বিপিএল চ্যাম্পিয়ন অধিনায়ক তালিকা
Bangladesh premier League (BPL) বর্তমানে দেশের ভিতর সবচেয়ে জনপ্রিয় একটি ক্রিকেট লিগ। বিপিএল চ্যাম্পিয়ন অধিনায়ক তালিকা জানতে চেয়েছেন অনেকেই। বিপিএলের যাত্রা শুরু হয়েছিল ২০১২ সালে আর সর্বশেষ বিপিএলের আসর বসেছিল ২০২৩ সালে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের এই আসর গুলোতে কোন দল কোন সময় চ্যাম্পিয়ন হয়েছিল বা বিপিএলের চ্যাম্পিয়ন দলের অধিনায়ক কোন সময় কে ছিলেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
তাই আপারা বিপিএল চ্যাম্পিয়ন অধিনায়ক তালিকা সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।
বিপিএল চ্যাম্পিয়ন তালিকা
২০১২ সালে শুরু হওয়া বিপিএলের কোন আসরে কোন দল চ্যাম্পিয়ন হয়েছে এই নিয়ে এখন বিস্তারিত আলোচনা করা হবে। ২০১২ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিপিএলের মোট ৯ টি আসর খেলা হয়েছে। যদিও নিয়ম অনুযায়ী প্রতি বছর বিপিএলের একটি করে আসর হওয়ার কথা কিন্তু করোনা ভাইরাস এবং বিসিবির মধ্যকার অভ্যান্তরীন সমস্যার কারণে বিপিএলের কয়েকটি আসর খেলা হয়নি। নিচে বিপিএল চ্যাম্পিয়ন তালিকা নিয়ে আলোচনা করা হলো,
২০২৩ বিপিএল চ্যাম্পিয়ন
২০২৩ বিপিএলের নবম আসরে চ্যাম্পিয়ন হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিপিএলের ফাইনালে সিলেট স্টাইকার্সকে ৭ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
সংক্ষিপ্ত স্কোর বিপিএল ২০২৩ ফাইনাল:
সিলেট স্টাইকার্স
১৭৫/৭ (২০ ওভার)
কুমিল্লা ভিক্টোরিয়ান্স
১৭৬/৩ (১৯.২ ওভার)
২০২২ বিপিএল চ্যাম্পিয়ন
বিপিএল ২০২২ আসরে চ্যাম্পিয়ন হয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিপিএল ২০২২ আসরের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফরচুন বরিশালকে ১ রানের ব্যবধানে হারায়।
সংক্ষিপ্ত স্কোর বিপিএল ২০২২ ফাইনাল:
কুমিল্লা ভিক্টোরিয়ান্স
১৫১/৯ (২০ ওভার)
ফরচুন বরিশাল
১৫০/৮ (২০ ওভার)
২০১৯-২০ বিপিএল চ্যাম্পিয়ন
২০১৯ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে চ্যাম্পিয়ন হয় রাজশাহী রয়্যেলস। ফাইনালে তারা খুলনা টাইগার্সকে ২১ রানে হারায়। রাজশাহী রয়্যেসের এটি ছিল বাংলাদেশ প্রমিয়ার লিগ বিপিএলের প্রথম শিরোপা।
সংক্ষিপ্ত স্কোর বিপিএল ২০১৯-২০ ফাইনাল:
রাজশাহী রয়্যেলস
১৭০/৪ (২০ ওভার)
খুলনা টাইগার্স
১৪৯/৮ (২০ ওভার)
২০১৮ বিপিএল চ্যাম্পিয়ন
২০১৮ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের ফাইনালে জয় পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফাইনালে সাকিব আল হাসানের ঢাকা ডাইনামাইটসকে ১৭ রানে হারিয়ে বিপিএলের চ্যাম্পিয়ন হয়।
সংক্ষিপ্ত স্কোর বিপিএল ২০১৮ ফাইনাল:
কুমিল্লা ভিক্টোরিয়ান্স
১৯৯/৩ (২০ ওভার)
ঢাকা ডায়নামাইটস
১৮২/৯ (২০ ওভার)
২০১৭ বিপিএল চ্যাম্পিয়ন
২০১৭ সালে বিপিএল আসরে চ্যাম্পিয়ন হয় রংপুর রাইডার্স। রংপুর রাইডার্স বিপিএলের দল নেওয়ার পর থেকে এটি ছিল তাদের প্রথম সফলতা। রংপুর রাইডার্স ২০১৭ বিপিএলের ফাইনালে ঢাকা ডায়নামাইটকে হারিয়ে বিপিএলের চ্যাম্পিয়ন হয়। ফাইনালে তারা ঢাকা ডায়নামাইটের বিপক্ষে ৫৭ রানের বড় ব্যবধানে জয়লাভ করে।
সংক্ষিপ্ত স্কোর বিপিএল ২০১৭ ফাইনাল:
ঢাকা ডায়নামাইটস
১৪৯/৯ (২০ ওভার)
রংপুর রাইডার্স
২০৬/১ (২০ ওভার)
২০১৬ বিপিএল চ্যাম্পিয়ন
২০১৬ বিপিএলে চ্যাম্পিয়ন দলের তালিকায় নাম লেখান ঢাকা ডায়নামাইটস। বিপিএল ২০১৬ সালের ফাইনালে ঢাকা ডায়নামাইট মুখোমুখি হয় রাজশাহী কিংসের। রাজশাহী কিংসের বিপক্ষে ৫৬ রানের বড় ব্যবধানে জয় পায় ঢাকা ডায়নামাইটস।
সংক্ষিপ্ত স্কোর বিপিএল ২০১৬ ফাইনাল:
ঢাকা ডায়নামাইটস
১৫৯/৯ (২০ ওভার)
রাজশাহী কিংস
১০৩/১০ (১৭.৪ ওভার)
২০১৫ বিপিএল চ্যাম্পিয়ন
২০১৫ বিপিএল আসর ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জন্য সূর্বণ সুযোগ। আর এই সুযোগেই তারা প্রথম বারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের চ্যাম্পিয়ন হয়। ২০১৫ বিপিএলের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্স বরিশাল বুলসের বিপক্ষে ৩ উইকেটে জয়লাভ করে।
সংক্ষিপ্ত স্কোর বিপিএল ২০১৫ ফাইনাল:
কুমিল্লা ভিক্টোরিয়ান্স
১৫৭/৭ (২০ ওভার)
বরিশাল বুলস
১৫৬/৪ (২০ ওভার)
২০১৩ বিপিএল চ্যাম্পিয়ন
বিপিএল ইতিহাসের দ্বিতীয় আসর ছিল ২০১৩ বিপিএল। এই বিপিএল আসরে চ্যাম্পিয়ন হয় ঢাকা গ্ল্যাডিয়েটরস। ফাইনালে তারা চিটাগং কিংসকে ৪৩ রানে হারিয়ে বিপিএল ২০১৩ আসরের শিরোপা জিতে।
সংক্ষিপ্ত স্কোর বিপিএল ২০১৩ ফাইনাল:
ঢাকা গ্ল্যাডিয়েটরস
১৮২/৯ (২০ ওভার)
চিটাগং কিংস
১২৯/১০ (১৬.৫ ওভার)
২০১২ বিপিএল চ্যাম্পিয়ন
২০১২ সালে বিপিএলের প্রথম আসর অনুষ্ঠিত হয়। মোট ৬ টি দলকে নিয়ে এই আসরের মাধ্যমে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের যাত্রা শুরু হয়। বিপিএলের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয় ঢাকা গ্ল্যাডিয়েটরস। ফাইনালে তারা বরিশাল বার্নাসকে ৮ উইকেটে হারায়।
সংক্ষিপ্ত স্কোর বিপিএল ২০১২ ফাইনাল:
ঢাকা গ্ল্যাডিয়েটরস
১৪২/২ (১৫.৪ ওভার)
বরিশাল বার্নাস
১৪০/৭ (২০ ওভার)
বিপিএল চ্যাম্পিয়ন লিস্ট
২০১২ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিপিএলের ৯টি আসর খেলা হয়েছে। নিচে সবগুলো আসরের চ্যাম্পিয়ন দলের লিস্ট দেওয়া হলো,
আসর | চ্যাম্পিয়ন | রানারআপ |
---|---|---|
২০২৩ | কুমিল্লা ভিক্টোরিয়ান্স | সিলেট স্টাইকার্স |
২০২২ | কুমিল্লা ভিক্টোরিয়ান্স | ফরচুন বরিশাল |
২০১৯-২০ | রাজশাহী রয়্যেলস | খুলনা টাইগার্স |
২০১৮ | কুমিল্লা ভিক্টোরিয়ান্স | ঢাকা ডায়নামাইটস |
২০১৭ | রংপুর রাইডার্স | ঢাকা ডায়নামাইটস |
২০১৬ | ডাকা ডাইনামাইটস | রাজশাহী কিংস |
২০১৫ | কুমিল্লা ভিক্টোরিয়ান্স | বরিশাল বুলস |
২০১৩ | ঢাকা গ্ল্যাডিয়েটরস | চিটাগং কিংস |
২০১২ | ঢাকা গ্ল্যাডিয়েটরস | বরিশাল বার্নাস |
২০২৪ বিপিএল আসর শেষ হলে চ্যাম্পিয়ন তালিকা এখানে আপডেট করা হবে।
বিপিএল চ্যাম্পিয়ন অধিনায়ক তালিকা
বিপিএলের সবগুলো আসরের চ্যাম্পিয়ন দলের তালিকা উপরে আলোচনা করা হয়েছে এখন আলোচনা করবে বিপিএলের চ্যাম্পিয়ন দলগুলোর অধিনায়কের তালিকা সম্পর্কে।
আসর | চ্যাম্পিয়ন | অধিনায়ক |
---|---|---|
২০২৩ | কুমিল্লা ভিক্টোরিয়ান্স | ইমরুল কায়েস |
২০২২ | কুমিল্লা ভিক্টোরিয়ান্স | ইমরুল কায়েস |
২০১৯-২০ | রাজশাহী রয়্যেলস | আন্দ্রে রাসেল |
২০১৮ | কুমিল্লা ভিক্টোরিয়ান্স | তামিম ইকবাল |
২০১৭ | রংপুর রাইডার্স | মাশরাফি বিন মর্তুজা |
২০১৬ | ডাকা ডাইনামাইটস | সাকিব আল হাসান |
২০১৫ | কুমিল্লা ভিক্টোরিয়ান্স | মাশরাফি বিন মর্তুজা |
২০১৩ | ঢাকা গ্ল্যাডিয়েটরস | মাশরাফি বিন মর্তুজা |
২০১২ | ঢাকা গ্ল্যাডিয়েটরস | মাশরাফি বিন মর্তুজা |
বি:দ্র: বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল সবগুলো আসর বিশ্লেষণ করলে দেখা যায় সবচেয়ে সফল অধিনায়ক হলেন মাশরাফি বিন মর্তুজা তারপরে আছেন ইমরুল কায়েস।