Football News

ইন্টার মায়ামি বনাম আল নাসর সময়সূচি ২০২৪

ইন্টার মায়ামি বনাম আল নাসর সময়সূচি ২০২৪

নতুন বছরের প্রথম দিক থেকেই রিয়াদ সিজনের ম্যাচে মুখোমুখি হবে মেসি বনাম রোনালদো অর্থাৎ আল নাসর বনাম ইন্টার মায়ামি ২০২৪, ইন্টার মায়ামি vs আল নাসর খেলার সময়সূচি অনুযায়ী ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম তারিখে (১) মুখোমুখি হবে ক্লাবের দলগুলো।

ইন্টার মায়ামির ক্লাব ইতিহাসে প্রথম বারের মতো আন্তর্জাতিক ট্যুর ম্যাচ হবে ৪ টা। সেখানে সৌদি প্রো লিগ থেকে রিয়াদ সিজন কাপ থেকে ২ ম্যাচে মুখোমুখি হবে

ইন্টার মায়ামি বনাম আল নাসর সময়সূচি ২০২৪
ইন্টার মায়ামি বনাম আল নাসর সময়সূচি ২০২৪

মেসি দল ইন্টার মায়ামি। প্রি সিজনের ম্যাচে ২৯ জানুয়ারি আল হিলালের সঙ্গে খেলবে এরপর ১ ফেব্রুয়ারি ইন্টার মায়ামি বনাম আল নাসর এর ম্যাচ ২০২৪।

মেসি ও রোনালদো সঙ্গে হয়তোবা সময়ের পর সময় চলে যাবে কিন্তু কোনো তুলনা করা হবে না খেলোয়াড়কে, কারণ স্কোর কার্ডে এমন রেকর্ড করার মতো খেলোয়াড় হয়তো আর কোন সময় দেখা যাবে না ফুটবল ইতিহাসে। ক্রিস্তিয়ানো রোনালদো বর্তমানে সৌদির প্রো লিগে Al নাসর দলের হয়ে খেলছেন ও লিওনেল মেসি ইন্টার মায়ামির হয়ে খেলছেন।

এর আগে অনেক বার মেসি রোনালদোর ম্যাচ উপভোগ করেছে ভক্তরা, মেসি ও নেইমার জুনিয়র পিএসজিতে থাকা সময় শেষ বারের মতো আল নাসরের হয়ে খেলছেন ত্রিস্তিয়ানো রোনালদো। বর্তমানে ২০২৪ সালে মেসির দল বদলের সময় নতুন করে আল নাসর বনাম ইন্টার মায়ামি ২০২৪ দেখা।

ইন্টার মায়ামি বনাম আল নাসর 2024 সময়সূচি

বৃহস্পতিবার, ফেব্রুয়ারি 1 –
ইন্টার মিয়ামি বনাম আল-নাসর ক্লাব

ইন্টার মায়ামি ও আল নাসরের স্কোয়াড ২০২৪

ইন্টার মায়ামি খেলোয়াড় তালিকা ২০২৪

ড্রেক ক্যালেন্ডার, কার্লোস ডস সান্তোস, কোল জেনসেন, ডিঅ্যান্ড্রে ইয়েডলিন, ক্রিস্টোফার ম্যাকভি, টমাস অ্যাভিলেস, রায়ান সেলর, জর্ডি আলবা, হার্ভে নেভিল, একটি ফ্রে, সের্হি ক্রিভটসভ, কামাল মিলার, নোয়া অ্যালেন, ফ্রাঙ্কো নেগ্রি, টাইলার বোরাটিয়া হল, নোহ অ্যালেন , ডিক্সন অ্যারোইও, সার্জিও বুসকেটস, জিন মোটা, দিয়েগো গোমেজ, ফ্যাকুন্ডো ফারিয়াস, ভিক্টর উলোয়া, রবার্ট টেলর, গ্রেগোর, বেঞ্জামিন ক্রেমাসচি, ডেভিড রুইজ, লসন সান্ডারল্যান্ড, লিওনার্দো ক্যাম্পানা, লিওনেল মেসি, কোরেনটিন জিন, জোসেফ মার্টিন রবিন, স্টেডিয়াম, রবার্ট রবিনসন, এডিসন আজকোনা, লুকাস মিক, শ্যানিডার বোর্গেলিন, ক্যামেরন জনসো।

আল নাসর প্লেয়ার লিস্ট ২০২৪

সুলতান আল-ঘানাম, আবদুল্লাহ মাদু, মোহাম্মদ আল-ফাতিল, আবদুল্লাহ আল-আমরি, নাওয়াফ বোশাল, অ্যালেক্স টেলেস, মোহাম্মদ কাসেম আল-নাখলি, আইমেরিক লাপোর্তে, আবদুল আজিজ আল ফারাজ, ওয়ালিদ বিন হিবাহ, মারজুক তাম্বকতি, আলী আল লাজামি, সেকো ফোফানা , আবদুলমাজিদ আল-সুলাইহিম, সামি আল-নাজি, আবদুল্লাহ আল খাইবারি, আলী আল-হাসান, ডেভিড ওসপিনা, ওয়ালিদ আলী, রাগিদ নাজ্জার, মোহাম্মদ আল ওতাইবি, নাওয়াফ আলাকিদি, আয়মান আহমেদ, ওটাভিও, মুহাম্মদ সাহলোলি, আবদুল আজিজ সৌদ আল আলিওয়া, মার্সেলো ব্রোজোভিচ, অ্যান্ডারসন তালিসকা, ক্রিশ্চিয়ানো রোনালদো, সাদিও মানে, খালিদ আল-ঘানাম, মোহাম্মদ মারান, আব্দুল রহমান গারিব, মেশারি আল নেমার, ফাহাদ আল তালেব।

ইন্টার মায়ামি বনাম আল নাসর Live

আল নাসর বনাম ইন্টার মায়ামি এর লাইভ স্ট্রিম কোথায় দেখতে পাওয়া যাবে, মেসি ও রোনালদোর ভক্তরা এই ম্যাচের ভিউ কোনো ভাবেই মিস করতে চাইবে না। দুই ভাবে  Al Nassr বনাম Inter Miami match সরাসরি দেখা যাবে। টিভি চ্যানেলের মাধ্যমে ও অনলাইন প্লাটফর্মের মাধ্যমেও দেখা যাবে মেসি – রোনালদোর নৈপুণ্যে লড়াই।

আল নাসর বনাম ইন্টার মায়ামি খেলা ২০২৪ যেসব টিভি চ্যানেলে লাইভ দেখা যাবে তা নিচে উল্লেখ করা হলো।

Apple Tv, SSC TV, Sports 18 HD, FOX / fuboTV, DAZN, SportItalia, Sony Sports Network, Sport TV.

উপরে উল্লেখিত প্রত্যেকটি টিভি চ্যানেলের মাধ্যমে সরাসরি লাইভ সম্প্রচার করা হবে আল Nassr বনাম ইন্টার মায়ামির ম্যাচ।

অনলাইন প্লাটফর্ম দিয়ে যেভাবে লাইভ দেখা যাবে ইন্টার মায়ামি vs আল নাসরের ফুটবল ম্যাচ।

ক্লাব ফুটবলে নতুনত্ব কিছু বলতে গেলে ২০২৪ সালের মেসি রোনালদোর খেলার কথা বলতেই হয়। এই ম্যাচটা অনলাইন প্লাটফর্মের মাধ্যমে দেখা যাবে। অনলাইনের কিছু ওয়েবসাইট খেলাটা সরাসরি লাইভ দেখা যাবে,  Apple Tv, Fancode, Sportzfy app এর মাধ্যমে লাইভ দেখা যাবে অনলাইনের মাধ্যমে। এছাড়াও মোবাইলের মাধ্যমে  ইন্টার মায়ামি বনাম আল নাসরের খেলার লাইভ স্কোর দেখা যাবে তা দেওয়া হলো, ESPN, Football Live, Score Update, Google Sports Score, এইসব মাধ্যমে দেখা যাবে মেসির ইন্টার মায়ামি বনাম রোনালদোর আল নাসরের ম্যাচ লাইভ।

আল নাসর বনাম ইন্টার মায়ামি পরিসংখ্যান ২০২৪

মেসি ও রোনালদোর পরিসংখ্যানের কথা তো সকলেই জানেন। এখন আল নাসর বনাম ইন্টার মায়ামি খেলা পরিসংখ্যান দেখবো, লিগ প্রর্যায়ে এই দুই দল এর আগে কোনো সময় একেঅপরের সাথে মুখোমুখি হয়নি তাই সঠিকভাবে বলা যায় না তাদের পরিসংখ্যান কিন্তু নিজ দলের পয়েন্ট টেবিলের পরিসংখ্যান খেয়াল করলে দেখা যায় মেসির থেকে রোনালদো এগিয়ে আছে অর্থাৎ আল নাসর এগিয়ে আছে ইন্টার মায়ামির থেকে।

ইন্টার মায়ামি বনাম আল নাসের খেলার ফলাফল

১ ফেব্রুয়ারি ২০২৪ ইন্টার মায়ামি বনাম আল নাসরের ম্যাচ শেষে এখানে আপডেট দেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

You cannot copy content of this page