দুরন্ত ঢাকা বনাম সিলেট স্ট্রাইকার হেড টু হেড পরিসংখ্যান ২০২৪
দুরন্ত ঢাকা বনাম সিলেট স্ট্রাইকার হেড টু হেড পরিসংখ্যান ২০২৪
২০২৪ সালে বিপিএল ক্রিকেট টুনার্মেন্টের ১০ম আসরে আগামী ৭ ফেব্রুুয়ারি দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে খেলতে নামবে দুরন্ত ঢাকা বনাম সিলেট স্ট্রাইকার্স। ঢাকা বনাম সিলেটর মধ্যকার ক্রিকেট ম্যাচটি শুরু হবে রাত ৬টা ৩০ মিনিটে।
দুরন্ত ঢাকা বনাম সিলেট স্ট্রাইকার সময়সূচি ২০২৪
খেলা | দুরন্ত ঢাকা বনাম সিলেট স্ট্রাইকার, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৪ (BPL2024) |
ভেন্যূ | স্টেডিয়াম: শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম |
তারিখ ও সময়সূচি | বুধবার, ৭ ফেব্রুয়ারি – রাত: ৬ টা ৩০ সময় (বাংলাদেশ সময়) |
বিপিএল ২০২৪ সরাসরি লাইভ দেখা যাবে | FanCode app or website |
বিপিএল ২০২৪ সংস্থারনে প্রত্যেকটি দলের মতো দুরন্ত ঢাকা ও সিলেট স্ট্রাইর্কাসও নিজেদের চ্যাম্পিয়ন হিসাবে তুলে ধরতে এসেছে এবারের আসরের। তাইতো বাংলাদেশ প্রিমিয়ার লিগের দশম আসরে ২৪ তম ম্যাচে দ্বিতীয় বারের মতো একে অপরের বিরুদ্ধে লড়াই করবে সিলেট স্ট্রাইকার্স vs দুরন্ত ঢাকা। ম্যাচটি অনুষ্ঠিত করা হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
দুরন্ত ঢাকা বনাম সিলেট স্ট্রাইকার হেড টু হেড পরিসংখ্যান ২০২৪
ম্যাচ সংখ্যা | ০১ |
দুরন্ত ঢাকা জয় | ০০ |
সিলেট স্ট্রাইকার জয় পায়। | ০১ |
সিলেট ও ঢাকা ২০২৪ আসরে বিপিএলে এর আগে একবার একে অপরের সঙ্গে লড়াই করার সুযোগ পেয়েছে এই দুই দল। ২ ফেব্রুয়ারী সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় দুরন্ত ঢাকা ও সিলেট স্ট্রাইকার্স। ঢাকা টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। আর এটাই যেনো তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। সিলেট আগে ব্যাটিং করতে নেমে উইকেট হারালেও প্যাটেল ও দলের অধিনায়কের ( মিঠুন) দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্সে ২০ ওভারের ৮ উইকেটের বিনিময়ে ১৪২ রানে টার্গেট দেয় তাদের।
সিলেট স্ট্রাইকারের ১৪২ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে চন্দ্র ছাড়া হয়ে পরে দুরন্ত ঢাকা। প্রথম উইকেট থেকে শুরু করে নবম উইকেট পর্যন্ত ব্যাটিং করে ২০ ওভারের ১২৭ রান সংগ্রহ করে ঢাকা। তাইতো সিলেট স্ট্রাইকার্স ঢাকার সাথে মাত্র ১৫ রানে জয় পায়। দুইদলের পুরো ম্যাচ জুড়েই ছিল হতাশ করা উইকেট। কমবেশি দুইদলের স্কোর প্রায় সমানেই বলা চলে। তবুও স্কোর কার্ড দিয়ে এগিয়ে রয়েছে সিলেট স্টাইকার্স।
প্রথম ম্যাচে সিলেট দেখা হলেও আসরে দ্বিতীয় দেখা হবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে তাই স্কোর কার্ডও উল্টো হতে পারে। মিরপুরের পিচ সকলের কাছেই চিরচেনা। কোন সময় কোন দলের পারফরম্যান্স পাল্টে যেতে পারে তা কেউ জানে না। তাই বলা চলে যে ঢাকা সিলেট টিমের সাথে দ্বিতীয় ম্যাচটা পুরো দমে জিতার চেষ্টা করবে অপরদিকে সিলেট স্ট্রাইকার্স চেষ্টা করবে নিজের দ্বিতীয় ম্যাচটাও সেই প্রথমের মতো জয় নিয়ে নিজ অবস্থানে ফিরতে।
দুরন্ত ঢাকা বনাম সিলেট স্ট্রাইকার্স হেড টু হেড পরিসংখ্যান ২০২৪
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দুরন্ত ঢাকার সঙ্গে একবার লড়াই করেছে সিলেট স্ট্রাইকার দল। সেখানে শেষ হাসিটা হাসে সিলেট। প্রথম দেখা হওয়া ম্যাচ তাই বলা যায় সিলেটের জিতার পিছনে পুরো অবদন ছিলো টিম অধিনায়কের। অন্য দিকে দুরন্ত ঢাকার ভিন্ন রুপ। ঠিক সেই কারণে পরিসংখ্যানের দিক থেকে সিলেট স্ট্রাইকাড়সকে এগিয়ে রাখছে বিশেষজ্ঞরা।
2024 সালে বিপিএলের পয়েন্ট টেবিলের দিকে তাকালে দেখা যায় নিচের দিক থেকে সর্বোচ্চ সংখ্যায় প্রথম স্থান দখলে রেখেছে দুরন্ত ঢাকা ও পাশে অবস্থান করছে সিলেট স্ট্রাইকার। উপর থেকে হিসাব করলে সিলেট স্ট্রাইকার ৭ ম্যাচ খেলে শুধু মাত্র একটায় জয় নিশ্চিত করে পয়েন্ট টেবিলের ৬ষ্ঠ স্থানে রয়েছে। অপরদিকে দুরন্ত ঢাকা ৬ ম্যাচ খেলে ১টায় জয় পেয়ে পয়েন্ট টেবিলে সবার নিচে ৭ নাম্বারে অবস্থান করছে।
পয়েন্ট টেবিলের ও বিপিএলের এবারের আসরের পারফরম্যান্স দেখে মনে হচ্ছে সিলেট স্ট্রাইকার্স ও দুরন্ত ঢাকা পয়েন্ট টেবিলের নিচে থেকে বাদ পড়ে যাবে। টুনার্মেন্টের বাকি থাকা ম্যাচগুলো যদি আরেকটু ভালো করতে পারে তাহলে হয়তো আশার আলো দেখতে পারবে যেকোনো দল। পরিশেষে বলা যায় দুইটা দলের পয়েন্ট টেবিল দেখে বুঝা যায় একই কিন্তু একে-অপরের সঙ্গে লড়াই করলে ঢাকার থেকে এগিয়ে থাকবে সিলেট যা প্রথম মুখোমুখি থেকে বুঝা যায়।
সিলেট স্ট্রাইকার্স খেলোয়াড় লিস্ট 2024
নাজমুল হোসেন শান্ত, হ্যারি টেক্টর, সামিত প্যাটেল, জাকির হাসান, মোহাম্মদ মিঠুন (উইকেট কিপার ও অধিনায়ক), বেন কাটিং, নাজমুল ইসলাম, সালমান হোসেন, ইয়াসির আলী, জর্জ স্ক্রিমশ, তানজিম হাসান সাকিব, শফিকুল ইসলাম, দুশান হেমন্ত, জাওয়াদ মোহাম্মদ, শামসুর রহমান, রায়ান বার্ল, আরিফুল হক, নাঈম হাসান, রেজাউর রহমান রাজা, রিচার্ড নাগারভা, বেনি হাওয়েল, মাশরাফি মুর্তজা।
দুরন্ত ঢাকার খেলোয়াড় তালিকা ২০২৪
তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, আরাফাত সানি, সাইফ হাসান, উসমান কাদির, মোহাম্মদ নাইম, সাব্বির হোসেন, সাইম আইয়ুব, অ্যালেক্স রস, গুলবাদিন নায়েব, মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), ইরফান শুক্কুর (উইকেটরক্ষক), চতুরাঙ্গা ডি সিলভা, আলাউদ্দিন বাবু, দানুশকা গুনাথিলাকা, সাদিরা সামারাবিক্রমা, লাহিরু সামারাকুন, লাসিথ ক্রসপুলে, এস এম মেহেরব, জসিম উদ্দিন।