টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ সময় সূচি
টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ সময় সূচি
টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ সময় সূচি, গ্রুপ, দল, ভেন্যু সম্পর্কে জানার আগ্রহ সবার। কারণ টি টোয়েন্টি বিশ্বকাপ হলো ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাটের জমজমাট আসর। টি টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে সবার আগ্রহ তৈরি হয়। কারণ টি টোয়েন্টি বিশ্বকাপে টি টোয়েন্টি মারমার কাটকাট খেলা উপভোগ করা যায়। T20 World Cup এর যাত্রা শুরু হয় ২০০৭ সালে ২০০৭ টি টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ান হয়েছিল ভারত। তারপর থেকে এখনো পর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপের ৮ আসর খেলা হয়েছে। তবে আজ আমরা আলোচনা করব টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর ২০২৪ টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে।
আপনারা সবাই জানেন টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর ২০২৪ সালে অনুষ্ঠিত হবে। ২০২৪ টি টোয়েন্টি বিশ্বকাপকে হবে যে কোন ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসের সেরা ক্রিকেট বিশ্বকাপ। চলুন তাহলে টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ সময় সূচি বিস্তারিত জেনে নেয়া যাক।
২০২৪ ক্রিকেট বিশ্বকাপ কোথায় হবে
2024 T20 Cricket world cup ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মাঠিতে অনুষ্ঠিত হবে। টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি দলের অংশগ্রহণে আয়োজিত হবে ২০২৪ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ। টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে মোট ২০ টি দল অংশগ্রহণ করবে।
টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪
টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর ২০২৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাঠে অনুষ্ঠিত হবে। এরিমধ্যে আয়োজক দেশ এবং নিয়ন্ত্রণকারী সংস্থা আইসিসি ২০২৪ টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজনের সকল প্রস্তুতি গ্রহণ করেছে। চলুন একনজরে টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক।
সময়সূচি | ১ – ২৯ জুন ২০২৪ |
---|---|
নিয়ন্ত্রণকারী সংস্থা | আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল |
খেলার ধরণ | টি টোয়েন্টি |
টুর্নামেন্ট ফরম্যাট | গ্রুপ পর্ব ও নকআউট |
আয়োজক |
|
দল | ২০ টি |
ম্যাচ | ৫৫ টি |
অফিশিয়াল ওয়েবসাইট | t20worldcup |
টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ ভেন্যু
টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর ভেন্যু হিসেবে দুইটি দেশের বিভিন্ন স্টেডিয়ামকে সিলেক্ট করা হয়েছে। চলুন জেনে নেয়া যাক আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর ভেন্যু সম্পর্কে।
আপনারা সবাই জাননে ২০২৪ টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করবে দুই দেশ। দেশগুলো হলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের মোট ৫ টি ভেন্যুতে T20 World cup 2024 এর ম্যাচ অনুষ্ঠিত হবে। নিচে T20 world cup 2024 venue ওয়েস্ট ইন্ডিজের তালিকা দেওয়া হলো,
- স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম
- কেনসিংটন ওভাল
- উইন্ডসর পার্ক
- প্রোভিডেন্স স্টেডিয়াম
- ড্যারেন স্যামি ক্রিকেট গ্রাউন্ড
- আর্নোস ভ্যালে স্টেডিয়াম
- ব্রায়ান লারা ক্রিকেট একাডেমি
তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু ভেন্যুতে টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ আসরের বেশকিছু ম্যাচ অনুষ্ঠিত হবে। নিচে যুক্তরাষ্ট্রের ভেন্যু গুলোর তালিকা দেওয়া হলো,
- গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম
- সেন্ট্রাল ব্রোওয়ার্ড পার্ক
- আইজেনহাওয়ার পার্ক স্টেডিয়াম
মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ মিলে মোট ১০ টি স্টেডিয়ামে টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হইবে।
টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ দল
টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ২০২৪ সালে অনুষ্ঠিত হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ আসরে সবচেয়ে বেশি দল অংশগ্রহণ করবে। ২০ টি দলকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাঠিতে আয়োজিত হবে বিশ্বকাপ।
এরমধ্যে টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এ অংশগ্রহণ করা সবগুলো দলের তালিকা প্রাকশ করেছে আইসিসি। এই তালিকায় বিশ্লেষণ করলে দেখা যায় টি টোয়েন্টি র্যাংকিংয়ে এগিয়ে থাকা ১-১০ টি দল সরাসরি অংশগ্রহণ করছে টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ আসরে। তাছাড়া বাছাইপর্ব খেলে আমেরিকা অঞ্চল থেকে ১ টি, এশিয়া থেকে ২ টি, পশ্চিম এশিয়া অঞ্চল থেকে ১ টি, ইউরোপ থেকে ২ টি, আফ্রিকা থেকে ২ টি এবং স্বাগতিক হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ অংশগ্রহণ করবে। নিচে টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করা ২০ দলের তালিকা দেওয়া হলো,
টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ অংশগ্রহণ করা দল: মার্কিন যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, আফগানিস্তান, কানাডা, ওমান, পাপুয়া নিউ গুনিয়া, আয়ারল্যান্ড, স্কোয়াডল্যান্ড, নামিবিয়া ও উগান্ডা।
এই ২০ দলকে নিয়ে আয়োজিত হবে T20 World cup 2024।
টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ গ্রুপ
টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ উপলক্ষে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করা ২০ টি দলকে ৪ টি গ্রুপে ভাগ করা হয়েছে। যেখানে বাংলাদেশ গ্রুপ ডি তে রয়েছে। নিচে টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এ অংশগ্রহণ করা দলগুলোর গ্রুপিং দেওয়া হলো,
Group A: ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র।
Group B: ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমান।
Group C: নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা ও পাপুয়া নিউগিনি।
Group D: দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেদারল্যান্ডস ও নেপাল।
২০২৪ টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ স্টেজ ফরম্যাট এই নিয়মে আয়োজিত হবে।
টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ সময় সূচি
টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ আসর আইসিসির প্রকাশিত সময় সূচি অনুযায়ী আগামী ১ জুন ২০২৪ থেকে ২৯ জুন ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত হবে। টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ আসরে ২০ টি দল মোট ৫৫ টি ম্যাচ খেলবে। নিচে টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর পূর্ণাঙ্গ সময়সূচি দেওয়া হলো,
তারিখ | ম্যাচ | স্থান |
শনিবার, ১ জুন ২০২৪ | মার্কিন যুক্তরাষ্ট্র বনাম কানাডা | ডালাস |
রবিবার, ২ জুন ২০২৪ | ওয়েস্ট ইন্ডিজ বনাম পাপুয়া নিউ গিনি | গায়ানা |
রবিবার, ২ জুন ২০২৪ | নামিবিয়া বনাম ওমান | বার্বাডোস |
সোমবার, ৩ জুন ২০২৪ | শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা | নিউ ইয়র্ক |
সোমবার, ৩ জুন ২০২৪ | আফগানিস্তান বনাম উগান্ডা | গায়ানা |
মঙ্গলবার, ৪ জুন ২০২৪ | ইংল্যান্ড বনাম স্কটল্যান্ড | বার্বাডোস |
মঙ্গলবার, ৪ জুন ২০২৪ | নেদারল্যান্ড বনাম নেপাল | ডালাস |
বুধবার, ৫ জুন ২০২৪ | ভারত বনাম আয়ারল্যান্ড | নিউ ইয়র্ক |
বুধবার, ৫ জুন ২০২৪ | পাপুয়া নিউ গিনি বনাম উগান্ডা | গায়ানা |
বুধবার, ৫ জুন ২০২৪ | অস্ট্রেলিয়া বনাম ওমান | বার্বাডোস |
বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪ | মার্কিন যুক্তরাষ্ট্র বনাম পাকিস্তান | ডালাস |
বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪ | নামিবিয়া বনাম স্কটল্যান্ড | বার্বাডোস |
শুক্রবার, ৬ জুন ২০২৪ | কানাডা বনাম আয়ারল্যান্ড | নিউ ইয়র্ক |
শুক্রবার, ৬ জুন ২০২৪ | নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান | গায়ানা |
শুক্রবার, ৬ জুন ২০২৪ | শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ | ডালাস |
শনিবার, ৮ জুন ২০২৪ | নেদারল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা | নিউ ইয়র্ক |
শনিবার, ৮ জুন ২০২৪ | অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড | বার্বাডোস |
শনিবার, ৮ জুন ২০২৪ | ওয়েস্ট ইন্ডিজ বনাম উগান্ডা | গায়ানা |
রবিবার, ৯ জুন ২০২৪ | ভারত বনাম পাকিস্তান | নিউ ইয়র্ক |
রবিবার, ৯ জুন ২০২৪ | ওমান বনাম স্কটল্যান্ড | অ্যান্টিগুয়া |
সোমবার, ১০ জুন ২০২৪ | দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ | নিউ ইয়র্ক |
মঙ্গলবার, ১১ জুন ২০২৪ | পাকিস্তান বনাম কানাডা | নিউ ইয়র্ক |
মঙ্গলবার, ১১ জুন ২০২৪ | শ্রীলঙ্কা বনাম নেপাল | ফ্লোরিডা |
মঙ্গলবার, ১১ জুন ২০২৪ | অস্ট্রেলিয়া বনাম নামিবিয়া | অ্যান্টিগুয়া |
বুধবার, ১২ জুন ২০২৪ | মার্কিন যুক্তরাষ্ট্র বনাম ভারত | নিউ ইয়র্ক |
বুধবার, ১২ জুন ২০২৪ | ওয়েস্ট ইন্ডিজ বনাম নিউজিল্যান্ড | ত্রিনিদাদ |
বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪ | ইংল্যান্ড বনাম ওমান | অ্যান্টিগুয়া |
বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪ | বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস | সেন্ট ভিনসেন্ট |
বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪ | আফগানিস্তান বনাম পাপুয়া নিউ গিনি | ত্রিনিদাদ |
শুক্রবার, ১৪ জুন ২০২৪ | মার্কিন যুক্তরাষ্ট্র বনাম আয়ারল্যান্ড | ফ্লোরিডা |
শুক্রবার, ১৪ জুন ২০২৪ | দক্ষিণ আফ্রিকা বনাম নেপাল | সেন্ট ভিনসেন্ট |
শুক্রবার, ১৪ জুন ২০২৪ | নিউজিল্যান্ড বনাম উগান্ডা | ত্রিনিদাদ |
শনিবার, ১৫ জুন ২০২৪ | ভারত বনাম কানাডা | ফ্লোরিডা |
শনিবার, ১৫ জুন ২০২৪ | নামিবিয়া বনাম ইংল্যান্ড | অ্যান্টিগুয়া |
শনিবার, ১৫ জুন ২০২৪ | অস্ট্রেলিয়া বনাম স্কটল্যান্ড | সেন্ট লুসিয়া |
রবিবার, ১৬ জুন ২০২৪ | পাকিস্তান বনাম আয়ারল্যান্ড | ফ্লোরিডা |
রবিবার, ১৬ জুন ২০২৪ | বাংলাদেশ বনাম নেপাল | সেন্ট ভিনসেন্ট |
রবিবার, ১৬ জুন ২০২৪ | শ্রীলঙ্কা বনাম নেদারল্যান্ডস | সেন্ট লুসিয়া |
সোমবার, ১৭ জুন ২০২৪ | নিউজিল্যান্ড বনাম পাপুয়া নিউ গিনি | ত্রিনিদাদ |
সোমবার, ১৭ জুন ২০২৪ | ওয়েস্ট ইন্ডিজ বনাম আফগানিস্তান | সেন্ট লুসিয়া |
বুধবার, ১৯ জুন ২০২৪ | এ২ বনাম ডি১ | অ্যান্টিগুয়া |
বুধবার, ১৯ জুন ২০২৪ | বি১ বনাম সি২ | সেন্ট লুসিয়া |
বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪ | সি১ বনাম এ১ | বার্বাডোস |
বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪ | বি২ বনাম ডি২ | অ্যান্টিগুয়া |
শুক্রবার, ২১ জুন ২০২৪ | বি১ বনাম ডি১ | সেন্ট লুসিয়া |
শুক্রবার, ২১ জুন ২০২৪ | এ২ বনাম বি২ | বার্বাডোস |
শনিবার, ২২ জুন ২০২৪ | এ১ বনাম ডি২ | অ্যান্টিগুয়া |
শনিবার, ২২ জুন ২০২৪ | সি১ বনাম বি১ | সেন্ট ভিনসেন্ট |
রবিবার, ২৩ জুন ২০২৪ | এ২ বনাম বি১ | বার্বাডোস |
রবিবার, ২৩ জুন ২০২৪ | সি২ বনাম ডি১ | অ্যান্টিগুয়া |
সোমবার, ২৪ জুন ২০২৪ | বি২ বনাম এ১ | সেন্ট লুসিয়া |
সোমবার, ২৪ জুন ২০২৪ | সি১ বনাম ডি১ | সেন্ট ভিনসেন্ট |
বুধবার, ২৬ জুন ২০২৪ | সেমিফাইনাল১ | গুয়েনা |
বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪ | সেমিফাইনাল২ | ত্রিনেদাদ |
শনিবার, ২৯ জুন ২০২৪ | ফাইনাল | বার্বাডোস |
বি:দ্র: পরবর্তীতে সময় বাংলাদেশ অনুযায়ী যুক্ত করা হবে।
টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ টুর্নামেন্ট ফরম্যাট
আপনারা অনেকেই জানতে চান টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ টুর্নামেন্ট কোন ফরম্যাটে অনুষ্ঠিত হবে। তাহলে চলুন জেনে নেয়া যাক এই সম্পর্কে। মূলত টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ টুর্নামেন্ট নকআউট ও গ্রুপ ফরম্যাটে আয়োজিত হবে। তবে এখনো পর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর দলগুলো নিয়ে কোন ধরণের গ্রুপ ড্র হয়নি। ড্র অনুষ্ঠিত হলে টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর গ্রুপ সম্পর্কে বিস্তারিত তথ্য আপডেট করা হবে।