Football News

আল নাসের ফুটবল ক্লাব খেলার সময় সূচি ২০২৪

আল নাসের ফুটবল ক্লাব খেলার সময় সূচি ২০২৪

২০২৪ সালে নতুন বছরের শুরু দিকেই ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল নাসের খেলার সময়সূচি ফেব্রুয়ারি মাসের সূচি সাজানো রয়েছে নিচে। আল নাসের ম্যাচ পুরো সূচি তুলে ধরা হয়েছে আজকের আর্টিকেলে তাই পুরো পোস্টটা মন দিয়ে পড়ুন।
আল নাসের ফুটবল ক্লাব খেলার সময় সূচি ২০২৪
আল নাসের ফুটবল ক্লাব খেলার সময় সূচি ২০২৪
তারিখ খেলা সময় টুনার্মেন্ট লাইভ
শ্রুক, ৯ ফেব্রুয়ারি ২০২৪
আল হিলাল
বনাম
আল নাসের
১২:০০ এএম ক্লাস ফ্রেন্ডলি Sony LIV
বৃহস্পতি, ১৫ ফেব্রুয়ারি ২০২৪
আল ফায়হা এফসি
বনাম, প্রথম লেগ
আল নাসের
১২:০০ এএম এএফসি চ্যাম্পিয়নস লিগ Sony LIV
শনি, ১৭ ফেব্রুয়ারি ২০২৪
আল নাসের
বনাম
আল ফাতেহ এসসি
১১:০০ পিএম সৌদি প্রো লীগ Sony LIV
বৃহস্পতি, ২২ ফেব্রুয়ারি ২০২৪
আল নাসের
বনাম,  দ্বিতীয় লেগ
আল ফায়হা এফসি
১২:০০ এএম এএফসি এশিয়ান কাপ চ্যাম্পিয়নস লিগ Sony LIV
রবি, ২৫ ফেব্রুয়ারি ২০২৪
আল শাবাব
বনাম
আল নাসের
১১:০০ পিএম সৌদি প্রো লীগ Sony LIV
বৃহস্পতি, ২৯ ফেব্রুয়ারি ২০২৪
আল নাসের
বনাম
আল হাজেম এফ সি
১১:০০ পিএম সৌদি প্রো লীগ Sony LIV
আল নাসর ২০২৪ সালে মার্চ মাসে দুইটা ম্যাচ খেলবে সৌদি প্রো লিগে। যেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হবে আল রাইদ এফসি ও দ্বিতীয় ম্যাচ আল আহলি সৌদি এফসির সঙ্গে।
তারিখ খেলা সময় টুনার্মেন্ট লাইভ
বৃহস্পতি, ৭ মার্চ ২০২৪
আল নাসের
বনাম
আল রাইদ এফসি
১১:০০ পিএম সৌদি প্রো লীগ Sony LIV
শনি, ১৬, মার্চ,২০২৪
আল আহলি সৌদি এফসি
বনাম
আল নাসের
১:০০ এএম সৌদি প্রো লিগ Sony LIV
2024 আল নাসের খেলার সময়সূচি এপ্রিল মাস।
তারিখ ম্যাচ সময় টুনার্মেন্ট লাভ
শুক্র, ৫ এপ্রিল, ২০২৪
আল নাসের
বনাম
আল তাই
হয়নি সৌদি প্রো লীগ Sony LIV
শুক্র, ১২ এপ্রিল, ২০২৪
ABH
বনাম
আল নাসের
হয়নি সৌদি প্রো লীগ Sony LIV
শুক্র, ১৯ এপ্রিল, ২০২৪
দামাক এফসি
বনাম
আল নাসের
হয়নি সৌদি প্রো লীগ Sony LIV
শুক্র, ২৬ এপ্রিল, ২০২৪
আল নাসের
বনাম
আল ফায়হা এফসি
হয়নি সৌদি প্রো লীগ Sony LIV
আল নাসর খেলার সময়সূচি ২০২৪
নিচে ২০২৪ সালের মে মাসে আল নাসের সবকয়টি ম্যাচ সময়সূচি দেওয়া হয়েছে বাংলাদেশের সময় অনুযায়ী। এছাড়াও যেভাবে সরাসরি দেখা যাবে আল নাসের ম্যাচ সেই টিভি চ্যানেলের নামও উল্লেখ করা হলো।
তারিখ ম্যাচ সময় টর্নামেন্ট লাইভ
শুক্র, ৩ মে ২০২৪
আল খালিজ এফসি
বনাম
আল নাসের
হয়নি সৌদি প্রো লীগ Sony LIV
মঙ্গল , ৭ মে ২০২৪
আল নাসের
বনাম
WEH
হয়নি সৌদি প্রো লীগ Sony LIV
শুক্র, ১০ মে ২০২৪
আল-ওখদুদ ক্লাব
বনাম
আল নাসের
হয়নি সৌদি প্রো লীগ Sony LIV
শুক্র, ১৭ মে ২০২৪
আল নাসের
বনাম
আল হিলাল
হয়নি সৌদি প্রো লীগ Sony LIV
শুক্র, ২৪ মে ২০২৪
আল রিয়াদ এসসি
বনাম
আল নাসের
হয়নি সৌদি প্রো লীগ Sony LIV
মঙ্গল, ২৮ মে ২০২৪
আল নাসের
বনাম
আল ইত্তিহাদ
হয়নি সৌদি প্রো লীগ

আল নাসের খেলোয়াড় তালিকা ২০২৪

২০২৪ সালে ক্রিশ্চিয়ানোর দলের খেলোয়াড় তালিকা দেওয়া হলো। বর্তমানে আল নাসর দলটিতে সেরা জায়গায় অবস্থান করছে ক্রিশ্চিয়ানো ও সাদিও মান এছাড়াও আরও কিছু প্লেয়ার রয়েছে। খেলোয়াড়দের একেক করে লিস্ট নিচে দেওয়া হয়েছে।

আজিজ বেহিস, সুলতান আল-ঘানাম, মোহাম্মদ আল-ফাতিল, আবদুলেলাহ আল-আমরি, নাওয়াফ বুশাল, অ্যালেক্স টেলস, মোহাম্মদ কাসেম আল-নাখলি, আইমেরিক লাপোর্তে, আওয়াদ আমান, আবদুল আজিজ আল ফারাজ, ওয়ালিদ বিন হিবাহ, মারজুক তাম্বকতি, আলী লাজামি, আবদুলমাজিদ আল-সুলাইহিম, সামি আল-নাজেই, আবদুল্লাহ আল-খাইবারি, আলি আল-হাসান, আইমান ইয়াহিয়া, ওটাভিও, মুহাম্মদ সাহলোলি, খালেদ কামাল, আলহামুশ, আবদুল আজিজ সৌদ আল আলিওয়া, মার্সেলো ব্রোজোভিচ, অ্যান্ডারসন তালিসকা, ক্রিশ্চিয়ানো রোনালদো, সাদিও মান, মোহাম্মদ মারান, আব্দুল রহমান গারিব, মেশারি আল নেমার, ফাহাদ আল তালেব।

আল নাসের খেলা লাইভ দেখার উপায়

ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো বড় ধরনের তারকার পা রাখায় জমজমাট হয়েছে সৌদি প্রো লিগ। ইউরোপী লিগের পাশাপাশি বর্তমানে অবস্থান করছে সৌদি লিগ যদিও ক্রিশ্চিয়ানো রোনালদো ও বেনজিমার মতো খেলোয়াড় বলেছে ইউরোপ থেকে পিছনে নেয় এই ফুটবল টুনার্মেন্ট। আল নাসের আজকের খেলার সময় সূচি উপরে দেওয়া হ’য়েছে। এখন আমরা জানবো কিভাবে দেখা যাবে আল নাসের খেলা ২০২৪

Sony Liv অ্যাপসের মাধ্যমে সরাসরি লাইভ দেখা যাবে আল নাসের প্রত্যেকটা ম্যাচ এছাড়াও এই নামেই অনলাইন প্লাটফর্মে দেখা মিলবে রোনালদোর খেলা। এছাড়া সবজায়গা থেকে Fancod দিয়ে দেখা যাবে আল নাসের লাইভ ম্যাচ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

You cannot copy content of this page