Football News

রিয়াল মাদ্রিদ বনাম ম্যান সিটি সময়সূচি ২০২৪, লাইভ, পরিসংখ্যান

রিয়াল মাদ্রিদ বনাম ম্যান সিটি সময়সূচি ২০২৪, লাইভ, পরিসংখ্যান

২০২৪ সালে চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদ বনাম ম্যান সিটি খেলা দেখার আক্ষেপ এখনো শেষ হচ্ছে না বরং অপেক্ষার দিন দেখছে ভক্ত-সমর্থকরা। চ্যাম্পিয়নস লীগে আগামী দিনে মাঠে আবারও দেখা যাবে রিয়াল মাদ্রিদ ও ম্যান সিটি।

রিয়াল মাদ্রিদ বনাম ম্যান সিটি সময়সূচি ২০২৪, লাইভ, পরিসংখ্যান
রিয়াল মাদ্রিদ বনাম ম্যান সিটি সময়সূচি ২০২৪, লাইভ, পরিসংখ্যান

রিয়াল মাদ্রিদ বনাম ম্যান সিটি সময়সূচি ২০২৪

উয়েফা চ্যাম্পিয়ন লিগের ড্র শেষে লক্ষ্য করা যায় র্কোয়াটার ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে লড়াই করবে ম্যান সিটি। খেলাটি শুরু হবে বাংলাদেশের সময়সূচি অনুযায়ী আগামী ১০ এপ্রিল মধ্য রাত ১টায়। রিয়াল মাদ্রিদের নিজস্ব মাঠ এস্তাদিও সান্তিয়াগো বের্নাবেউ তে খেলতে নামবে Real Madrid বনাম ম্যান সিটি

রিয়াল মাদ্রিদ বনাম ম্যান সিটি এর পরিসংখ্যান ও হেড টু হেড

রিয়াল মাদ্রিদ বনাম ম্যানচেস্টার সিটির ম্যাচকে সামনে রেখে হেড টু হেড পরিসংখ্যান দেখতে ব্যস্ত সময় পার করছে ফুটবল বিশ্লষণকারীরা। ২০১২ সালে প্রথম বারের মতো ম্যান সিটির সঙ্গে উয়েফা চ্যাম্পিয়নস লীগে হেড টু হেড মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ।  সেই ম্যাচে ম্যাচ সিটি হারে Real Madrid এর কাছে।

Real Madrid vs Manchester city Head to head prediction দেখা যায় বর্তমান সময় পর্যন্ত দুদলের মুখোমুখি হয়েছে ১০ বার, যেখানে ম্যানচেস্টার সিটি তিন বার জয় পায়, ও ৩ বার হারে রিয়াল মাদ্রিদের কাছে। ১০ ম্যাচের মধ্যে বাকি তিনটি ম্যাচ ড্র হয়। রিয়াল মাদ্রিদ বনাম ম্যান সিটির পরিসংখ্যান উল্লেখ করলে দেখে যায় ম্যানচেস্টার সিটি এগিয়ে আছে রিয়াল মাদ্রিদের থেকে।

তারিখ হেড টু হেড পরিসংখ্যান রেজাল্ট স্কোর টুর্নামেন্ট
১৮ সেপ্টেম্বর ২০১২ রিয়াল মাদ্রিদ বনাম ম্যান সিটি ম্যান সিটির হার ৩-২ উয়েফা চ্যাম্পিয়নস লীগ
২১ নভেম্বর ২০১২ রিয়াল মাদ্রিদ বনাম ম্যান সিটি ড্র ১-১ উয়েফা চ্যাম্পিয়নস লীগ
২৬ এপ্রিল ২০১৬ রিয়াল মাদ্রিদ বনাম ম্যান সিটি ড্র ০-০ উয়েফা চ্যাম্পিয়নস লীগ
৪ মে ২০১৬ রিয়াল মাদ্রিদ বনাম ম্যান সিটি ম্যান সিটির হার ১-০ উয়েফা চ্যাম্পিয়নস লীগ
২৬ ফেব্রুয়ারী ২০২০ রিয়াল মাদ্রিদ বনাম ম্যান সিটি রিয়াল মাদ্রিদের হার ১-২ উয়েফা চ্যাম্পিয়নস লীগ
৭ আগস্ট ২০২০ রিয়াল মাদ্রিদ বনাম ম্যান সিটি রিয়ালের হার ২-১ উয়েফা চ্যাম্পিয়নস লীগ
২৬ এপ্রিল ২০২২ রিয়াল মাদ্রিদ বনাম ম্যান সিটি ম্যান সিটির জয় ৪-১ উয়েফা চ্যাম্পিয়নস লীগ
৪ মে ২০২২ রিয়াল মাদ্রিদ বনাম ম্যান সিটি ম্যান সিটির হার ৩-১ উয়েফা চ্যাম্পিয়নস লীগ
৯ মে ২০২৩ রিয়াল মাদ্রিদ বনাম ম্যান সিটি ড্র ১-১ উয়েফা চ্যাম্পিয়নস লীগ
১৭ মে ২০২৩ রিয়াল মাদ্রিদ বনাম ম্যান সিটি সিটির জয় ৪-০ উয়েফা চ্যাম্পিয়নস লীগ

Real Madrid বনাম ম্যান সিটি এর লাইভ স্ট্রিম কোথায় দেখতে পাওয়া যাবে

Real Madrid বনাম ম্যান সিটি এর লাইভ স্ট্রিম দেখা যাবে বেশ কিছু টিভি চ্যানেলের মাধ্যমে, এছাড়াও ডিজিটাল প্লাটফর্মে দেখা মিলবে আজকের খেলা রিয়াল মাদ্রিদ ও ম্যান সিটির কোর্টারফাইনাল ম্যাচ।

Man city বনাম রিয়াল মাদ্রিদ এর লাাইভ স্ট্রিমিং ও সরাসরি যুক্তরাষ্ট্র থেকে দেখা যাবে যেসব টিভি চ্যানেল তা হলো, BT Sport 1 ও BT Sport Unlimited এর মাধ্যমে।  বাংলাদেশ ও ভারতের উয়েফা প্রেমিরা এই ম্যাচ লাইভ দেখতে পারবে Sony Liv এর মাধ্যমে। আরও অনলাইনে লাইভ দেখার জন্য ইন্টারনেট প্যাকেজ ক্রয় করে Jio ও Fan Code দিয়ে দেখা যাবে Real Madrid বনাম Man City match 2024.

ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত স্কোর কার্ড দেখা যাবে, ESPN, Football Live, Google Score Board আরও বেশকিছু অনলাইন প্লাটফর্মে দেখা যাবে রিয়াল মাদ্রিদ ও ম্যান সিটির স্কোর কার্ড।

ম্যান সিটি বনাম রিয়াল মাদ্রিদ খেলোয়াড় তালিকা ২০২৪

রিয়াল মাদ্রিদ বনাম ম্যান সিটি লাইনআপ নিচে দেওয়া হয়েছে

ম্যান সিটি খেলোয়াড় তালিকা ২০২৪

ম্যাক্স অ্যালেইন, রিকো লুইস, মাতেও কোভাসিক, জ্যাক গ্রিলিশ, রডরি, কেভিন ডি ব্রুইন, বার্নার্ডো সিলভা, ফিল ফোডেন, অস্কার বব, জ্যাকব রাইট, মহামাদু সুসোহো, স্টেফান ওর্তেগা, এডারসন, স্কট কারসন, ট্রু গ্রান্ট, কাইল ওয়াকার, রুবেন ডায়াস, জন স্টোনস, নাথান আক, জোস্কো গভার্দিওল, ম্যানুয়েল আকানজি, সার্জিও গোমেজ, ম্যাথিউস নুনস, মিকাহ হ্যামিল্টন, এরলিং হ্যাল্যান্ড, জেরেমি ডকু, জুলিয়ান আলভারেজ।

রিয়াল মাদ্রিদ খেলোয়াড় তালিকা ২০২৪ 

থিবাউট কোর্তোয়া, আন্দ্রি লুনিন, কেপা আরিজাবালাগা, ডিয়েগো পিনেইরো, ফ্রাঁ গঞ্জালেজ, লুকাস ক্যানিজারেস, দানি কারভাজাল, এডার মিলিতো, ডেভিড আলাবা, নাচো, ফ্রাঁ গার্সিয়া, আন্তোনিও রুডিগার, ফেরল্যান্ড মেন্ডি, আলভারো ক্যারিলো, ভিনিসিয়াস অগাস্ট, ভিনিসিয়াস, জ্যানিসিয়াস। টনি ক্রুস, লুকা মড্রিক, এডুয়ার্দো কামাভিঙ্গা, ফেদেরিকো ভালভার্দে, লুকাস ভাজকুয়েজ, অরেলিয়ান চৌয়ামেনি, দানি সেবেলোস, ব্রাহিম দিয়াজ, আরদা গুলার, মারিও মার্টিন, নিকো পাজ, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, জোসেলো, জোসেলু, রোদ্রিগো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

You cannot copy content of this page