঝাই রিচার্ডসন (নিলাম ৫ কোটি), সুমিত কুমার (নিলাম ১ কোটি), শাই হোপ (নিলাম ৭৫ লাখ), স্বস্তিক ছিকারা (নিলাম ২০ লাখ)।

আইপিএল ২০২৪ লখনৌ সুপার জায়ান্ট স্কোয়াড

কেএল রাহুল, কুইন্টন ডি কক, নিকোলাস পুরান, আয়ুষ বাদোনি, কাইল মায়ার্স, মার্কাস স্টয়নিস, দীপক হুদা, রবি বিষ্ণোই, নবীন উল হক, ক্রুনাল পান্ডিয়া, যুধবীর সিং, প্রেরক মানকদ, যশ ঠাকুর, অমিত মিশ্র, মার্ক উড, মায়াঙ্ক যাদব, মহসিন খান, কে গৌথাম, দেবদত্ত পাডিক্কল, শিবম মাভি (নিলাম ৬.৪০ কোটি), আরশিন কুলকার্নি (নিলাম ২০ লাখ), এম সিদ্ধার্থ (নিলাম ২.৪০ কোটি), অ্যাশটন টার্নার (নিলাম ১ কোটি), ডেভিড উইলি (নিলাম ২ কোটি), মোহাম্মদ আরশাদ খান (নিলাম ২০ লাখ)।

আইপিএল ২০২৪ গুজরাট টাইটান্স স্কোয়াড

অভিনব মনোহর, সাই সুদর্শন, দর্শন নলকান্দে, ডেভিড মিলার, জয়ন্ত যাদব, জোশুয়া লিটল, কেন উইলিয়ামসন, ম্যাথু ওয়েড, মোহাম্মদ শামি, মোহিত শর্মা, নূর আহমদ, আর সাই কিশোর, রাহুল তেওয়াতিয়া, রশিদ খান, শুভমান গিল, বিজয় শঙ্কর, ঋদ্ধিমান সাহা, আজমতুল্লাহ ওমরজাই (নিলাম ৫০ লাখ), উমেশ যাদব (নিলাম ৫.৮০ কোটি), শাহরুখ খান (নিলাম ৭.৪০ কোটি), সুশান্ত মিশ্র (নিলাম ২.২০ কোটি), কার্তিক ত্যাগী (নিলাম ৬০ লাখ), মানব সুথার (নিলাম ২০ লাখ), স্পেন্সার জনসন (নিলাম ১০ কোটি), রবিন মিঞ্জ (নিলাম ৩.৬ কোটি)।

আইপিএল ২০২৪ মুম্বাই ইন্ডিয়ান্স স্কোয়াড

রোহিত শর্মা, ডিওয়াল্ড ব্রেভিস, সূর্যকুমার যাদব, ইশান কিষাণ, তিলক ভার্মা, টিম ডেভিড, বিষ্ণু বিনোদ, অর্জুন টেন্ডুলকার, শামস মুলানি, নেহাল ওয়াধেরা, জাসপ্রিত বুমরাহ, কুমার কার্তিকেয়, পীযূষ চাওলা, আকাশ মাধওয়াল, জেসন বেহরেনডর্ফ, হার্দিক পান্ডিয়া, রোমারিও শেফার্ড, জেরাল্ড কোয়েটজি (নিলাম ৫ কোটি), দিলশান মাদুশঙ্কা (নিলাম ৪.৬০ কোটি), শ্রেয়স গোপাল (নিলাম ২০ লাখ), নুয়ান থুশারা (নিলাম ৪.৮০ কোটি), নমন ধীর (নিলাম ২০ লাখ), আনশুল কাম্বোজ (নিলাম ২০ লাখ), মোহাম্মদ নবী (নিলাম ২০ লাখ), শিবালিক শর্মা (নিলাম ২০ লাখ)।

আইপিএল ২০২৪ পাঞ্জাব কিংস স্কোয়াড

শিখর ধাওয়ান, লিয়াম লিভিংস্টোন, জনি বেয়ারস্টো, জিতেশ শর্মা, শিবম সিং, রাহুল চাহার, প্রভসিমরন সিং, আরশদীপ সিং, হরপ্রীত ভাটিয়া, হরপ্রীত ব্রার, অথর্ব তাইদে, বিদ্বাথ কাভেরাপ্পা, ঋষি ধাওয়ান, কাগিসো রাবাদা, স্যাম কুরান, নাথান এলিস, সিকান্দার রাজা, হর্ষাল প্যাটেল (নিলাম ১১.৭৫ কোটি), ক্রিস ওকস (নিলাম ৪.২০ কোটি), আশুতোষ শর্মা (নিলাম ২০ লাখ), বিশ্বনাথ প্রতাপ সিং (নিলাম ২০ লাখ), শশাঙ্ক সিং (নিলাম ২০ লাখ), তনয় থ্যাগরাজন (নিলাম ২০ লাখ), প্রিন্স চৌধুরী (নিলাম ২০ লাখ), রিলি রসু (নিলাম ৮ কোটি)।

আইপিএল ২০২৪ রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্কোয়াড

ফাফ ডু প্লেসিস, গ্লেন ম্যাক্সওয়েল, বিরাট কোহলি, রজত পতিদার, অনুজ রাওয়াত, দীনেশ কার্তিক, সুয়শ প্রভুদেসাই, উইল জ্যাকস, মহিপাল লোমরর, কর্ণ শর্মা, মনোজ ভন্ডগে, বৈশাক বিজয়কুমার, আকাশ দীপ, মোহাম্মদ সিরাজ, রিস টপলে, হিমাংশু শর্মা, রাজন কুমার, মায়াঙ্ক ডাগর, ক্যামেরন গ্রিন, আলজারি জোসেফ (নিলাম ১১.৫০ কোটি), যশ দয়াল (নিলাম ৫ কোটি), টম কারান (নিলাম ১ কোটি), লকি ফার্গুসন (নিলাম ২ কোটি), স্বপ্নিল সিং (নিলাম ২০ লাখ), সৌরভ চুয়াহান (নিলাম ২০ লাখ)।

আইপিএল ২০২৪ রাজস্থান রয়্যালস স্কোয়াড

সঞ্জু স্যামসন, জস বাটলার, শিমরন হেটমায়ার, যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, ডোনোভান ফেরেরা, কুনাল রাঠোর, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ সেন, নবদীপ সাইনি, প্রসিধ কৃষ্ণ, সন্দীপ শর্মা, ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহাল, অ্যাডাম জাম্পা, আভেশ খান, রোভম্যান পাওয়েল (নিলাম ৭.৪০ কোটি), শুভম দুবে (নিলাম ৫.৪০ কোটি), টম কোহলার ক্যাডমোর (নিলাম ৪০ লাখ), নান্দ্রে বার্গার (নিলাম ৫০ লাখ) ও আবিদ মোশতাক (নিলাম ২০ লাখ)।

আইপিএল ২০২৪ সানরাইজার্স হায়দ্রাবাদ স্কোয়াড

আব্দুল সামাদ, এইডেন মার্করাম, রাহুল ত্রিপাঠী, গ্লেন ফিলিপস, হেনরিক ক্লাসেন, মায়াঙ্ক আগরওয়াল, আনমোলপ্রীত সিং, উপেন্দ্র সিং যাদব, নীতীশ কুমার রেড্ডি, অভিষেক শর্মা, মার্কো জ্যানসেন, ওয়াশিংটন সুন্দর, সানভির সিং, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, মায়াঙ্ক মার্কন্ডে, ওমরান মালিক, ফজলহক ফারুকী, শাহবাজ আহমেদ, ট্র্যাভিস হেড (নিলাম ৬.৮০ কোটি), ওয়ানিন্দু হাসরাঙ্গা (নিলাম ১.৫০ কোটি), প্যাট কামিন্স (নিলাম ২০.৫০ কোটি), জয়দেব উনাদকাট (নিলাম ১.৬০ কোটি), আকাশ সিং (নিলাম ২০ লাখ), ঝাথাভেধ সুব্রহ্মণ্যন (নিলাম ২০ লাখ)।

আইপিএল ২০২৪ বাংলাদেশি ক্রিকেটারের তালিকা

আইপিএল ২০২৪ আসরে বাংলাদেশ থেকে অনেক ক্রিকেটার নিলামে নাম দিলেও শেষ মোস্তাফিজুর রহমান ছাড়া বাকি সবাই অবিক্রিত থেকে গেছে। পেসার মোস্তাফিজুর রহমানকে ২ কোটি রোপির বিনিময়ে দলে ভিরিয়েছে চেন্নাই সুপার কিংস।

আইপিএল ২০২৪ সবচেয়ে দামি খেলোয়াড়

আইপিএল ২০২৪ আসরের সবচেয়ে দামি খেলোয়াড় হলেন মিচেল স্টার্ক তাকে নিলাম থেকে ২৪.৭৫ কোটি রোপিতে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। মিচেল স্টার্ক শুধু ২০২৪ আইপিএলের দামি খেলোয়াড় না বরং আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় হলেন মিচেল স্টার্ক। কারণ এর আগে আইপিএলে কোন খেলোয়াড়কে এত দামে দলে নেয়নি কোন দল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

You cannot copy content of this page