Cricket News

বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজ ২০২৪ সময় সূচি

এইতো কিছু দিন বাকি টি টোয়েন্টি বিশ্বকাপের এরমধ্যেই বাংলাদেশ ক্রিকেট দলকে ব্যস্ত সূচির মধ্যে যেতে হবে। চলতি বছরের জুন মাস জুড়ে চলবে টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪, যা আয়োজিত হবে যৌথ দেশ যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে জুড় প্রস্তুতি চলছে টাইগারদের। শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ চলাকালীন (১৬ মার্চ) বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজ ২০২৪ সময়সূচি প্রকাশ করেছে বিসিবি।

বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজ ২০২৪ সময় সূচি
বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজ ২০২৪ সময় সূচি

শুধু যে জিম্বাবুয়ের বিপক্ষে টি২০ সিরিজ খেলবে বাংলাদেশ তা কিন্তু নয়, সিরিজে থাকবে টেস্ট ম্যাচও কিন্তু T20 ওয়ার্ল্ড কাপের জন্য আপাতত জিম্বাবুয়ের বিরুদ্ধে টি টোয়েন্টি ম্যাচ খেলবে নাজমুল হাসানের দল।

১৬ মার্চ বিসিবি সিরিজের সময় সূচি প্রকাশ করার পর দেখা যায় পাঁচটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে একে-অপরের বিরুদ্ধে। জিম্বাবুয়ে ও বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে শুক্রবার ৩ মে খেলাটি চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এরপর একই মাঠে ৫ ও ৭ তারিখে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ। প্রথম দুইটা ম্যাচ বাংলাদেশের সময়সূচি অনুযায়ী সন্ধা ৬ টা অনুষ্ঠিত হবে এবং তৃতীয় খেলা বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

চট্টগ্রামের খেলা শেষে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাকি দুইটা টি টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ১০ ও ১২ তারিখ শুরু হবে খেলা ১০ তারিখ মিরপুরে প্রথম ম্যাচ শুরু হবে সন্ধা ৬টায় ও দ্বিতীয়টা সকাল ১০টা অনুষ্ঠিত হবে। জিম্বাবুয়ে সিরিজ শেষে বাংলাদেশ ক্রিকেট দল আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে টি টোয়েন্টি সিরিজ খেলবে।

বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজ  ২০২৪ সময় সূচি

সময়সূচি মুখোমুখি
শুক্র মে ৩, ২০২৪
১৮:০০ লোকাল | ১২:০০ জিএমটি
১ম টি টোয়েন্টি বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে
বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজ 2024
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম,  চট্টগ্রাম
রবি ৫ মে ২০২৪
১৮:০০ লোকাল | ১২:০০ জিএমটি
২য় টি টোয়েন্টি বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে
বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজ 2024
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম,  চট্টগ্রাম
মঙ্গল মে ৭, ২০২৪ ইং
১৮:০০ লোকাল | ১২:০০ জিএমটি
৩য় টি টোয়েন্টি বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে
বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজ 2024
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম,  চট্টগ্রাম
শুক্র মে ১০, ২০২৪
১৮:০০ লোকাল | ১২:০০ জিএমটি
৪র্থ টি টোয়েন্টি বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে
বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজ 2024
শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর
রবি ১২ মে ২০২৪
১৮:০০ লোকাল | ১২:০০ জিএমটি
৫ম টি টোয়েন্টি বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে
বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজ 2024
শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর

জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ সিরিজের ভেন্যূ ২০২৪

বাংলাদেশ ও জিম্বাবুয়ে টি টোয়েন্টি সিরিজের জন্য বিসিবি দুটি ভেন্যূ নির্ধারিত করেছে। কারণ সামনে টি টোয়েন্টি বিশ্বকাপে প্রস্তুতি হিসাবে গণ্য হবে এই সিরিজ গুলো। তাইতো ভিন্ন দুই ভেন্যূ দেওয়া হয়েছে। ভেন্যূ হলো মিরপুর ও চট্টগ্রাম।

  • শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর।
  • জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।

জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল বনাম বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল – এর পরিসংখ্যান

বাংলাদেশ ও জিম্বাবুয়ে এর সিরিজ শুরু হওয়া মাত্র কিছু বিশ্লেষক প্রমান করতে চাইবে কোন দল শক্তিশালী সবচেয়ে বেশি বাংলাদেশ নাকি জিম্বাবুয়ে। এর ধারাবাহিকতা বজায় রাখতে জানবো দুদলের হেড টু হেড মুখোমুখি পরিসংখ্যান। জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল বনাম বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল – এর পরিসংখ্যান অনুযায়ী টি টোয়েন্টি ফরম্যাটে মোট ২০ বার একে-অপরের বিরুদ্ধে লড়াই করেছে দুদল। সেখানে টি টোয়েন্টি পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ ক্রিকেট দল তারা ২০ ম্যাচ ১৩টায় জয় নিশ্চিত করে।  বাকি ৭টা ম্যাচ জিম্বাবুয়ে জয় পায়। তাই বলা যায় টি টোয়েন্টি ফরম্যাটে Zimbabwe থেকে Bangladesh ক্রিকেট দল বেশি শক্তিশালী।

যেভাবে লাইভ দেখা যাবে বাংলাদেশ Vs জিম্বাবুয়ে সিরিজ 2024

বাংলাদেশ vs জিম্বাবুয়ের সিরিজের প্রত্যকটা ম্যাচ সরাসরি লাইভ দেখা যাবে T Sports টিভি চ্যানেলের মাধ্যমে। এছাড়া ও Bangladesh vs Zimbabwe Live telecast দেখা যাবে Toffee ওয়েবসাইট বা এ্যাপসের মাধ্যমে।

বাংলাদেশ ও জিম্বাবুয়ের সিরিজে দুদলের খেলোয়াড় তালিকা 2024

বাংলাদেশের টি-টোয়েন্টি সম্ভাব্য দল:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও আলিস আল ইসলাম, লিটন দাস, এনামুল হক বিজয়, মোহাম্মদ নাঈম শেখ, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, মাহেদী হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ।

জিম্বাবুয়ে সম্ভাব্য টি টোয়েন্টি দল:

ক্রেইগ আরভিন (অধিনায়ক), ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিয়োঙ্গা, ব্র্যাডলি ইভান্স, লুক জঙউই, ক্লাইভ মাদান্দে, ওয়েসলে মাধভিরে, ইনোসেন্ট কাইয়া, কেভিন কাসুজা, তাদিওয়ানাশে মারুমানি ও ভিক্টর এনইউচি, ব্লেসিং মুজুরাবানি, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা ও শন উইলিয়ামস।
স্ট্যান্ডবাই: তানাকা চিভাঙ্গা, রায়ান বার্ল, রেগিস চাকাভা, টেন্ডাই চাতারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

You cannot copy content of this page