কোপা আমেরিকা চ্যাম্পিয়ন লিস্ট ও রানারআপ
কোপা আমেরিকা চ্যাম্পিয়ন লিস্ট ও রানারআপ
কোপা আমেরিকা চ্যাম্পিয়ন লিস্ট ও রানারআপ – কোপা আমেরিকা বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ দেখা ক্রীড়া প্রতিযোগিতা। কোপা আমেরিকা প্রত্যেক আসর অনুষ্ঠিত হলেই সকল ভক্ত-সমর্থকদের উল্লাস বেড়ে যায়। ১৯১৬ সাল থেকে শুরু হওয়া কোপা আমেরিকার চ্যাম্পিয়ন ইতিহাস সম্পর্কে জানতে চায়।
গ্রাম মহল্লার সাহেব মুরব্বিদের চা-য়ের ফাঁকে আবার কথা কাঠাকাঠি হয়ে যায় কোপা আমেরিকা ইতিহাস নিয়ে। তাই ফুটবল প্রেমিরা যেনো সঠিক ভাবে কোপা আমেরিকার প্রথম আসর থেকে শেষ আসর পর্যন্ত প্রত্যেকটা ইতিহাস সম্পর্কে সঠিক ভাবে জানতে পারে তাই আজ কোপা আমেরিকা চ্যাম্পিয়ন লিস্ট বা কোপা আমেরিকা কে কতবার নিয়েছে তা জানাবো এই পোষ্টে।
কোপা আমেরিকা কবে থেকে শুরু হয়
১৯১৬ সালে কোপা আমেরিকা ফুটবল টুনার্মেন্টের প্রথম আসর শুরু হয়, সেই আসরে এই প্রতিযোগিতার নাম ছিল আমেরিকান চ্যাম্পিয়নশিপ পরবর্তীতে ১৯৭৫ সালে কোপা আমেরিকা নামে এর নামকরণ করা হয় যা বর্তমানে অব্যাহত রয়েছে।
কোপা আমেরিকা চ্যাম্পিয়ন লিস্ট ও রানারআপ
কোপা আমেরিকা কে কতবার নিয়েছে তা নিচে বিস্তারিত দেওয়া হলো:
নোটঃ আসর বলতে প্রত্যেকটা টুনার্মেন্ট সংখ্যাে বুঝায়। সাল হলো যে সালে কোপা আমেরিকা অনুষ্ঠিত হয়েছে এবং আয়োজক দেশ ও সেরা খেলোয়াড় চ্যাম্পিয়ন দল ও রানারআপ তালিকা প্রকাশ করা হয়েছে।
আসর | সাল | আয়োজক | সেরা খেলোয়াড় | চ্যাম্পিয়ন | রানারআপ |
৪৭ | ২০২১ | ব্রাজিল | লিওনেল মেসি | আর্জেন্টিনা | ব্রাজিল |
৪৬ | ২০১৯ | ব্রাজিল | দানি আলভেস | ব্রাজিল | পেরু |
৪৫ | ২০১৬ | যুক্তরাষ্ট্র | অ্যালেক্সিস সানচেজ | চিলি | আর্জেন্টিনা |
৪৪ | ২০১৫ | চিলি | লিওনেল মেসি | চিলি | আর্জেন্টিনা |
৪৩ | ২০১১ | আর্জেন্টিনা | লুইস সুয়ারেজ | উরুগুয়ে | প্যারাগুয়ে |
৪২ | ২০০৭ | ভেনেজুয়েলা | রবিনহো | ব্রাজিল | আর্জেন্টিনা |
৪১ | ২০০৪ | পেরু | আদ্রিয়ানো | ব্রাজিল | আর্জেন্টিনা |
৪০ | ২০০১ | কলম্বিয়া | আমাদো গুয়েভারা | কলম্বিয়া | মেক্সিকো |
৩৯ | ১৯৯৯ | প্যারাগুয়ে | রিভালদো | ব্রাজিল | উরুগুয়ে |
৩৮ | ১৯৯৭ | বলিভিয়া | রোনালদো | ব্রাজিল | বলিভিয়া |
৩৭ | ১৯৯৫ | উরুগুয়ে | এনজো ফ্রান্সস্কোলি | উরুগুয়ে | ব্রাজিল |
৩৬ | ১৯৯৩ | ইকুয়েডর | সার্জিও গয়কোচিয়া | আর্জেন্টিনা | মেক্সিকো |
৩৫ | ১৯৯১ | চিলি | লিওনার্দো রদ্রিগেজ | আর্জেন্টিনা | ব্রাজিল |
৩৪ | ১৯৮৯ | ব্রাজিল | রুবেন সোসা | ব্রাজিল | উরুগুয়ে |
৩৩ | ১৯৮৭ | আর্জেন্টিনা | কার্লোস ভালদেরামা | উরুগুয়ে | চিলি |
৩২ | ১৯৮৩ | কোন নির্দিষ্ট হোস্ট নয় | এনজো ফ্রান্সস্কোলি | উরুগুয়ে | ব্রাজিল |
৩১ | ১৯৭৯ | কোন নির্দিষ্ট হোস্ট নয় | কার্লোস ক্যাজেলি | প্যারাগুয়ে | চিলি |
৩০ | ১৯৭৫ | কোন নির্দিষ্ট হোস্ট নয় | তেওফিলো কিউবিলাস | পেরু | কলম্বিয়া |
২৯ | ১৯৬৭ | উরুগুয়ে | পেদ্রো রোচা | উরুগুয়ে | আর্জেন্টিনা |
২৮ | ১৯৬৩ | বলিভিয়া | রামিরো ব্লাকুট | বলিভিয়া | প্যারাগুয়ে |
২৭ | ১৯৫৯ | আর্জেন্টিনা | পেলে | উরুগুয়ে | আর্জেন্টিনা |
২৬ | ১৯৫৯ | ইকুয়েডর | অ্যালসিডস সিলভেরা | আর্জেন্টিনা | ব্রাজিল |
২৫ | ১৯৫৭ | পেরু | ওমর সিভোরি | আর্জেন্টিনা | ব্রাজিল |
২৪ | ১৯৫৬ | উরুগুয়ে | অস্কার মিগেজ | উরুগুয়ে | চিলি |
২৩ | ১৯৫৫ | চিলি | এনরিক হরমাজাবাল | আর্জেন্টিনা | চিলি |
২২ | ১৯৫৩ | পেরু | হেরিবার্তো হেরেরা | প্যারাগুয়ে | ব্রাজিল |
২১ | ১৯৪৯ | ব্রাজিল | অ্যাডমির | ব্রাজিল | প্যারাগুয়ে |
২০ | ১৯৪৭ | ইকুয়েডর | হোসে ম্যানুয়েল মোরেনো | আর্জেন্টিনা | প্যারাগুয়ে |
১৯ | ১৯৪৬ | আর্জেন্টিনা | অ্যাডলফো পেডেরনেরা | আর্জেন্টিনা | ব্রাজিল |
১৮ | ১৯৪৫ | চিলি | ডমিঙ্গোস দা গুইয়া | আর্জেন্টিনা | ব্রাজিল |
১৭ | ১৯৪২ | উরুগুয়ে | ওবদুলিও ভারেলা | উরুগুয়ে | আর্জেন্টিনা |
১৬ | ১৯৪১ | চিলি | সার্জিও লিভিংস্টোন | আর্জেন্টিনা | উরুগুয়ে |
১৫ | ১৯৩৯ | পেরু | তেওডোরো ফার্নান্দেজ | পেরু | উরুগুয়ে |
১৪ | ১৯৩৭ | আর্জেন্টিনা | ভিসেন্তে দে লা মাতা | আর্জেন্টিনা | ব্রাজিল |
১৩ | ১৯৩৫ | পেরু | হোসে নাসাজি | উরুগুয়ে | আর্জেন্টিনা |
১২ | ১৯২৯ | আর্জেন্টিনা | ম্যানুয়েল ফেরেইরা | আর্জেন্টিনা | প্যারাগুয়ে |
১১ | ১৯২৭ | পেরু | ম্যানুয়েল সিওনে | আর্জেন্টিনা | উরুগুয়ে |
১০ | ১৯২৬ | চিলি | হোসে লিয়েন্দ্রো আন্দ্রে | উরুগুয়ে | আর্জেন্টিনা |
৯ | ১৯২৫ | আর্জেন্টিনা | ম্যানুয়েল সিওনে | আর্জেন্টিনা | ব্রাজিল |
৮ | ১৯২৪ | উরুগুয়ে | পেড্রো পেট্রোন | উরুগুয়ে | আর্জেন্টিনা |
৭ | ১৯২৩ | উরুগুয়ে | হোসে নাসাজি | উরুগুয়ে | আর্জেন্টিনা |
৬ | ১৯২২ | ব্রাজিল | আগোস্টিনহো ফোর্টেস ফিলহো | ব্রাজিল | প্যারাগুয়ে |
৫ | ১৯২১ | আর্জেন্টিনা | আমেরিকান তেসোরির | আর্জেন্টিনা | ব্রাজিল |
৪ | ১৯২০ | চিলি | হোসে পিন্দিবেন | উরুগুয়ে | আর্জেন্টিনা |
৩ | ১৯১৯ | ব্রাজিল | আর্থার ফ্রিডেনরিচ | ব্রাজিল | উরুগুয়ে |
২ | ১৯১৭ | উরুগুয়ে | হেক্টর স্কারোন | উরুগুয়ে | আর্জেন্টিনা |
১ | ১৯১৬ | আর্জেন্টিনা | ইসাবেলিনো গ্র্যাডিন | উরুগুয়ে | আর্জেন্টিনা |
কোপা আমেরিকা চ্যাম্পিয়ন কে কত বার
কোপা আমেরিকা চ্যাম্পিয়ন লিস্ট ও রানারআপ তালিকা প্রকাশ করা হয়েছে উপরে, ১৯১৬ সাল থেকে অনুষ্ঠিত হওয়া কোপা আমেরিকা এই পর্যন্ত ৪৭টি আসর অনুষ্ঠিত হয়েছে। Copa America প্রত্যেকটা আসর মিলে ৮টি দল কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ও রানারআপ হয়েছে, সেখানে কোপা আমেরিকাতে সবচেয়ে বেশি বার ট্রফি জিতেছে আর্জেন্টিনা ও উরুগুয়ে যা ১৫ বার করে। দ্বিতীয় সর্বোচ্চ কোপা আমেরিকা চ্যাম্পিয়ন লিস্টে রয়েছে ব্রাজিল তারা ৯বার ট্রফি জিতেছে কোপা আমেরিকার। এছাড়াও প্যারাগুয়ে, চিলি ও পেরু ২টি করে এবং কলম্বিয়া ও বলিভিয়া ১টি করে শিরোপা জয়লাভ করেছে।
কোপ আমেরিকা নিয়ে MCQ
কোপা আমেরিকা প্রথম বার কত সাথে অনুষ্ঠিত হয়?
উঃ ১৯১৬ সালে।
ব্রাজিল কতবার কোপা আমেরিকা জিতেছে?
উঃ ৯ বার।
আর্জেন্টিনা কতবার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছে?
উঃ ১৫ বার।
কোপা আমেরিকা সবচেয়ে বেশি বার ট্রফি কোন দল নিয়েছে?
উঃ আর্জেন্টিনা ও উরুগুয়ে (১৫ বার)।
লিওনেল মেসি কতবার কোপা আমেরিকার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে?
উঃ ২ বার।
বর্তমানে কোপা আমেরিকা কত বছর পরপর আয়োজন করা হয়?
উঃ ৪ বছর পরপর।