Cricket League

CSK Match 2024: চেন্নাই সুপার কিংসের খেলার সময়সূচি ২০২৪

CSK Match 2024: চেন্নাই সুপার কিংসের খেলার সময়সূচি ২০২৪

2024 আইপিএলে ১৭ বারের মতো জয়েন করেছে চেন্নাই সুপার কিংস। পাঁচ বারের চ্যাম্পিয়ন দলটা ইতিমধ্যে নিজেদের খেলাধুলাকে গুছিয়ে নিয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ এর নিয়ন্ত্রণ সংস্থা থেকে ইতিমধ্যে আইপিএল ২০২৪ সময়সূচি ও দল তালিকা প্রকাশ করেছে।

    CSK Match 2024: চেন্নাই সুপার কিংসের খেলার সময়সূচি ২০২৪CSK Match 2024: চেন্নাই সুপার কিংসের খেলার সময়সূচি ২০২৪

এখানে দেখা যায় বর্তমান আইপিএল চ্যাম্পিয়ন দল চেন্নাই সুপার কিংসের খেলার সময়সূচি অনুযায়ী আইপিএল ১৭ তম আসরের প্রথম ম্যাচেই মাঠে নামবে দলটা। খেলাটি শুরু হবে মার্চ মাসের ২২ তারিখ  রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বিরুদ্ধে এম. এ. চিদম্বরম স্টেডিয়ামে। এরমধ্যে দিয়েই যাত্রা পথে পা রাখবে ধোনির দল চেন্নাই সুপার কিংস।

সিএসকের প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮ মে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সঙ্গে, ইন্ডিয়ান প্রিমিয়া লিগে চেন্নাইয়ের প্রথম ও শেষ প্রতিপক্ষ একই হওয়ায় কিছুটা সহজ হবে খেলা।

CSK Match 2024: চেন্নাই সুপার কিংসের খেলার সময়সূচি ২০২৪

তারিখ হেড টু হেড   ভেন্যূ সময় সূচি
মার্চ ২২ চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এম. এ. চিদম্বরম স্টেডিয়াম, চেন্নাই ১৯:৩০
মার্চ ২৬ চেন্নাই সুপার কিংস বনাম  গুজরাট টাইটানস এম. এ. চিদম্বরম স্টেডিয়াম, চেন্নাই ১৯:৩০
মার্চ ৩১ দিল্লি ক্যাপিটালস বনাম চেন্নাই সুপার কিংস এসিএ–ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়াম ১৯:৩০
এপ্রিল ৫ সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম চেন্নাই সুপার কিংস রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, হায়দ্রাবাদ ১৯:৩০
এপ্রিল ৮ চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স এম. এ. চিদম্বরম স্টেডিয়াম, চেন্নাই ১৯:৩০
এপ্রিল ১৪ মুম্বাই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাই ১৯:৩০
এপ্রিল ১৯ লখনউ সুপার জায়ান্টস বনাম চেন্নাই সুপার কিংস একনা ক্রিকেট স্টেডিয়াম, লখনউ ১৯:৩০
এপ্রিল ২৩ চেন্নাই সুপার কিংস বনাম লখনউ সুপার জায়ান্টস এম. এ. চিদম্বরম স্টেডিয়াম, চেন্নাই ১৯:৩০
এপ্রিল ২৮ চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ এম. এ. চিদম্বরম স্টেডিয়াম, চেন্নাই ১৯:৩০
মে ১ চেন্নাই সুপার কিংস বনাম পাঞ্জাব কিংস এম. এ. চিদম্বরম স্টেডিয়াম, চেন্নাই ১৯:৩০
মে ৫ পাঞ্জাব কিংস বনাম চেন্নাই সুপার কিংস হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থা স্টেডিয়াম ১৫:৩০
মে ১০ গুজরাট টাইটানস বনাম চেন্নাই সুপার কিংস নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ ১৯:৩০
মে ১২ চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালস এম. এ. চিদম্বরম স্টেডিয়াম, চেন্নাই ১৫:৩০
মে ১৮ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম চেন্নাই সুপার কিংস
এম. চিন্নাস্বামী স্টেডিয়াম

, ব্যাঙ্গালোর

১৯:৩০

চেন্নাই সুপার কিংসের খেলার ভেন্যূ তালিকা ২০২৪

২০২৪ আইপিএল আসরে মুস্তাফিজুরের দল চেন্নাই সুপার কিংস প্রথম রাউন্ডে ১৪টা ম্যাচ খেলবে। চেন্নাইয়ের সেই ১৪টা ম্যাচ অনুষ্ঠিত হবে ৭টা ভিন্ন সব ভেন্যূতে। নিচে প্রত্যেকটা ভেন্যূর নাম উল্লেখ করা হলো।

  • রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
  • এম. এ. চিদম্বরম স্টেডিয়াম, চেন্নাই
  • নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদ
  • এসিএ–ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়াম
  • ওয়াংখেড়ে স্টেডিয়াম
  • একনা ক্রিকেট স্টেডিয়াম
  • হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থা স্টেডিয়াম

চেন্নাই সুপার কিংস খেলোয়াড় 2024

মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), অজয় মণ্ডল, মুকেশ চৌধুরী, মাথিশা পাথিরানা, আজিঙ্কা রাহানে, শাইক রশিদ, মিচেল স্যান্টনার, সিমরজিৎ সিং, নিশান্ত সিন্ধু, প্রশান্ত সোলাঙ্কি, মহীশ থিকসানা, মঈন আলী, দীপক চাহার, ডেভন কনওয়ে, তুষার দেশপান্ডে, শিবম দুবে, রুতুরাজ গায়কওয়াড়, রাজবর্ধন হাঙ্গারগেকার, রবীন্দ্র জাদেজা, রাচিন রবীন্দ্র, শার্দুল ঠাকুর, ড্যারিল মিচেল, সমীর রিজভী, মুস্তাফিজুর রহমান, অবনীশ রাও আরাভেলি।

চেন্নাই সুপার কিংস কে নিয়ে কিছু প্রশ্নঃ

চেন্নাই সুপার কিংস এর অধিনায়ক কে?

চেন্নাই সুপার কিংস দলটা ২০০৮ সালে তৈরি হয়। তখন থেকে দলটায় অধিনায়কের দায়িত্ব পালন করে আসছে মহেন্দ্র সিং ধোনি কিন্তু বর্তমানে ২০২৪ আইপিএল সংস্করণে নতুন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়।

চেন্নাই সুপার কিংস এর মালিক কে?

চেন্নাই সুপার কিংস প্রধানত তামিলনাড়ুর একটা দল। চেন্নাই সুপার কিংস এর ক্রিকেট  দলটির মালিক এন. শ্রীনিবাসন।

CSK কতবার আইপিএল জিতেছে?

মহেন্দ্র সিং ধোনি নেতৃত্বে চেন্নাই সুপার কিংস আইপিএল জিতেছে পাঁচ বার। শেষ বার ২০২৩ সালে চ্যাম্পিয়ন হয় দলটা। 2010, 2011, 2018, 2021 এবং 2023 সালের জয়ে মুম্বাইয়ে পাশাপাশি চেন্নাই সুপার কিংস এখন আইপিএলে সবচেয়ে বেশি বার চ্যাম্পিয়ন হওয়া দল।

২০২৪  আইপিএলে সবচেয়ে বেশি উইকেট কার?

২০২৪ সালে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে অভিষেক হয় বাংলাদেশের খেলোয়াড় কাতার মাস্টার মুস্তাফিজুর রহমান। তার প্রথম ১০ বোলিংয়ের বিনিময়ে ৪ উইকেট তুলে নেয়। বর্তমানে খেলা এখনো চলমান। এখন পর্যন্ত মুস্তাফিজুর রহমান IPL সর্বোচ্চ উইকেট পাওয়া খেলোয়াড়। তবুও টুনার্মেন্ট শেষ হলে আপডেট দেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

You cannot copy content of this page