2024 সালে কে কোন গ্রুপে কোপা আমেরিকায়
2024 সালে কে কোন গ্রুপে কোপা আমেরিকায়
দেখতে দেখতে আবারও চার বছর পর শুরু হতে যাচ্ছে কোপা আমেরিকা ২০২৪। 2024 সালে কোপা আমেরিকা চ্যাম্পিয়নশিপ টুনার্মেন্টের ৪৮ তম আসর আয়োজন করা হবে। কোপা আমেরিকা ২০২৪ সময়সূচি প্রকাশিত হওয়ার পরে দেখা যায় বাংলাদেশের সময়সূচি অনুযায়ী আগামী ২১ জুন শুরু হবে Copa America 2024. পুরো মাস ঝুড়ে খেলে দলগুলোর মধ্যে জুলাই মাসে ১৫ তারিখ ফাইনাল অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার।
ইতিমধ্যেই দলগুলো নিজেদের প্রস্তুুতি শুরু করেছে সামনের টুনার্মেন্টের জন্য। এছাড়া কোপা আমেরিকা ২০২৪ গ্রুপ প্রকাশ করেছে আমেরিকান চ্যাম্পিয়ন টুনার্মেন্টের নিয়ন্ত্রণ সংস্থা। কোপা আমেরিকা ২০২৪ সালের আসরে মোট ১৬টা দল অংশগ্রহণ করবে। কর্নেবল থেকে ১০ টা দল খেলবে কোপা আমেরিকায় বাকি ৬ টা দল CONCACAF বাছাইপর্বের মাধ্যমে আসবে।
২০২৪ সালে কোপা আমেরিকা কবে শুরু হবে ও কোথায় হবে তা ও জানা গিয়েছে, কোপা আমেরিকা ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। কোপার বর্তমান চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা তারাও প্রস্তুত হচ্ছে নতুন মৌসুমে পূনরায় চ্যাম্পিয়ন হতে।
কোপা আমেরিকা ২০২৪ কে কোন গ্রুপে?
কোপা আমেরিকার নতুন মৌসুমের জন্য ড্র হওয়ার পর থেকে প্রত্যেকটা মানুষের জানার ইচ্ছে কোন দল কোন গ্রুপে পড়েছে, কোপা আমেরিকার কোন গ্রুপ বেশি শক্তিশালি ও কোন গ্রুপকে হালকা ভাবে নিচ্ছে নিটিজেনসরা। তাই নিচে বিস্তারিত আলোচনা করা হলো কোপা আমেরিকা ২০২৪ গ্রুপ ও দলগুলোর শক্তিমত্তা নিয়ে।
কোপা আমেরিকায় ১৬টা দল অংশগ্রহণ করবে যেখানে দলগুলোকে ৪টা গ্রুপে বিভক্ত করা হ’য়েছে (গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি ও গ্রুপ ডি । বরাবরের মতোই এবারেও ব্রাজিল ও আর্জেন্টিনা আলাদা গ্রুপে পড়েছে। প্রথম রাউন্ডের ম্যাচে দুই দলকে একসঙ্গে দেখা নাও যেতে পারে কিন্তু পরবর্তীতে আবার একে অপরের সঙ্গে লড়াই করতে পারে দলগুলো।
২০২৪ কোপা আমেরিকা গ্রুপ (এ) দল
৪৮ তম কোপা আমেরিকায় গ্রুপ এ দলে থাকবে বর্তমান চ্যাম্পিয়ন টিম লিওনেল মেসির দল আর্জেন্টিনা। ব্রাজিলে অনুষ্ঠিত পূর্বের মৌসুমের শিরোপাজয়ী দলটা আগের থেকে আরও ভালো পারফরম্যান্স করা শুরু করে দিয়েছে। মেসির) এ) গ্রুপে আরও আছে পেরু, চিলি ও আরেকটা দল নিজেদের শক্তিমত্তা দিয়ে লিস্টে নাম লেখাবে। কোপা আমেরিকার চ্যাম্পিয়ন দলকে নিয়ে ভালো শক্তিশালী গ্রুপ হিসাবে গণ্য করা হচ্ছে ইতিমধ্যে বাকিটা ম্যাচের শুরুতেই দেখা যাবে।
আর্জেন্টিনা, পেরু, চিলি ও হয়নি
২০২৪ কোপা আমেরিকা গ্রুপ (বি) দল
কোপা আমেরিকা ২০২৪ এর জন্যে গ্রুপ বি একেবারে তৈরি। যেখানে রয়েছে জামাইকা, ভেনেজুয়েলা, ইকুয়েডর ও মেক্সিকো। গ্রুপ বি’তে থাকা মেক্সিকো ও ইকুয়েডরকে কোনো ভাবেই ছোট করে দেখা যাবে না। ফুটবল মাঠে যেকোনো দল পুরো ম্যাচের দৃশ্য পাল্টে দিতে পারে মাত্র ৫ মিনিট সময়ের মধ্যে। প্রত্যেকটা দলের পাশাপাশি কিছুটা কম পারফরম্যান্স করা দলটাও কোপা আমেরিকায় ট্রফি জিততে পারে এটায় স্বাভাবিক। তাই খেলার ফলাফল না দেখে দলকে ছোট্ট করা যাবে না।
জামাইকা, ভেনেজুয়েলা, ইকুয়েডর ও মেক্সিকো।
২০২৪ কোপা আমেরিকা গ্রুপ (সি) দল
বি গ্রুপের মতোই সম্পন্ন রেডি আছে গ্রুপ সি। ২০২৪ সালে কোপা আমেরিকাতে সবচেয়ে বেশি শক্তিশালি গ্রুপ হল সি, যেখানে রয়েছে কোপা আমেরিকায় সবচেয়ে বেশি বার চ্যাম্পিয়ন হওয়া উরুগুয়ে মতো দল। যুক্তরাষ্ট্র, বলিভিয়া ও পানামা। যুক্তরাষ্ট্র নিজেদের মাটিতে হওয়া কোপা আমেরিকা আসরে ভালো পারফরম্যান্স করবে এটা স্বাভাবিক কারণ নিজেদের হোম গ্রাউন্ডে একটু বারতি সুযোগ সুবিধা পাবে এটায় স্বাভাবিক।
যুক্তরাষ্ট্র, বলিভিয়া, উরুগুয়ে ও পানামা।
২০২৪ কোপা আমেরিকা গ্রুপ (ডি) দল
কোপা আমেরিকা ২০২৪ সালে গ্রুপ ডি ‘তে অবস্থান করছে দ্বিতীয় সবচেয়ে বেশি বার কোপা আমেরিকা জিতা দল ব্রাজিল। তাদের সাথে আরও রয়েছে কলম্বিয়া, পেরাগুয়ে। চারটি দলের তালিকায় একটু একটি দল কোয়ালিফাই করে নাই এই ফুটবল টুর্নামেন্টের জন্য। আরেকটা দল এই গ্রুপে আসলে বলা যাবে কতটা ভয়াবহ হবে গ্রুপটা। অন্য দিকে ব্রাজিলে পূর্বের আসরে হেরে ও কাতার ফুটবল বিশ্বকাপ হেরে ফিফা রেংকিংয়ের শীর্ষ থেকে নিচে চলে গেছে। অন্য ফুটবল দলগুলো যেমন শক্তিশালী হয়ে উঠছে ঠিক তেমনি ব্রাজিল পিছিয়ে পড়ছে। কোপা আমেরিকায় ভালো করতে হলে এখনি তার প্রস্তুতি শুরু করতে হবে দলটাকে।
ব্রাজিল, কলম্বিয়া, পেরাগুয়ে ও হয়নি আরেকটা দল কোয়ালিফাই
২০২৪ সালে কোপা আমেরিকার গ্রুপ দল নিয়ে উপরে বিস্তারিত আলোচনা করা হলো। ম্যাচ শুরু ও শেষ হওয়ার আগে পর্যন্ত সঠিকভাবে বলা যাবে কোন দল বেশি শক্তি শালী। তাই পুরো ম্যাচ দেখে সঠিকটা বিবেচনা কর হবে।
নোট: এখানে দেওয়া প্রত্যেকটা গ্রুপ পরিবর্তন হতে পারে টুনার্মেন্ট নিয়ন্ত্রণ ধারা।